হায়দরাবাদ, 7 ডিসেম্বর: সুকুমার পরিচালিত 'পুষ্পা 2'র প্রথম ঝলক যখন সামনে আসে তখন ছবির ভবিতব্যে কী আছে অনেকেই জানতেন না ৷ পুরোটাই ছিল অনুমানের ওপর ৷ সেই ছবি যখন পর্দায় এল তখন বোমা ফাটাল ৷ বক্সঅফিসে পুষ্পারাজ কতদিন চলবে তা বলা মুশকিল হলেও ছবির গায়ে কিন্তু লেগে গিয়েছে ব্লকব্লাস্টার হিটের তকমা ৷
- প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড 294 কোটি টাকা আয়
পরিচালক সুকুমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন 'পুষ্পা'র দ্বিতীয় ভাগ ছাপিয়ে আগে প্রথমভাগকে ৷ হলও তাই ৷ ট্রেড এক্সপার্টরাও অনুমান করেছিলেন প্রথমদিনের হিসাবে গ্লোবালি ছবির আয় 250-275 কোটির মধ্যে থাকবে ৷ কিন্তু তার থেকেও ঘরে এল কয়েকগুণ বেশি টাকা ৷ হাসতে হাসতে ছবি তুলে নিয়েছে 294 কোটি টাকা ৷ বক্সঅফিসে হিউজ এই কালেকশন দেখে চমকে গিয়েছেন সকলেই ৷
#Pushpa2TheRule is a HISTORIC BLOCKBUSTER in Indian Cinema.
— Mythri Movie Makers (@MythriOfficial) December 6, 2024
The film has tumbled many records across territories to become the HIGHEST GROSSING FILM ON DAY 1 🔥#RecordsRapaRapAA 🔥
RULING IN CINEMAS
Book your tickets now!
🎟️ https://t.co/tHogUVEOs1#Pushpa2 #WildFirePushpa pic.twitter.com/Jc9bKFSMS1
প্রায় সাড়ে 12 হাজারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পুষ্পা 2 দ্য রুল' ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনও হয়নি ৷ তারপর জুনিয়র এনটিআর ও রামচরণ অভিনীত আরআরআর ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশনও পড়ল পুষ্পার পিছনে ৷
- পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (দ্বিতীয় দিন)
প্রথমদিনের ধুন্ধুমার ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিন ছবির গতি কিছুটা কম ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, দ্বিতীয় দিন ভারতে ছবির ঝুলিতে এসেছে 90.1 কোটি টাকা ৷ ফলে ভারতীয় মার্কেটে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 265 কোটি টাকায় ৷ পাশাপাশি, যদি আঞ্চলিক ভাষায় ভাগ করে ছবির আয় ধরা দেয়, সেখানেও তেলুগুর পাশাপাশি হিন্দি ভালো রেজাল্ট করেছে ৷ হিন্দি ভার্সনের ছবি এনেছে 55 কোটি টাকা ৷ আর তেলুগু ভার্সন ছবি এনেছে 27.1 কোটি টাকা ৷ ফলে তেলুগু সিনেমা হলেও পুষ্পা দক্ষিণী যতটা না রাজ করতে পারছে তার থেকে অনেক বেশি রাজ করছে হিন্দিতে ৷
পুষ্পা 2 বক্সঅফিস একনজরে
প্রিমিয়ার শো (বুধবার): 10.65 কোটি টাকাপ্রথম দিন (বৃহস্পতিবার): 164.25 কোটি টাকা
দ্বিতীয় দিন (শুক্রবার): 90.1 কোটি টাকা (অনুমানুসারে)
মোট: 265 কোটি টাকা ভারতে
(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক)
পুষ্পা 2 ওয়ার্ল্ডওয়াইড আয় 400 কোটি টাকা (মাত্র দুদিনে)
বিশ্ব বক্সঅফিসেও ছবির আয় দমদার ৷ মাত্র দুদিনেই ছবির গ্লোবালি আয় করে নিয়েছে 400 কোটি টাকা ৷ ফলে এখানে পুষ্পার প্রথম ভাগ লাইফটাইম যে টাকা আয় করেছিল (প্রায় 350 কোটি টাকা) তাও পড়ল পিছনে ৷
- একাধিক রেকর্ড তৈরি হয়েছে, ভেঙেছে একাধিক
পুষ্পা 2 শুধুমাত্র বক্সঅফিস সাফল্য নয়, তৈরি করেছে একাধিক নতুন রেকর্ড ৷ সিনেমার ইতিহাসে তৈরি হল কোন কোন রেকর্ড দেখা যাক একনজরে ৷
- ওয়ার্ল্ডওয়াইড ভারতীয় কোনও সিনেমার প্রথমদিন সবচেয়ে বেশি আয় ৷ 294 কোটি আয় টাকা 'পুষ্পা'র ৷ 'আরআরআর' আয় করেছিল 223 কোটি টাকা ৷
- ভারতে হাইয়েস্ট ওপেনিং ডে কালেকশন 164.25 কোটি টাকা 'পুষ্পা'র খাতায় ৷ 'আরআরআর' ছবির আয় হয়েছিল 156 কোটি টাকা ৷
- হিন্দি ভাষায় দক্ষিণী কোনও ছবির প্রথম দিন সবচেয়ে বেশি আয়, প্রায় 70 কোটি টাকা ৷
- হাইয়েস্ট ওপেনিং আল্লু অর্জুন, সুকুমার, রশ্মিকা মন্দানার কেরিয়ারে ৷ মাইথিরি প্রযোজনা সংস্থাও প্রথমবার সেই খাতায় নাম লেখাল ৷
- পুষ্পা 1-এর লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলল পুষ্পা 2
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 2 দিনেই 'পুষ্পা 2' ছাপিয়ে গিয়েছে 'পুষ্পা 1: দ্য রাইজ' ছবির লাইফটাইম কালেকশন ৷ অ্যাকশন প্যাকড ব্লকব্লাস্টার সিনেমা 'পুষ্পা 2' হিন্দিতে নেট আয় করেছে 120 কোটি টাকা ৷ 'পুষ্পা'-র প্রথমভাগের হিন্দিতে লাইফটাইম আয় 106 কোটি টাকা ৷
পুষ্পা 2: দ্য নেক্সট চ্যাপ্টার
ইতিমধ্যেই সকলেই জানেন, 'পুষ্পা 3' শুটিং ফ্লোরে যাবে ৷ ছবির নাম রাখা হয়েছে পুষ্পা 3: দ্য ব়্যাম্পেজ ৷ অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি 3 ডিসেম্বর একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন ৷ সেখানেই খুশির খবর শেয়ার করেন দর্শকদের সঙ্গে ৷ ছবির সঙ্গে বিজয় দেবরেকোন্ডার যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল ৷