ETV Bharat / entertainment

নারী সুরক্ষা কমিটির দাবিতে একজোট টলিউড, কী ভাবছেন ইমপা-ফেডারেশন সভাপতি? - Womens Forum for Screen Workers - WOMENS FORUM FOR SCREEN WORKERS

Forum for Women in Tollywood: টলিউডে মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেক তারকাই মুখ খুলেছেন ৷ বেশ কিছু দাবি নিয়ে লেখা হয়েছে চিঠিও ৷ ভাবনাচিন্তাকে সাধুবাদ ইমপার সভাপতি ও ফেডারেশনের সভাপতির ৷

Forum for Women in Tollywood
ইমপা-ফেডারেশন সভাপতি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 29, 2024, 2:18 PM IST

কলকাতা, 29 অগস্ট: আরজি কর কাণ্ডের জেরে নারী সুরক্ষার কথা ভাবা হচ্ছে টলিপাড়াতেও। এমন একটা জায়গার দরকার যেখানে নিগ্রহের অভিযোগ জানানো যাবে নির্দ্বিধায়। গত আট দিন ধরে ‘উইমেন্স ফোরাম’ বা ‘নারী সুরক্ষা কমিটি’র কথা ভেবেছে বাংলা বিনোদন দুনিয়া। চার দিন ধরে চিঠির বয়ান তৈরি হয়েছে। এরপর হাজির হয়েছে সেই চিঠি। চিঠিতে সই রয়েছে খ্যাতনামা অভিনেত্রীদের।

চিঠি লেখা হয়েছে টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত, আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিকের উদ্দেশ্যে। তাঁদের কাছে কমিটি গড়ার পাশাপাশি কয়েক দফা দাবিও জানানো হয়েছে 'উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স'-এর তরফে ।

এই ব্যাপারে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্তর সঙ্গে কথা বলে ইটিভি ভারত ৷ তিনি বলেন, "আজ যে অবস্থা ছিল রাস্তাঘাটে, তাতে আমার পক্ষে অফিসে যাওয়া সম্ভব হয়নি। মেইল এলে আমাকে জানানো হত। কিন্তু এখনও যখন জানানো হয়নি তার মানে মেইল আসেনি কোনও। ফলে কিছুই বলা সম্ভব না। মেইল পেলে আলোচনা হলে নিশ্চয়ই জানাব।" এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পিয়া সেনগুপ্ত।

পিয়া সেনগুপ্তর মতো একই কথা জানান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনিও বলেন, "এখনও কোনও মেইল হাতে আসেনি। ফলে কিছুই বলা সম্ভব নয়।" প্রসঙ্গত, মালয়ালম ছবির দুনিয়ার 'হেমা কমিটির রিপোর্ট'-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে সেই পথে হাঁটতে চলেছে বলিউডও। মহারাষ্ট্র সরকারও এমনই একটি কমিটি গড়তে চলেছে। আর এবার টলিউডও রয়েছে সেই তালিকায় । বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সকল স্তরের কলাকুশলীদের জন্য এবার এখানেও তৈরি হবে 'নারী সুরক্ষা কমিটি'। যদিও এখনও চিঠিতেই সীমাবদ্ধ রয়েছে গোটা বিষয়টি। বাকিটা জানতে অপেক্ষাই কাম্য।

কলকাতা, 29 অগস্ট: আরজি কর কাণ্ডের জেরে নারী সুরক্ষার কথা ভাবা হচ্ছে টলিপাড়াতেও। এমন একটা জায়গার দরকার যেখানে নিগ্রহের অভিযোগ জানানো যাবে নির্দ্বিধায়। গত আট দিন ধরে ‘উইমেন্স ফোরাম’ বা ‘নারী সুরক্ষা কমিটি’র কথা ভেবেছে বাংলা বিনোদন দুনিয়া। চার দিন ধরে চিঠির বয়ান তৈরি হয়েছে। এরপর হাজির হয়েছে সেই চিঠি। চিঠিতে সই রয়েছে খ্যাতনামা অভিনেত্রীদের।

চিঠি লেখা হয়েছে টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত, আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিকের উদ্দেশ্যে। তাঁদের কাছে কমিটি গড়ার পাশাপাশি কয়েক দফা দাবিও জানানো হয়েছে 'উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স'-এর তরফে ।

এই ব্যাপারে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্তর সঙ্গে কথা বলে ইটিভি ভারত ৷ তিনি বলেন, "আজ যে অবস্থা ছিল রাস্তাঘাটে, তাতে আমার পক্ষে অফিসে যাওয়া সম্ভব হয়নি। মেইল এলে আমাকে জানানো হত। কিন্তু এখনও যখন জানানো হয়নি তার মানে মেইল আসেনি কোনও। ফলে কিছুই বলা সম্ভব না। মেইল পেলে আলোচনা হলে নিশ্চয়ই জানাব।" এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পিয়া সেনগুপ্ত।

পিয়া সেনগুপ্তর মতো একই কথা জানান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনিও বলেন, "এখনও কোনও মেইল হাতে আসেনি। ফলে কিছুই বলা সম্ভব নয়।" প্রসঙ্গত, মালয়ালম ছবির দুনিয়ার 'হেমা কমিটির রিপোর্ট'-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে সেই পথে হাঁটতে চলেছে বলিউডও। মহারাষ্ট্র সরকারও এমনই একটি কমিটি গড়তে চলেছে। আর এবার টলিউডও রয়েছে সেই তালিকায় । বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সকল স্তরের কলাকুশলীদের জন্য এবার এখানেও তৈরি হবে 'নারী সুরক্ষা কমিটি'। যদিও এখনও চিঠিতেই সীমাবদ্ধ রয়েছে গোটা বিষয়টি। বাকিটা জানতে অপেক্ষাই কাম্য।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.