ETV Bharat / entertainment

নিয়মভঙ্গের অভিযোগে শুটিং বন্ধের নির্দেশ পরিচালককে, বিপাকে প্রসেনজিৎ-অনিবার্ণের নতুন ছবি - Prosenjit Anirban new Movie - PROSENJIT ANIRBAN NEW MOVIE

Rahool Mukherjee Banned By Federation: বিপাকে পড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের নতুন ছবি ৷ ফেডারেশনের নিয়ম না-মানায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে শুটিং বন্ধের নির্দেশ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টান ইন্ডিয়ার পক্ষ থেকে৷ পুজোয় ছবি মুক্তি নিয়ে আশঙ্কা প্রবল ৷

Rahool Mukherjee Banned By Federation
নতুন ছবির শুভ মহরৎ-এ তারকারা (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 3:49 PM IST

হায়দরাবাদ, 21 জুলাই: কিছুদিন আগেই শুভ মহরৎ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের নতুন ছবির ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিয়ো সামনে আসে ৷ কলকাতার নামী প্রযোজনা সংস্থার তরফে সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় ৷ জানানো হয় দশম অবতার ছবির পর এই জুটিকে পর্দায় দর্শক পেতে চলেছেন পুজোয় ৷ কিন্তু তারপরেই বিপত্তি ৷ ফেডারেশনের নিয়ম ভেঙেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় ৷ এই অভিযোগে আগামী তিন মাস পরিচালক শুটিং করতে পারবেন না বলে জানানো হয়েছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে ৷

Rahool Mukherjee Banned By Federation
বিপাকে প্রসেনজিৎ-অনিবার্ণের নতুন ছবি (ইটিভি ভারত)

এই বিষয়ে পরিচালক রাহুলকে ফোন করা হলে তিনি উত্তর দেননি ৷ একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং তিনি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার নিয়ম না মেনে করেছেন। সেই কারণে 20 জুলাই অর্থাৎ শনিবার থেকে আগামী 19 অক্টোবর পর্যন্ত শুটিং করতে পারবেন না 'দিলখুশ', 'কিশমিশ' খ্যাত পরিচালক ৷ ফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়, "চিরন্তন মুখোপাধ্যায় (রাহুল, ইউনিক কার্ড নং-35) ফেডারেশনের নিয়ম বিরুদ্ধ কাজ করেছে ৷ সেই সূত্রে ডিএইআই তাঁকে তিন মাসের জন্য শুটিং সংক্রান্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে ৷ এই কর্মবিরতির সময়সীমা 20-07-2024 থেকে অক্টোবর মাসের 19 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে ৷"

এমনকী, ডিএইআই-এর পক্ষ থেকে পরিচালক সুদেষ্ণা রায় ও সুব্রত সেন নিয়ম ভাঙার বিষয়ে কারণ দর্শানোর জন্য ই-মেলও করেন ৷ জানা গিয়েছে, সেই মেলের উত্তর দেন পরিচালক ৷ তিনি জানিয়েছেন কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে ৷ রাহুল জানিয়েছেন, তিনি বাংলাদেশে কোনও ছবির শুটিং করতে যাননি ৷ নতুন কাজ ও চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন ৷ সেই তালিকায় রয়েছে তাঁর 'লহু' ছবিটি ৷

উল্লেখ্য, প্রসেনজিৎ-অনির্বাণের জুটিতে 'দশম অবতার' ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছিল সিনেমহলে ৷ ফের তাঁদের একসঙ্গে দেখার জন্য দর্শক যে অপেক্ষায়, তা বলার অপেক্ষা রাখে না ৷ এই পরিস্থিতিতে শুটিং বন্ধ থাকা মানে পুজোয় এই ছবি মুক্তি পাবে না ৷ তাহলে বিকল্প পথ কী হতে পারে, সেই দিকে তাকিয়ে এই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলী-টেকনিশিয়ানরা ৷ এক্ষেত্রে পরিচালক পরিবর্তন হবে নাকি অন্য কিছু, তা প্রযোজনা সংস্থা সামনে আনলেই জানা যাবে ৷

হায়দরাবাদ, 21 জুলাই: কিছুদিন আগেই শুভ মহরৎ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের নতুন ছবির ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিয়ো সামনে আসে ৷ কলকাতার নামী প্রযোজনা সংস্থার তরফে সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় ৷ জানানো হয় দশম অবতার ছবির পর এই জুটিকে পর্দায় দর্শক পেতে চলেছেন পুজোয় ৷ কিন্তু তারপরেই বিপত্তি ৷ ফেডারেশনের নিয়ম ভেঙেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় ৷ এই অভিযোগে আগামী তিন মাস পরিচালক শুটিং করতে পারবেন না বলে জানানো হয়েছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে ৷

Rahool Mukherjee Banned By Federation
বিপাকে প্রসেনজিৎ-অনিবার্ণের নতুন ছবি (ইটিভি ভারত)

এই বিষয়ে পরিচালক রাহুলকে ফোন করা হলে তিনি উত্তর দেননি ৷ একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং তিনি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার নিয়ম না মেনে করেছেন। সেই কারণে 20 জুলাই অর্থাৎ শনিবার থেকে আগামী 19 অক্টোবর পর্যন্ত শুটিং করতে পারবেন না 'দিলখুশ', 'কিশমিশ' খ্যাত পরিচালক ৷ ফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়, "চিরন্তন মুখোপাধ্যায় (রাহুল, ইউনিক কার্ড নং-35) ফেডারেশনের নিয়ম বিরুদ্ধ কাজ করেছে ৷ সেই সূত্রে ডিএইআই তাঁকে তিন মাসের জন্য শুটিং সংক্রান্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে ৷ এই কর্মবিরতির সময়সীমা 20-07-2024 থেকে অক্টোবর মাসের 19 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে ৷"

এমনকী, ডিএইআই-এর পক্ষ থেকে পরিচালক সুদেষ্ণা রায় ও সুব্রত সেন নিয়ম ভাঙার বিষয়ে কারণ দর্শানোর জন্য ই-মেলও করেন ৷ জানা গিয়েছে, সেই মেলের উত্তর দেন পরিচালক ৷ তিনি জানিয়েছেন কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে ৷ রাহুল জানিয়েছেন, তিনি বাংলাদেশে কোনও ছবির শুটিং করতে যাননি ৷ নতুন কাজ ও চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন ৷ সেই তালিকায় রয়েছে তাঁর 'লহু' ছবিটি ৷

উল্লেখ্য, প্রসেনজিৎ-অনির্বাণের জুটিতে 'দশম অবতার' ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছিল সিনেমহলে ৷ ফের তাঁদের একসঙ্গে দেখার জন্য দর্শক যে অপেক্ষায়, তা বলার অপেক্ষা রাখে না ৷ এই পরিস্থিতিতে শুটিং বন্ধ থাকা মানে পুজোয় এই ছবি মুক্তি পাবে না ৷ তাহলে বিকল্প পথ কী হতে পারে, সেই দিকে তাকিয়ে এই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলী-টেকনিশিয়ানরা ৷ এক্ষেত্রে পরিচালক পরিবর্তন হবে নাকি অন্য কিছু, তা প্রযোজনা সংস্থা সামনে আনলেই জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.