ETV Bharat / entertainment

বক্সঅফিসে 1 হাজার 100 কোটি ছুঁল প্রভাসের 'কল্কি' - Kalki 2898 AD box office collection - KALKI 2898 AD BOX OFFICE COLLECTION

Kalki 2898 AD box office Collection Day 28: গ্লোবাল বক্সঅফিসে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল প্রভাস-নাগ অশ্বিনের 'কল্কি 2898 এডি' ৷ পঞ্চম সপ্তাহে এই ছবির কালেকশন পৌঁছে গেল 1 হাজার 100 কোটির ঘরে ৷

Kalki 2898 AD box office Collection Day 28
'কল্কি 2898 এডি' বক্সঅফিস কালেকশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 25, 2024, 4:02 PM IST

হায়দরাবাদ, 25 জুলাই: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস ৷ দু'টো ফ্লপ সিনেমার পর তিনি বক্সঅফিসে যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও ৷ গ্লোবাল বক্সঅফিসে 'কল্কি 2898 এডি' ছুঁল নতুন রেকর্ড ৷ ঝুলিতে এল 1 হাজার 100 কোটি টাকা ৷ নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি'র অসাধারণ জার্নি উদযাপন প্রযোজক- নির্মাতাদের ৷ উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

প্রযোজনা সংস্থা বৈজন্তিমুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, "বক্সঅফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির ৷ 1100 কোটি টাকা পার ৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন ৷" 'কল্কি'র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের ৷

শুধু তাই নয়, ভারতীয় কোনও ছবি হাজার কোটির ঘরে প্রবেশ করা মানে তা সিনেমার ভবিষ্যত আরও উজ্জ্বল করে ৷ 28 দিনে 'কল্কি' যে ম্যাজিক করেছে সেই তালিকায় রয়েছে গুটিকয়েক ছবি ৷ আঞ্চলিক ছবি হিসাবে তেলুগু ভার্সনে 'কল্কি' রয়েছে তিন নম্বরে ৷ দক্ষিণ ভারতীয় ছবি হিসাবে হাজার কোটির তালিকায় রয়েছে গ্লোবালি চতুর্থ নম্বরে ৷ 'ব্যাড নিউজ' ও 'সরফিরা' মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে 28তম দিনেও দর্শক টানতে সক্ষম 'কল্কি' ৷ আয় হয়েছে 1.6 কোটি টাকা ৷ ভারতে এই ছবির মোট আয় 622.2 কোটি টাকা ৷

Kalki 2898 AD box office Collection Day 28
বক্সঅফিস কালেকশনে কে-কোথায় দাঁড়িয়ে (ইটিভি ভারত)

সোমবারের তুলনায় মঙ্গলবার এই ছবির আয় বেড়েছে একটু বেশি ৷ আর 20 কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস ৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ প্রথম এই ছবির নাম ছিল 'প্রোজেক্ট কে' ৷ তেলুগু ছাড়া 'কল্কি 2898 এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায় ৷

হায়দরাবাদ, 25 জুলাই: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস ৷ দু'টো ফ্লপ সিনেমার পর তিনি বক্সঅফিসে যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও ৷ গ্লোবাল বক্সঅফিসে 'কল্কি 2898 এডি' ছুঁল নতুন রেকর্ড ৷ ঝুলিতে এল 1 হাজার 100 কোটি টাকা ৷ নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি'র অসাধারণ জার্নি উদযাপন প্রযোজক- নির্মাতাদের ৷ উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

প্রযোজনা সংস্থা বৈজন্তিমুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, "বক্সঅফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির ৷ 1100 কোটি টাকা পার ৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন ৷" 'কল্কি'র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের ৷

শুধু তাই নয়, ভারতীয় কোনও ছবি হাজার কোটির ঘরে প্রবেশ করা মানে তা সিনেমার ভবিষ্যত আরও উজ্জ্বল করে ৷ 28 দিনে 'কল্কি' যে ম্যাজিক করেছে সেই তালিকায় রয়েছে গুটিকয়েক ছবি ৷ আঞ্চলিক ছবি হিসাবে তেলুগু ভার্সনে 'কল্কি' রয়েছে তিন নম্বরে ৷ দক্ষিণ ভারতীয় ছবি হিসাবে হাজার কোটির তালিকায় রয়েছে গ্লোবালি চতুর্থ নম্বরে ৷ 'ব্যাড নিউজ' ও 'সরফিরা' মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে 28তম দিনেও দর্শক টানতে সক্ষম 'কল্কি' ৷ আয় হয়েছে 1.6 কোটি টাকা ৷ ভারতে এই ছবির মোট আয় 622.2 কোটি টাকা ৷

Kalki 2898 AD box office Collection Day 28
বক্সঅফিস কালেকশনে কে-কোথায় দাঁড়িয়ে (ইটিভি ভারত)

সোমবারের তুলনায় মঙ্গলবার এই ছবির আয় বেড়েছে একটু বেশি ৷ আর 20 কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস ৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ প্রথম এই ছবির নাম ছিল 'প্রোজেক্ট কে' ৷ তেলুগু ছাড়া 'কল্কি 2898 এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.