হায়দরাবাদ, 20 জুলাই: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁয়েছে প্রভাসের ছবি 'কল্কি 2898 এডি' ৷ নাগ অশ্বিন পরিচালিত এই ছবি 23 দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে ৷ ভারতে এই ছবি আয় করে ফেলেছে 600 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবির পঞ্চম তালিকায় স্থান পেয়েছে ৷
শাহরুখ খানের ছবি 'জওয়ান'-এর কালেকশন থেকে আর মাত্র 38 কোটি টাকা পিছিয়ে 'কল্কি 2898 এডি' ৷ প্রথম স্থান দখল করে রেখেছে বাহুবলি 2: দ্য কনক্লুশন ৷ তারপরে রয়েছে 'কেজিএফ চ্যাপ্টার 2', 'আরআরআর' ও 'জওয়ান' ৷ শুধু তাই নয়, প্রভাসের কেরিয়ারে 'কল্কি' হয়ে থাকল থার্ড হাইয়েস্ট গ্রসার ছবি ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান অভিনীত এই ছবি 23তম দিনে আয় করেছে 2.65 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির মোট আয় গিয়ে দাঁড়াল 602.1 কোটি টাকা ৷ 27 জুন দেশজুড়ে মুক্তি পায় 'কল্কি' ৷ এমনকী,বিদেশের মাটিতে ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা ৷ প্রথমদিনেই ছবির ঘরে আসে 95.3 কোটি টাকা ৷ কোনও প্রতিযোগিতা ছাড়াই বক্সঅফিস দখল করে নিতে সক্ষম হয় মাইথোলজিক্যাল সাই-ফাই ছবি ৷
600 কোটি টাকা বাজেট ছিল এই ছবির ৷ প্রযোজকের এই সিদ্ধান্তে চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস ৷ কারণ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের দুটি ছবি অসফল থাকে বক্সঅফিসে ৷ ফলে এই ছবি কতটা দর্শকরা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন 'রেবেল স্টার' ৷ তবে ছবি মুক্তির পর সাফল্যের ঢেউ ওঠে বক্সঅফিসে ৷ ইতিমধ্যেই গ্লোবালি 1000 কোটি টাকার বেশি আয় করেছে 'কল্কি 2898 এডি' ৷ যেভাবে এগোচ্ছে মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে বক্সঅফিস কালেকশনের লড়াইয়ে শাহরুখ খানকে তালিকা থেকে সরিয়ে দেবেন প্রভাস ৷