ETV Bharat / entertainment

অগস্টেই ওটিটিতে আসছে প্রভাসের 'কল্কি'-ধনুশের 'রায়ান', কবে থেকে স্ট্রিমিং দেখে নিন একনজরে - New Movie and Series On OTT - NEW MOVIE AND SERIES ON OTT

New Movie and Series On OTT in August 2024: অগস্টে বিনোদনের একঝাঁক রসদ থাকছে সিনেপ্রেমীদের জন্য ৷ চলতি মাসেই যেমন ওটিটিতে আসছে প্রভাসের 'কল্কি' তেমনই থাকছে ধনুশের 'রায়ান' ৷ কবে-কোথায় আপনার প্রিয় সিরিজ ও সিনেমা দেখতে পাবেন রইল বিস্তারিত তালিকা ৷

New Movie and Series On OTT in August 2024
অগস্টে মুক্তি পাওয়া সিনেমার তালিকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 8, 2024, 4:07 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট: বাড়ি বসে পপকর্ন হাতে প্রিয় সিনেমা দেখার মজা নেওয়ার অনুভূতিই আলাদা ৷ ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে অনেকেই বিগ বাজেটের বিগ সিনেমা প্রেক্ষাগৃহের বদলে ফোনে বা বাড়ির বিগ স্ক্রিনেই দেখতে পছন্দ করেন ৷ ফলে এই মাসে তাঁদের জন্য রয়েছে একের অধিক মেগা হিট সিনেমা ৷ সঙ্গে অবশ্যই থাকছে বেশ কিছু সিরিজ ৷ প্রভাস অভিনীত 'কল্কি 2898 এডি' চলতি মাসেই আসছে ওটিটিতে ৷ আসছে সদ্যমুক্তি পাওয়া যায় ধনুশের ছবি 'রায়ান'ও ৷ কবে কোথায়, কোন সিনেমা-সিরিজ দেখতে পাবেন রইল বিস্তারিত তালিকা ৷

1. কল্কি 2898 এডি

নাগ অশ্বিন পরিচালিত ব্লকব্লাস্টার হিটের তালিকায় রয়েছে 'কল্কি 2498 এডি' ৷ প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি টানা 40 দিনের বেশি প্রেক্ষাগৃহে চলার পর আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 23 অগস্ট 'কল্কি'র হিন্দি ভার্সন আসছে নেটফ্লিক্সে ৷ পাশাপাশি অ্যামাজন প্রাইমেও একই দিনে আসছে এই সিনেমা ৷ মাইথোলজিক্যাল সাই-ফাই থ্রিলার ছবি বক্সঅফিসে 1100 কোটি টাকা ইতিমধ্যেই আয় করে নিয়েছে ৷ এবার ওটিটিতে কোনও রেকর্ড তৈরি করতে পারে কি না, উত্তর দেবে সময় ৷

2. রায়ান

ধনুশ পরিচালিত দ্বিতীয় ছবি 'রায়ান' ৷ ইতিমধ্যেই অ্যাকশন ড্রামা ছবির চিত্রনাট্য জায়গা পেয়ে গিয়েছে অস্কার লাইব্রেরিতে ৷ এবার ওটিটিতে আসছে 'রায়ান' ৷ 26 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ধনুশের ছবি ৷ ভারতে বক্সঅফিস আয় হয় 80 কোটির বেশি ৷ গ্লোবালি সেই আয় পৌঁছে গিয়েছে 126 কোটি টাকায় ৷ 30 অগস্ট প্রাইম ভিডিয়োতে আসছে ধনুশের 'রায়ান' ৷

3. ইন্ডিয়ান 2

একদিকে খনলায়নকের চরিত্রে কমল হাসান দুর্দান্ত অভিনয় উপহার দিয়েছেন 'কল্কি' ছবিতে ৷ অন্যদিকে একাধিক অবতারে হিরো কমল হাসান কামাল দেখিয়েছেন 'ইন্ডিয়ান 2' ছবিতে ৷ তবে বক্সঅফিসে ছবির সাফল্য খুব একটা সুখকর নয় ৷ 250 কোটি টাকা বাজেটের এই ছবি ঘরে তুলতে পেরেছে মাত্র 150 কোটি টাকা ৷ প্রথমে ঠিক করা হয়েছিল এই ছবি নেটফ্লিক্সে আসবে 2 অগস্ট ৷ কিন্তু ছবির বক্সঅফিস দেখে তা পিছিয়ে 9 অগস্ট করা হয়েছে ৷

4. টার্বো

দক্ষিণী ছবির জনপ্রিয়তা যেভাবে বাড়ছে সেখানে পিছনে পড়ে নেই মালয়লম ছবিও ৷ ফলে অ্যাকশন-কমেডি ছবি 'টার্বো' দেখার অপেক্ষায় রয়েছেন অনেক দর্শক ৷ 'টার্বো' পরিচালনা করেছেন বৈশাখ ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছে মামোটিকে ৷ ছবিটি মুক্তি পাবে সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে 9 অগস্ট ৷

