ETV Bharat / entertainment

'প্রতিদিন আমার সব স্বপ্ন...' নিকের জন্মদিনে বড় স্বীকারোক্তি প্রিয়াঙ্কার - Priyanka Celebrates Nick Birth day - PRIYANKA CELEBRATES NICK BIRTH DAY

Priyanka on Nick Birthday: নিকের জন্মদিন বিশেষভাবে উদযাপন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ৷ বাদ পড়লেন না শাশুড়ি মধু চোপড়াও ৷ কেমনভাবে কাটল জন্মদিন, ছবি-ভিডিয়ো শেয়ার সোশাল মিডিয়ায় ৷

Priyanka on Nick Birthday
নিকের জন্মদিনে বড় স্বীকারোক্তি প্রিয়াঙ্কার (এএনআই)
author img

By ANI

Published : Sep 17, 2024, 1:34 PM IST

লন্ডন, 17 সেপ্টেম্বর: ভালোবাসার মানুষের জন্মদিন অন্যরকমভাবে উদযাপন করতে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ নিকের জন্মদিনে আজ পুরো সময়টা হাজব্যান্ডের জন্যই ব্যস্ত রেখেছেন পিগি চপস ৷ ইন্সটাগ্রামে হাবির বিশেষ দিনে মিষ্টি বার্তা অভিনেত্রীর ৷ সোমবার ছিল নিকের জন্মদিন ৷ এইদিন তাঁকে ঘিরে মন ছুঁয়ে যাওয়া বার্তা দেন প্রিয়াঙ্কা ৷

তিনি সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন সেরা স্বামী ও সেরা বাবাকে ৷ তুমি আমার সব স্বপ্ন পূরণ করেছো প্রতিদিন ৷ তোমাকে আমরা ভালোবাসি ৷" আন্তর্জাতিক পপ তারকা তথা অভিনেতা নিক জোনাসকে ট্যাগ করেন লেখেন প্রিয়াঙ্কা ৷ শুধু তাই নয়, লন্ডনের বাড়িতে কীভাবে নিকের জন্মদিন পালন করা হয়েছে, সেই ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সিটাডেল অভিনেত্রী ৷

একটা ছবিতে দেখা গিয়েছে, নিকের O2 এরেনা কনসার্টে মেয়ে মালতিকে নিয়ে একসঙ্গে ছবি তুলেছেন তাঁরা ৷ কমলা রঙের বডিকন পোশাকে প্রিয়াঙ্কার লুক স্টানিং ৷ নিকের পরনে ছিল ব্লু জ্যাকেট, গ্রাফিক টি-সার্ট ও ট্রাউজার ৷ একদম ক্যাজুয়াল লুকে কুল জোনাস ব্রাদার্সের ছোট ভাই ৷

প্রিয়াঙ্কার পাশাপাশি শাশুড়ি মধু চোপড়াও জামাই নিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "শুভ জন্মদিন সবচেয়ে প্রিয় জামাইকে ৷ তুমি সত্যিই আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ ৷ আমাদের পরিবারে তোমাকে অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত ৷" প্রসঙ্গত, যোধপুরের উমেদ ভবন প্যালেসে 2018 সালের ডিসেম্বরের 1 ও 2 তারিখ বিয়ের আসর বসেছিল নিক-প্রিয়াঙ্কার ৷ হিন্দু ও খৃষ্ঠান মতে তাঁদের বিয়ে হয় ৷ 2022 সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের পরিবারে আসে নতুন সদস্য অর্থাৎ তাঁদের মেয়ে মালতি ম্যারি ৷

কাজের জগতেও পিগি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত ৷ সম্প্রতি দ্য ব্লাফ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী ৷ সেই ভিডিয়ো ও ছবি বেশ কয়েকবার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ৷ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফ্রাঙ্ক ই ফ্লোয়ার্স ৷ প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে কার্ল উরবানকে ৷ সম্প্রতি সিঙ্গাপুরে এএনআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, 'দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার' অভিনেতা ইসমায়েল ক্রুজ কর্ডোভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ জানিয়েছেন, তিনি প্রিয়াঙ্কার একজন বিশাল বড় ভক্ত। আসন্ন চলচ্চিত্র 'দ্য ব্লাফ'-এ প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও কথাও ইসমায়েল ক্রুজ জানিয়েছেন ।

