ETV Bharat / entertainment

ছপ্পর ফাড়কে..., বক্সঅফিসে সুনামি আল্লু অর্জুনের 'পুষ্পা 2'র - PUSHPA 2 BOX OFFICE DAY 4

এই গতি থামার নয় ৷ আল্লু অর্জুনের 'পুষ্পা 2' চারদিনেই 800 কোটির ঘরে ৷ গ্লোবাল বক্সঅফিস মিলিয়ে তৈরি হচ্ছে নয়া রেকর্ড ৷

Etv Bharat
বক্সঅফিসে সুনামি আল্লু অর্জুনের 'পুষ্পা 2'র (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 5:07 PM IST

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: 'পুষ্পা 2: দ্য রুল' ছবিকে ঘিরে প্রত্যাশা ছিলই কিন্তু তা যে সবকিছুকে ছাড়িয়ে যাবে এমনটা অনেকেই কল্পনা করতে পারেননি ৷ সুকুমার পরিচালিত 2021 সালের ব্লকব্লাস্টার 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সিক্যুয়েল ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া বেঞ্চমার্ক তৈরি করল ৷

রেকর্ড ব্রেকিং ওপেনিং উইকেন্ড

5 ডিসেম্বর গ্লোবালি মুক্তি পাওয়া 'পুষ্পা 2' শুধুমাত্র দর্শকদের বিনোদন দিচ্ছে না, তা প্রেক্ষাগৃহগুলিতে রাজ করছে ৷ হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম প্রভৃতি ভাষা মিলিয়ে মাত্র তিনদিনে এই ছবি গ্লোবালি আয় করে নিয়েছে 500 কোটি টাকা ৷ এখানেই শেষ নয়, চতুর্থদিনের মাথায় ভারতেই ছবির আয়ের পরিমান 600 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার হয়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, গ্লোবালি 'পুষ্পা 2' ঘরে তুলে নিয়েছে 800 কোটি টাকা ৷

প্রথম দিন এই ছবির গ্রস আয় হয় 294 কোটি টাকা ৷ যা ভেঙে দেয় অস্কারজয়ী ছবি আরআরআর (223.5 কোটি) ছবির বক্সঅফিস কালেকশন ৷ একইভাবে পিছনে পড়ে বাহুবলি (217 কোটি) ও কল্কি 2898 এডি (175 কোটি) ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশনও ৷

পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (চতুর্থ দিন)

পুষ্পার বক্সঅফিস সুনামি এখনও অব্যাহত ৷ রবিবার ছবির আয় বেড়েছে 18 শতাংশ ৷ ফলে একদিনেই আয় হয়েছে 141.5 কোটি টাকা ৷ ভারতে প্রথম উইকেন্ডে ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে 529.5 কোটি টাকা নেট ৷

পুষ্পা 2 ছবির ভারতে নেট কালেকশন

দিনভারতে নেট কালেকশন
প্রিমিয়ার10.65 কোটি টাকা
প্রথম দিন164.25 কোটি টাকা
দ্বিতীয় দিন93.8 কোটি টাকা
তৃতীয় দিন 119.25 কোটি টাকা
চতুর্থ দিন 141.5 কোটি টাকা
মোট529.45 কোটি টাকা

হিন্দি বক্সঅফিসেও 'পুষ্পা 2'র রেকর্ড নজরকাড়া ৷ প্রথমদিন ছবি হিন্দি ভাষায় আয় করেছিল 70.30 কোটি টাকা ৷ গ্লোবাল মার্কেটের পাশাপাশি হিন্দি মার্কেটেও আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত এই ছবি রাজ করছে ৷

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: 'পুষ্পা 2: দ্য রুল' ছবিকে ঘিরে প্রত্যাশা ছিলই কিন্তু তা যে সবকিছুকে ছাড়িয়ে যাবে এমনটা অনেকেই কল্পনা করতে পারেননি ৷ সুকুমার পরিচালিত 2021 সালের ব্লকব্লাস্টার 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সিক্যুয়েল ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া বেঞ্চমার্ক তৈরি করল ৷

রেকর্ড ব্রেকিং ওপেনিং উইকেন্ড

5 ডিসেম্বর গ্লোবালি মুক্তি পাওয়া 'পুষ্পা 2' শুধুমাত্র দর্শকদের বিনোদন দিচ্ছে না, তা প্রেক্ষাগৃহগুলিতে রাজ করছে ৷ হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম প্রভৃতি ভাষা মিলিয়ে মাত্র তিনদিনে এই ছবি গ্লোবালি আয় করে নিয়েছে 500 কোটি টাকা ৷ এখানেই শেষ নয়, চতুর্থদিনের মাথায় ভারতেই ছবির আয়ের পরিমান 600 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার হয়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, গ্লোবালি 'পুষ্পা 2' ঘরে তুলে নিয়েছে 800 কোটি টাকা ৷

প্রথম দিন এই ছবির গ্রস আয় হয় 294 কোটি টাকা ৷ যা ভেঙে দেয় অস্কারজয়ী ছবি আরআরআর (223.5 কোটি) ছবির বক্সঅফিস কালেকশন ৷ একইভাবে পিছনে পড়ে বাহুবলি (217 কোটি) ও কল্কি 2898 এডি (175 কোটি) ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশনও ৷

পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (চতুর্থ দিন)

পুষ্পার বক্সঅফিস সুনামি এখনও অব্যাহত ৷ রবিবার ছবির আয় বেড়েছে 18 শতাংশ ৷ ফলে একদিনেই আয় হয়েছে 141.5 কোটি টাকা ৷ ভারতে প্রথম উইকেন্ডে ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে 529.5 কোটি টাকা নেট ৷

পুষ্পা 2 ছবির ভারতে নেট কালেকশন

দিনভারতে নেট কালেকশন
প্রিমিয়ার10.65 কোটি টাকা
প্রথম দিন164.25 কোটি টাকা
দ্বিতীয় দিন93.8 কোটি টাকা
তৃতীয় দিন 119.25 কোটি টাকা
চতুর্থ দিন 141.5 কোটি টাকা
মোট529.45 কোটি টাকা

হিন্দি বক্সঅফিসেও 'পুষ্পা 2'র রেকর্ড নজরকাড়া ৷ প্রথমদিন ছবি হিন্দি ভাষায় আয় করেছিল 70.30 কোটি টাকা ৷ গ্লোবাল মার্কেটের পাশাপাশি হিন্দি মার্কেটেও আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত এই ছবি রাজ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.