কলকাতা, 8 সেপ্টেম্বর: প্রায় একমাস হতে চলল, তবুও সমাজের সমস্ত স্তরের মানুষ আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে পথে রয়েছেন। রবিবার দুপুর থেকেই কলকাতার রাজপথে বিভিন্ন প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে। তার পাশাপাশি ফের পথে নেমে প্রতিবাদ দেখালেন টালিগঞ্জের কলাকুশলীরা। টালিগঞ্জ মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত যান তাঁরা। হাজরা মোড়ে আরও বেশকিছু কর্মসূচিও ছিল তাঁদের।
আজ তারকাদের মিছিলে সামিল হয়েছেন বহু শিল্পী। ছোট পর্দা থেকে বড় পর্দার একাধিক শিল্পী এবং কলাকুশলীরা আজ এই প্রতিবাদ মিছিলে সামিল হন। গান এবং স্লোগানের মাধ্যমে তাঁরা মিছিল নিয়ে এগিয়ে নিয়ে যান হাজরা মোড়ের দিকে। পথে থেকে প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি সোশাল মিডিয়াতেও প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। সোমবার 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও হত্যার শুনানি রয়েছে। আর সেই দিকেই তাকিয়ে রয়েছেন সারা বিশ্ববাসী।
আর তার আগে রবিবার শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরোয়। আজ যেমন রাত দখলের ডাক দেওয়া হয়েছে তেমনই আগামিকাল ভোর 4.10 মিনিটে ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। সবাইয়ের মুখে ধ্বনিত হচ্ছে, 'আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চাই ৷' আজ অপরাজিতা আঢ্য বলেন, "আগামিকালের শুনানি নিয়ে যে আমি খুব একটা আশাবাদী তেমনটা নয়। তবে হ্যাঁ, এতদিন ধরে যে মানুষ পথে থেকে আন্দোলন করছেন তার একটা ছবি হয়তো সামনেই উঠে আসবে। তবে সঠিক বিচার পেতে কিছুটা সময় লাগবে। অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটা অনেক বড় চাওয়া নয়। এটা নাগরিক অধিকার।"