ETV Bharat / entertainment

ইগো ছেড়ে শুটিং শুরুর বার্তা পরিচালকদের, সরকারি  হস্তক্ষেপের দাবি - Rahool Mukherjee - RAHOOL MUKHERJEE

Federation-Director's Conflict: পরিচালকরাও টেকনিশিয়ানদের মধ্যে পড়েন ৷ তাঁদের আলাদা করবেন না ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক শেষে ইগো ছেড়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ৷ আইনি সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কাউকে রাখার অনুরোধও তুললেন পরিচালকরা ৷

Federation-Director's Conflict
আইনি জটিলতা কাটাতে রাজ্যসরকারের হস্তক্ষেপের অনুরোধ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 4:07 PM IST

হায়দরাবাদ, 29 জুলাই: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলা পরিচালকদের মিটিং শেষ ৷ হাতজোড় করে টেকনিশিয়ান বন্ধুদের পুরো বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানালেন পরিচালক গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, বিষয়টিতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অনুরোধ পরিচালকদের ৷

ইগো ছেড়ে শুটিং শুরুর বার্তা পরিচালকদের (ইটিভি ভারত)

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে গৌতম ঘোষ বলেন, "এখন একটা অচলাবস্থা চলছে ৷ আমরা কাটিয়ে উঠতে চাই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সরকারিভাবে ও ব্যক্তিগতভাবে এই ইন্ডাষ্ট্রির ভালো চেয়েছেন ৷ এখন যে দ্বন্দ্ব চলছে তা আইনত ঠিক কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ সমস্ত পক্ষকে একজায়গায় আসতে হবে ৷ টেকনিশিয়ানদের নিয়ে আমরা কনসার্ন ৷ সকলেই চাইছি কাজ শুরু হোক ৷ কোনও কলহ নয়, আমরা চাই ডিগনিটি ৷ আমরা বিভাজনে বিশ্বাস করি না ৷ এই যে নানা নিয়ম করা হয়েছে সেগুলোর রিভিউ করা দরকার ৷ প্রযুক্তির বিরাট পরিবর্তন এসেছে ৷ আইনি এক্তিয়ারে সবকিছু হচ্ছে কি না, তা দেখতে হবে ৷"

অভিনেতা প্রসেনজিৎ বলেন, "এতবছর এই ইন্ডাষ্ট্রিতে কাজ করা মানে এখানে সকলে পরিবার ৷ সময়ের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে পালটানো দরকার ৷ টেকনিশিয়ানদের সঙ্গে থাকা আমাদের বড় ধর্ম ৷ এখানে লড়াইটা মান-সম্মানের চলছে ৷ আমরা চাই গ্রোথ ৷ প্যান ইন্ডিয়া ছবি মুক্তি নিয়ে কথা বলা হচ্ছে ৷ সেক্ষেত্রে বাইরের লোককে এখানে শুটিং করতে দিতে হবে ৷ কাজ বন্ধ করার প্রবণতা কেন হবে? বাইরে থেকে এখানে কাজ করলে ভালো কাদের হবে? বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি অনেক কাজ করতে চাইছি এখানে ৷ এই সমস্যা মেটানো যায় না? আমাদের এখানে টেকনিশিয়ান শিল্পীরা দারুণ ৷ পরিকাঠামো দারুণ ৷ আমাদের গ্রো করতে হবে ৷"

তিনি আরও বলেন, " এটা হাইটাইম ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফে কেউ থাকলে ভালো হয় ৷ এখানে অনেক আইনি বিষয় রয়েছে ৷ সেই জটিলতা কাটানো দরকার ৷ আমরা কেন ছোট ছোট জিনিস সামনে এনে কাজ বন্ধ করছি? আসলে এখানে আজ যাঁরা উপস্থিত হয়েছেন তাঁরা কাজের জন্য নয়, সম্মানের জন্য দাঁড়িয়েছেন ৷ একজন পরিচালকের প্রাপ্য এটা ৷ এটা আমাদের দায়িত্ব সেই সম্মান তাঁকে দেওয়া ৷ আসলে এখানে সবাই ইমোশনালি হার্ট ৷ এটা একদিনের ঘটনা নয় ৷ বহু দিনের জমানো ঘটনার বহিঃপ্রকাশ ৷"

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "আমরা চাইছি কাল থেকে শুটিং শুরু হোক ৷ টেকনিশিয়ানরা মিলিত হচ্ছেন বৈঠকে ৷ তাঁদের কাছে অনুরোধ পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ানের মধ্যেই পড়েন ৷ ৷ আমাদের আলাদা করবেন না ৷ হাত মিলিয়ে যাতে আবার কাজ করতে পারি, সেই কথা মাথায় রাখবেন ৷ এটার সুরাহা নিশ্চই বার করতে পারব আমরা ৷ "পরিচালক রাজ চক্রবর্তী বলেন, টেকনিশিয়ানদের কাছে হাতজোড় করে বলছি, বিবেচনা করুন ৷ ইগো ছেড়ে দিন ৷ সুন্দর পলিসি তৈরি হোক যাতে ইন্ডাষ্ট্রিতে বিনিয়োগ আনতে পারি ৷ সেই দিকে নজর দেওয়া উচিত ৷" এদিন রাত আটটায় পুরো বিষয় নিয়ে ফের বৈঠকে বসবেন পরিচালক-অভিনেতারা বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী ৷

