কলকাতা, 9 জুলাই: টলিউডের হার্টথ্রব টোটা রায়চৌধুরীর জন্মদিন। 1976 সালের 9 জুলাই কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী পরিবারে জন্ম পুষ্পরাগের ৷ বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। নানা ভূমিকায় আজও তিনি দর্শককুলের মন জয় করে নেন নিমেষে ৷ ধারাবাহিকে রোম্যান্টিক রোহিত সেনের চরিত্র হোক কিংবা বলিউড ছবিতে আলিয়া ভাটের বাবা চন্দন চট্টোপাধ্যায়ের চরিত্র, টোটা মানেই পর্দায় আলাদা ম্যাজিক ৷ অভিনেতার জন্মদিনে সোশাল মিডিয়ায় বিশেষ উপহার শেয়ার করলেন পরিচালক প্রতীম ডি গুপ্ত ৷ সামনে আনলেন 'চালচিত্র' ছবিতে টোটার প্রথম ঝলক ৷
এদিন পরিচালক সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা জানাই সেই মানুষটাকে যে তোমাকে নিয়মানুবর্তিতা শেখায়, কাজের জগতে প্রফেশনাল হতে শেখায় ৷ তার থেকেও বড় বিষয় অভিনয় দক্ষতায় তাক লাগায় ৷ টোটা রায়চৌধুরী তোমার সঙ্গে কাজ করে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে ৷ আজকের দিনে সকলের জন্য রইল চালচিত্র ছবিতে তোমার প্রথম ঝলক ৷"
উল্লেখ্য, টোটা কখনই পারিবারিক ব্যবসায় যোগ দিতে চাননি। চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিতে। কলেজে পড়তে পড়তেই চলছিল প্রস্তুতি। কিন্তু তা হয়নি। ঈশ্বর তাঁর জন্য লিখে রেখেছিলেন অন্যকিছু। কলেজের দ্বিতীয় বর্ষ চলাকালীন তাঁকে একটি চরিত্রের জন্য পছন্দ হয়ে যায় পরিচালক প্রভাত রায়ের। 'দুরন্ত প্রেম' ছবিতে মিস জোজোর বিপরীতে অভিনয় করেন তিনি। সেদিক থেকে দেখতে গেলে মিস জোজো তাঁর ফিল্মি কেরিয়ারের প্রথম নায়িকা। পুষ্পরাগ নামটা সুন্দর হলেও তা আমজনতার কাছে এক লহমায় কতটা গ্রহণযোগ্য হবে, এই ভেবে নাম বদলে হয় টোটা রায়চৌধুরী।
খলনায়ক থেকে নায়ক, সবধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এরপর ঋতুপর্ণ ঘোষের দুটি ছবি 'শুভ মহরৎ' আর 'চোখের বালি'তে অভিনয়ের জাত চেনান টোটা ৷ বাংলার পাশাপাশি হিন্দি,তামিল, কন্নড় ভাষাতেও কাজ করেন টোটা রায়চৌধুরী। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে টোটা রায়চৌধুরীর নৃত্যশৈলী সকলকে তাক লাগায় ৷ ওটিটি প্ল্যাটফর্মেও অবাধ যাতায়াত অভিনেতার টোটার ৷ 'নিখোঁজ, 'নিখোঁজ 2', 'পিকাসো', 'যাহা বলিব সত্য বলিব', 'ফেলুদার গোয়েন্দাগিরি', 'ফেলুদা ফেরত' সবেতেই টোটা 'দ্য হিরো' ৷ জন্মদিনে বেশ চুপচাপ টোটা। ফোন থেকে সামাজিক মাধ্যম, যোগাযোগের চেষ্টা গেল বৃথা ৷ তা হলে কি কোনও নতুন কাজে ব্যস্ত তিনি? সময়ে দেবে উত্তর। তবে, অভিনেতার জন্য রইল জন্মদিনের একরাশ শুভেচ্ছা।