হায়দরাবাদ, 2 অক্টোবর: রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন দক্ষিণী তারকা রজনীকান্ত ৷ সেখানেই তাঁর হার্টের সমস্যার কথা জানতে পারেন চিকিৎসকরা ৷ থালাইভার হাসপাতালে ভর্তির খবর পেয়ে দ্রুত খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পয়লা অক্টোবরই তিনি রজনীকান্তের স্ত্রী লতার সঙ্গে ফোনে কথা বলেন ৷ জানা গিয়েছে, অভিনেতার বর্তমান স্বাস্থ্য সংক্রান্ত সবরকম খবর নেন প্রধানমন্ত্রী ৷
তামিলনাড়ু বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেছেন। মঙ্গলবার, 'ভেট্টাইয়ান' অভিনেতাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিনেতাকে 2 থেকে 3 দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে। হাসপাতালের তরফে আরও বলা হয়েছে, বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল।
Our Hon. PM Thiru @narendramodi avl spoke telephonically to Smt. Latha Rajinikanth avl today to inquire about the health of our Super Star Thiru @rajinikanth avl.
— K.Annamalai (@annamalai_k) October 1, 2024
Hon PM was informed about the well-being of Thiru Rajinikanth avl post-surgery & Hon PM wished him a speedy… pic.twitter.com/dvneX2IJju
প্রধানমন্ত্রীর বার্তা...
কে আন্নামালাই এক্স হ্যান্ডেলে (টুইটার) রজনীকান্ত এবং প্রধানমন্ত্রী মোদির একটি পুরনো ছবি শেয়ার করেন ৷ যেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি অভিনেতার দ্রুত সুস্থতার কামনা করেছেন। বিজেপি নেতা ক্যাপশনে লেখেন, "আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপারস্টার রজনীকান্তের স্বাস্থ্যের খোঁজখবর নিতে 1 অক্টোবর ফোনে লতা রজনীকান্তের সঙ্গে কথা বলেছেন। অস্ত্রোপচারের পর রজনীকান্তের স্বাস্থ্য সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।" শুধু তাই নয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ও বন্ধু তথা অভিনেতা কমল হাসানও রজনীকান্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ এক্সহ্যান্ডেলে তাঁরা অভিনেতার সুস্থতার প্রার্থনা করেছেন ৷
Our superstar's heart is as strong as his spirit! Rajinikanth is recovering well after a heart procedure and will be home soon! ❤️🌟 #ApolloHospitals https://t.co/4a7vgng6rB
— HospitalsApollo (@HospitalsApollo) October 1, 2024
অ্যাপোলো হাসপাতালের মেডিক্যাল বুলেটিন
অ্যাপোলো হাসপাতালের তরফে মঙ্গলবার সন্ধ্যায় মেডিকেল বুলেটিন জারি করা হয় ৷ তাতে বলা হয় অভিনেতার অবস্থা স্থিতিশীল। 1 অক্টোবর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'রজনীকান্তকে 30 সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হৃৎপিণ্ড থেকে উদ্ভূত প্রধান রক্তনালীতে ফোলাভাব ছিল ৷ সেখানে অস্ত্রোপচারের বদলে ট্রান্সক্যাথেটার পদ্ধতিতে চিকিত্সা করা হয়েছে। রজনীকান্তের অবস্থা স্থিতিশীল এবং তাঁর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে। দু'দিনের মধ্যে অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