6. মনোরাদঙ্গল

সিনেমার পাশাপাশি অভিনেতা কমল হাসানকে দেখা যাবে সিরিজেও ৷ ওটিটিতে আসছে 'মনোরাজঙ্গল' ওয়েব সিরিজ ৷ সিরিজে কমল হাসানের পাশাপাশি তুলে ধরা হবে মোহনলাল, মামোটি, ফাওয়াদ ফাসিলের মতো দক্ষিণী তারকাদের জার্নি ৷ 15 অগস্ট জি ফাইভে স্ট্রিমিং হবে এই সিরিজ ৷

হায়দরাবাদ, 8 অগস্ট: বাড়ি বসে পপকর্ন হাতে প্রিয় সিনেমা দেখার মজা নেওয়ার অনুভূতিই আলাদা ৷ ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে অনেকেই বিগ বাজেটের বিগ সিনেমা প্রেক্ষাগৃহের বদলে ফোনে বা বাড়ির বিগ স্ক্রিনেই দেখতে পছন্দ করেন ৷ ফলে এই মাসে তাঁদের জন্য রয়েছে একের অধিক মেগা হিট সিনেমা ৷ সঙ্গে অবশ্যই থাকছে বেশ কিছু সিরিজ ৷ প্রভাস অভিনীত 'কল্কি 2898 এডি' চলতি মাসেই আসছে ওটিটিতে ৷ আসছে সদ্যমুক্তি পাওয়া যায় ধনুশের ছবি 'রায়ান'ও ৷ কবে কোথায়, কোন সিনেমা-সিরিজ দেখতে পাবেন রইল বিস্তারিত তালিকা ৷

1. কল্কি 2898 এডি

নাগ অশ্বিন পরিচালিত ব্লকব্লাস্টার হিটের তালিকায় রয়েছে 'কল্কি 2498 এডি' ৷ প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি টানা 40 দিনের বেশি প্রেক্ষাগৃহে চলার পর আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 23 অগস্ট 'কল্কি'র হিন্দি ভার্সন আসছে নেটফ্লিক্সে ৷ পাশাপাশি অ্যামাজন প্রাইমেও একই দিনে আসছে এই সিনেমা ৷ মাইথোলজিক্যাল সাই-ফাই থ্রিলার ছবি বক্সঅফিসে 1100 কোটি টাকা ইতিমধ্যেই আয় করে নিয়েছে ৷ এবার ওটিটিতে কোনও রেকর্ড তৈরি করতে পারে কি না, উত্তর দেবে সময় ৷

2. রায়ান

ধনুশ পরিচালিত দ্বিতীয় ছবি 'রায়ান' ৷ ইতিমধ্যেই অ্যাকশন ড্রামা ছবির চিত্রনাট্য জায়গা পেয়ে গিয়েছে অস্কার লাইব্রেরিতে ৷ এবার ওটিটিতে আসছে 'রায়ান' ৷ 26 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ধনুশের ছবি ৷ ভারতে বক্সঅফিস আয় হয় 80 কোটির বেশি ৷ গ্লোবালি সেই আয় পৌঁছে গিয়েছে 126 কোটি টাকায় ৷ 30 অগস্ট প্রাইম ভিডিয়োতে আসছে ধনুশের 'রায়ান' ৷

3. ইন্ডিয়ান 2

একদিকে খনলায়নকের চরিত্রে কমল হাসান দুর্দান্ত অভিনয় উপহার দিয়েছেন 'কল্কি' ছবিতে ৷ অন্যদিকে একাধিক অবতারে হিরো কমল হাসান কামাল দেখিয়েছেন 'ইন্ডিয়ান 2' ছবিতে ৷ তবে বক্সঅফিসে ছবির সাফল্য খুব একটা সুখকর নয় ৷ 250 কোটি টাকা বাজেটের এই ছবি ঘরে তুলতে পেরেছে মাত্র 150 কোটি টাকা ৷ প্রথমে ঠিক করা হয়েছিল এই ছবি নেটফ্লিক্সে আসবে 2 অগস্ট ৷ কিন্তু ছবির বক্সঅফিস দেখে তা পিছিয়ে 9 অগস্ট করা হয়েছে ৷

4. টার্বো

দক্ষিণী ছবির জনপ্রিয়তা যেভাবে বাড়ছে সেখানে পিছনে পড়ে নেই মালয়লম ছবিও ৷ ফলে অ্যাকশন-কমেডি ছবি 'টার্বো' দেখার অপেক্ষায় রয়েছেন অনেক দর্শক ৷ 'টার্বো' পরিচালনা করেছেন বৈশাখ ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছে মামোটিকে ৷ ছবিটি মুক্তি পাবে সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে 9 অগস্ট ৷

6. মনোরাদঙ্গল

সিনেমার পাশাপাশি অভিনেতা কমল হাসানকে দেখা যাবে সিরিজেও ৷ ওটিটিতে আসছে 'মনোরাজঙ্গল' ওয়েব সিরিজ ৷ সিরিজে কমল হাসানের পাশাপাশি তুলে ধরা হবে মোহনলাল, মামোটি, ফাওয়াদ ফাসিলের মতো দক্ষিণী তারকাদের জার্নি ৷ 15 অগস্ট জি ফাইভে স্ট্রিমিং হবে এই সিরিজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.