হায়দরাবাদ, 9 ডিসেম্বর: 'পুষ্পা 2: দ্য রুল' ছবিকে ঘিরে প্রত্যাশা ছিলই কিন্তু তা যে সবকিছুকে ছাড়িয়ে যাবে এমনটা অনেকেই কল্পনা করতে পারেননি ৷ সুকুমার পরিচালিত 2021 সালের ব্লকব্লাস্টার 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সিক্যুয়েল ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া বেঞ্চমার্ক তৈরি করল ৷
রেকর্ড ব্রেকিং ওপেনিং উইকেন্ড
5 ডিসেম্বর গ্লোবালি মুক্তি পাওয়া 'পুষ্পা 2' শুধুমাত্র দর্শকদের বিনোদন দিচ্ছে না, তা প্রেক্ষাগৃহগুলিতে রাজ করছে ৷ হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম প্রভৃতি ভাষা মিলিয়ে মাত্র তিনদিনে এই ছবি গ্লোবালি আয় করে নিয়েছে 500 কোটি টাকা ৷ এখানেই শেষ নয়, চতুর্থদিনের মাথায় ভারতেই ছবির আয়ের পরিমান 600 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার হয়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, গ্লোবালি 'পুষ্পা 2' ঘরে তুলে নিয়েছে 800 কোটি টাকা ৷
প্রথম দিন এই ছবির গ্রস আয় হয় 294 কোটি টাকা ৷ যা ভেঙে দেয় অস্কারজয়ী ছবি আরআরআর (223.5 কোটি) ছবির বক্সঅফিস কালেকশন ৷ একইভাবে পিছনে পড়ে বাহুবলি (217 কোটি) ও কল্কি 2898 এডি (175 কোটি) ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশনও ৷
পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (চতুর্থ দিন)
পুষ্পার বক্সঅফিস সুনামি এখনও অব্যাহত ৷ রবিবার ছবির আয় বেড়েছে 18 শতাংশ ৷ ফলে একদিনেই আয় হয়েছে 141.5 কোটি টাকা ৷ ভারতে প্রথম উইকেন্ডে ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে 529.5 কোটি টাকা নেট ৷
পুষ্পা 2 ছবির ভারতে নেট কালেকশন
দিন | ভারতে নেট কালেকশন |
প্রিমিয়ার | 10.65 কোটি টাকা |
প্রথম দিন | 164.25 কোটি টাকা |
দ্বিতীয় দিন | 93.8 কোটি টাকা |
তৃতীয় দিন | 119.25 কোটি টাকা |
চতুর্থ দিন | 141.5 কোটি টাকা |
মোট | 529.45 কোটি টাকা |
হিন্দি বক্সঅফিসেও 'পুষ্পা 2'র রেকর্ড নজরকাড়া ৷ প্রথমদিন ছবি হিন্দি ভাষায় আয় করেছিল 70.30 কোটি টাকা ৷ গ্লোবাল মার্কেটের পাশাপাশি হিন্দি মার্কেটেও আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত এই ছবি রাজ করছে ৷