হায়দরাবাদ, 29 জুলাই: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলা পরিচালকদের মিটিং শেষ ৷ হাতজোড় করে টেকনিশিয়ান বন্ধুদের পুরো বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানালেন পরিচালক গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, বিষয়টিতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অনুরোধ পরিচালকদের ৷

ইগো ছেড়ে শুটিং শুরুর বার্তা পরিচালকদের (ইটিভি ভারত)

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে গৌতম ঘোষ বলেন, "এখন একটা অচলাবস্থা চলছে ৷ আমরা কাটিয়ে উঠতে চাই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সরকারিভাবে ও ব্যক্তিগতভাবে এই ইন্ডাষ্ট্রির ভালো চেয়েছেন ৷ এখন যে দ্বন্দ্ব চলছে তা আইনত ঠিক কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ সমস্ত পক্ষকে একজায়গায় আসতে হবে ৷ টেকনিশিয়ানদের নিয়ে আমরা কনসার্ন ৷ সকলেই চাইছি কাজ শুরু হোক ৷ কোনও কলহ নয়, আমরা চাই ডিগনিটি ৷ আমরা বিভাজনে বিশ্বাস করি না ৷ এই যে নানা নিয়ম করা হয়েছে সেগুলোর রিভিউ করা দরকার ৷ প্রযুক্তির বিরাট পরিবর্তন এসেছে ৷ আইনি এক্তিয়ারে সবকিছু হচ্ছে কি না, তা দেখতে হবে ৷"

অভিনেতা প্রসেনজিৎ বলেন, "এতবছর এই ইন্ডাষ্ট্রিতে কাজ করা মানে এখানে সকলে পরিবার ৷ সময়ের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে পালটানো দরকার ৷ টেকনিশিয়ানদের সঙ্গে থাকা আমাদের বড় ধর্ম ৷ এখানে লড়াইটা মান-সম্মানের চলছে ৷ আমরা চাই গ্রোথ ৷ প্যান ইন্ডিয়া ছবি মুক্তি নিয়ে কথা বলা হচ্ছে ৷ সেক্ষেত্রে বাইরের লোককে এখানে শুটিং করতে দিতে হবে ৷ কাজ বন্ধ করার প্রবণতা কেন হবে? বাইরে থেকে এখানে কাজ করলে ভালো কাদের হবে? বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি অনেক কাজ করতে চাইছি এখানে ৷ এই সমস্যা মেটানো যায় না? আমাদের এখানে টেকনিশিয়ান শিল্পীরা দারুণ ৷ পরিকাঠামো দারুণ ৷ আমাদের গ্রো করতে হবে ৷"

তিনি আরও বলেন, " এটা হাইটাইম ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফে কেউ থাকলে ভালো হয় ৷ এখানে অনেক আইনি বিষয় রয়েছে ৷ সেই জটিলতা কাটানো দরকার ৷ আমরা কেন ছোট ছোট জিনিস সামনে এনে কাজ বন্ধ করছি? আসলে এখানে আজ যাঁরা উপস্থিত হয়েছেন তাঁরা কাজের জন্য নয়, সম্মানের জন্য দাঁড়িয়েছেন ৷ একজন পরিচালকের প্রাপ্য এটা ৷ এটা আমাদের দায়িত্ব সেই সম্মান তাঁকে দেওয়া ৷ আসলে এখানে সবাই ইমোশনালি হার্ট ৷ এটা একদিনের ঘটনা নয় ৷ বহু দিনের জমানো ঘটনার বহিঃপ্রকাশ ৷"

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "আমরা চাইছি কাল থেকে শুটিং শুরু হোক ৷ টেকনিশিয়ানরা মিলিত হচ্ছেন বৈঠকে ৷ তাঁদের কাছে অনুরোধ পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ানের মধ্যেই পড়েন ৷ ৷ আমাদের আলাদা করবেন না ৷ হাত মিলিয়ে যাতে আবার কাজ করতে পারি, সেই কথা মাথায় রাখবেন ৷ এটার সুরাহা নিশ্চই বার করতে পারব আমরা ৷ "পরিচালক রাজ চক্রবর্তী বলেন, টেকনিশিয়ানদের কাছে হাতজোড় করে বলছি, বিবেচনা করুন ৷ ইগো ছেড়ে দিন ৷ সুন্দর পলিসি তৈরি হোক যাতে ইন্ডাষ্ট্রিতে বিনিয়োগ আনতে পারি ৷ সেই দিকে নজর দেওয়া উচিত ৷" এদিন রাত আটটায় পুরো বিষয় নিয়ে ফের বৈঠকে বসবেন পরিচালক-অভিনেতারা বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.