ETV Bharat / entertainment

48 বছরে মৃত্যু করিনা কাপুরের সহ-অভিনেতা বিকাশ শেঠির - Vikas Sethi Passed Away - VIKAS SETHI PASSED AWAY

Actor Vikas Sethi Passed Away: চিরঘুমের দেশে পাড়ি দিলেন টেলি অভিনেতা বিকাশ শেঠি ৷ করিনা কাপুরের সঙ্গে 'কাভি খুশি কাভি গম' সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে ৷ পাশাপাশি 'কিউকি সাস ভি কাভি বহু থি'র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেন তিনি ৷

Vikas Sethi Passed Away
হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা বিকাশ শেঠির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 8:16 PM IST

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: মাত্র 48 বছর বয়সে অভিনয় জগতকে আলবিদা জানালেন বিকাশ শেঠি ৷ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তাঁর ৷ প্রতিভা দিয়ে ভারতীয় বিনোদন দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছিলেন বিকাশ ৷ নতুন শতাব্দীর শুরুতে টেলিভিশনে তাঁর কাজের মাধ্যমে বিখ্যাত হয়ে উঠেছিলেন তিনি ৷ বিকাশ 'কিউকি সাস ভি কাভি বহু থি' থেকে 'কাহি তো হোগা' এবং 'কসৌটি জিন্দেগি কে'-র মতো হিট শোতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন ।

বিকাশ শেঠির ক্যারিয়ার টেলিভিশন দিয়ে শুরু হলেও সিনেমায়ও অভিনয় করেছেন তিনি ৷ আইকনিক ছবি 'কাভি খুশি কাভি গম'-এও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ যেখানে তিনি করিনা কাপুরের কলেজের বন্ধু রবি'র চরিত্রে অভিনয় করেছিলেন। এর পাশাপাশি বিকাশ 'দিওয়ানাপান' এবং 2019 সালের তেলেগু হিট ছবি 'স্মার্ট শঙ্কর'র মতো ছবিতেও অভিনয় করেছেন। টেলিভিশনে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল নাচের রিয়েলিটি শো নাচ বলিয়ে'র চতুর্থ সিজনে ৷ যেখানে বিকাশ তাঁর তৎকালীন স্ত্রী অমিতার সঙ্গে অংশ নিয়েছিলেন ।

তবে বিকাশ টেলিভিশনে কাজের মধ্য দিয়েই খ্যাতি অর্জন করেছিলেন ৷ একসময় মানুষের মুখে মুখে ঘুরত তাঁর নাম ৷ তবে বেশ কিছু বছর ধরে অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি ৷ সেভাবে টেলিভিশন বা সিনেমায় কাজ করতে দেখা যায়নি তাঁকে ৷ 1976 সালের 12 মে জন্ম তাঁর ৷ অভিনেতা বিকাশ শেঠি চলতি বছরের মে মাস থেকে সোশাল মিডিয়ায় বেশি সক্রিয় ছিলেন না । এরপর রবিবার তাঁর মৃত্যুর খবর সামনে আসে ৷ বিকাশের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিনোদন দুনিয়ায় ৷ অনুরাগীরা সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করতে থাকেন । বিকাশ শেঠির স্ত্রী জাহ্নবীর সঙ্গে যমজ ছেলে রয়েছে ৷ যদিও তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ।

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: মাত্র 48 বছর বয়সে অভিনয় জগতকে আলবিদা জানালেন বিকাশ শেঠি ৷ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তাঁর ৷ প্রতিভা দিয়ে ভারতীয় বিনোদন দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছিলেন বিকাশ ৷ নতুন শতাব্দীর শুরুতে টেলিভিশনে তাঁর কাজের মাধ্যমে বিখ্যাত হয়ে উঠেছিলেন তিনি ৷ বিকাশ 'কিউকি সাস ভি কাভি বহু থি' থেকে 'কাহি তো হোগা' এবং 'কসৌটি জিন্দেগি কে'-র মতো হিট শোতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন ।

বিকাশ শেঠির ক্যারিয়ার টেলিভিশন দিয়ে শুরু হলেও সিনেমায়ও অভিনয় করেছেন তিনি ৷ আইকনিক ছবি 'কাভি খুশি কাভি গম'-এও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ যেখানে তিনি করিনা কাপুরের কলেজের বন্ধু রবি'র চরিত্রে অভিনয় করেছিলেন। এর পাশাপাশি বিকাশ 'দিওয়ানাপান' এবং 2019 সালের তেলেগু হিট ছবি 'স্মার্ট শঙ্কর'র মতো ছবিতেও অভিনয় করেছেন। টেলিভিশনে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল নাচের রিয়েলিটি শো নাচ বলিয়ে'র চতুর্থ সিজনে ৷ যেখানে বিকাশ তাঁর তৎকালীন স্ত্রী অমিতার সঙ্গে অংশ নিয়েছিলেন ।

তবে বিকাশ টেলিভিশনে কাজের মধ্য দিয়েই খ্যাতি অর্জন করেছিলেন ৷ একসময় মানুষের মুখে মুখে ঘুরত তাঁর নাম ৷ তবে বেশ কিছু বছর ধরে অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি ৷ সেভাবে টেলিভিশন বা সিনেমায় কাজ করতে দেখা যায়নি তাঁকে ৷ 1976 সালের 12 মে জন্ম তাঁর ৷ অভিনেতা বিকাশ শেঠি চলতি বছরের মে মাস থেকে সোশাল মিডিয়ায় বেশি সক্রিয় ছিলেন না । এরপর রবিবার তাঁর মৃত্যুর খবর সামনে আসে ৷ বিকাশের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিনোদন দুনিয়ায় ৷ অনুরাগীরা সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করতে থাকেন । বিকাশ শেঠির স্ত্রী জাহ্নবীর সঙ্গে যমজ ছেলে রয়েছে ৷ যদিও তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.