কলকাতা, 5 জুলাই: সালটা 1946 ৷ দেশের ভাগের সময় ভয়াবহ পরিস্থিতি ৷ ভেদাভেদ চরম পর্যায়ে ৷ বাংলার ঘটে গিয়েছে নৃশংস গণহত্যা ৷ ইতিহাসের পাতার সেই কালো দিন ছবির পর্দায় তুলে ধরছেন পরিচালক বিজয় ইয়েলাকান্তি ৷ প্রকাশ্যে 'মা কালী' ছবির টিজার ৷ কুখ্যাত 'ডাইরেক্ট অ্যাকশন ডে'- আসলে কী তার সত্যতা তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক ৷ মুখ্যচরিত্রে নজর কাড়েন অভিনেত্রী রাইমা সেন ৷
ছবিটি নিয়ে আবেগী অভিনেত্রী রাইমা ৷ তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, "এই ছবির প্রথম ভাগের জন্য ওজন বাড়িয়েছি ৷ দ্বিতীয় ভাগের জন্য ওজন কমিয়েছি। বাঙালি বলে গণহত্যার সময় আমরা যে নৃশংসতার মুখোমুখি হয়েছিলাম তার গভীরভাবে বুঝতে পেরেছি। তবে এটাও বলতে হবে একজন বাঙালি হওয়া সত্ত্বেও, আমি এসব ঘটনা সবিস্তারে জানতাম না। তাই যখন এই ছবিটি আমার কাছে এসেছিল, তখন সবটা জানার পর আর না করতে পারিনি।"
দেশ ভাগের ফলে লাখ লাখ ছিন্নমূল পরিবার ভিটেমাটি ছাড়া হয়ে অকথ্য অত্যাচারের শিকার হয়েছিলেন । তাঁদের কথাই রয়েছে এই ছবিতে। সেই অত্যাচারে একসময় নিশ্চিহ্ন হয়েছে জনৈক ঘোষ পরিবার। সেই পরিবারকে কেন্দ্রে রেখেই এগিয়েছে ‘মা কালী’র গল্প। উল্লেখ্য, এই ছবিটির সঙ্গে নয়া নাগরিকত্ব আইন বা 'সিএএ'-র কাকতালীয় যোগ নিয়ে অনেকেই সরব ৷ তবে তা মানতে নারাজ রাইমা ৷ সব কিছু ঠিক থাকলে অগস্টেই মুক্তি পেতে পারে 'মা কালী' ৷ প্রসঙ্গত, আগেই এই ছবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখানো হয়েছে। উপস্থিত ছিলেন পরিচালক-সহ ছবির দুই অভিনেতাও।
তবে শুরু থেকেই এই ছবি ঘিরে কম বিতর্ক হয়নি! এমনকী, হুমকি ফোনও এসেছে রাইমার কাছে। অভিনেত্রীর পরিবারকেও ফোন করে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। বিজয় ইয়েলাকান্তি পরিচালিত ছবিতে রাইমার বিপরীতে রয়েছেন প্রাক্তন আইএএস অভিষেক সিং। তিনি জানিয়েছেন, "মা কালী আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক ঘটনাগুলির একটি দিক তুলে ধরবে। এখানে যা দেখানো হবে সেই সব ভয়ঙ্কর ট্র্যাজেডির বিবরণ আজও অনেকের অজানা।" উল্লেখ্য, ছবির শুটিং হিন্দিতে হয়েছে ৷ ডাবিং করে বাংলা ও তেলুগুতেও এই বছরেই মুক্তি পাবে 'মা কালী' ।