তিনি বলেন, "সেরা অভিনেতার সঙ্গে কাজ করার সময় আপনি কখনই বুঝবেন না যে এটি কেমন হবে। প্রিয়াঙ্কা একজন অবিশ্বাস্য লিডার..এত উদার। তিনি ভীষণ কুল-ও। আমি ওর বিশাল ভক্ত। তিনি একজন দুর্দান্ত অভিনেতা। এত ক্যারিশম্যাটিক, তাই সেটে সবসময় সবার সঙ্গে মিশে যেতেন ৷ নিজের দেশের সংস্কৃতিকে ভীষণ মানেন ৷ তাঁর মা ও মেয়েও সেটে দেখা যেত ৷ পুরো পরিবার এককথায় অসাধারণ ৷ প্রিয়াঙ্কা একেবারে মাটির মানুষ ৷"

লন্ডন, 17 সেপ্টেম্বর: ভালোবাসার মানুষের জন্মদিন অন্যরকমভাবে উদযাপন করতে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ নিকের জন্মদিনে আজ পুরো সময়টা হাজব্যান্ডের জন্যই ব্যস্ত রেখেছেন পিগি চপস ৷ ইন্সটাগ্রামে হাবির বিশেষ দিনে মিষ্টি বার্তা অভিনেত্রীর ৷ সোমবার ছিল নিকের জন্মদিন ৷ এইদিন তাঁকে ঘিরে মন ছুঁয়ে যাওয়া বার্তা দেন প্রিয়াঙ্কা ৷

তিনি সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন সেরা স্বামী ও সেরা বাবাকে ৷ তুমি আমার সব স্বপ্ন পূরণ করেছো প্রতিদিন ৷ তোমাকে আমরা ভালোবাসি ৷" আন্তর্জাতিক পপ তারকা তথা অভিনেতা নিক জোনাসকে ট্যাগ করেন লেখেন প্রিয়াঙ্কা ৷ শুধু তাই নয়, লন্ডনের বাড়িতে কীভাবে নিকের জন্মদিন পালন করা হয়েছে, সেই ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সিটাডেল অভিনেত্রী ৷

একটা ছবিতে দেখা গিয়েছে, নিকের O2 এরেনা কনসার্টে মেয়ে মালতিকে নিয়ে একসঙ্গে ছবি তুলেছেন তাঁরা ৷ কমলা রঙের বডিকন পোশাকে প্রিয়াঙ্কার লুক স্টানিং ৷ নিকের পরনে ছিল ব্লু জ্যাকেট, গ্রাফিক টি-সার্ট ও ট্রাউজার ৷ একদম ক্যাজুয়াল লুকে কুল জোনাস ব্রাদার্সের ছোট ভাই ৷

প্রিয়াঙ্কার পাশাপাশি শাশুড়ি মধু চোপড়াও জামাই নিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "শুভ জন্মদিন সবচেয়ে প্রিয় জামাইকে ৷ তুমি সত্যিই আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ ৷ আমাদের পরিবারে তোমাকে অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত ৷" প্রসঙ্গত, যোধপুরের উমেদ ভবন প্যালেসে 2018 সালের ডিসেম্বরের 1 ও 2 তারিখ বিয়ের আসর বসেছিল নিক-প্রিয়াঙ্কার ৷ হিন্দু ও খৃষ্ঠান মতে তাঁদের বিয়ে হয় ৷ 2022 সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের পরিবারে আসে নতুন সদস্য অর্থাৎ তাঁদের মেয়ে মালতি ম্যারি ৷

কাজের জগতেও পিগি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত ৷ সম্প্রতি দ্য ব্লাফ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী ৷ সেই ভিডিয়ো ও ছবি বেশ কয়েকবার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ৷ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফ্রাঙ্ক ই ফ্লোয়ার্স ৷ প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে কার্ল উরবানকে ৷ সম্প্রতি সিঙ্গাপুরে এএনআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, 'দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার' অভিনেতা ইসমায়েল ক্রুজ কর্ডোভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ জানিয়েছেন, তিনি প্রিয়াঙ্কার একজন বিশাল বড় ভক্ত। আসন্ন চলচ্চিত্র 'দ্য ব্লাফ'-এ প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও কথাও ইসমায়েল ক্রুজ জানিয়েছেন ।

তিনি বলেন, "সেরা অভিনেতার সঙ্গে কাজ করার সময় আপনি কখনই বুঝবেন না যে এটি কেমন হবে। প্রিয়াঙ্কা একজন অবিশ্বাস্য লিডার..এত উদার। তিনি ভীষণ কুল-ও। আমি ওর বিশাল ভক্ত। তিনি একজন দুর্দান্ত অভিনেতা। এত ক্যারিশম্যাটিক, তাই সেটে সবসময় সবার সঙ্গে মিশে যেতেন ৷ নিজের দেশের সংস্কৃতিকে ভীষণ মানেন ৷ তাঁর মা ও মেয়েও সেটে দেখা যেত ৷ পুরো পরিবার এককথায় অসাধারণ ৷ প্রিয়াঙ্কা একেবারে মাটির মানুষ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.