ETV Bharat / entertainment

'ভয় পাব না, মরে গেলে যাব...' ঘুরে দাঁড়ানোর লড়াই পর্দার 'কাবেরী'র - Kaberi Trailer - KABERI TRAILER

Paoli Dam New Series: নির্ভয়তার প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে পুজোয় আসছেন 'কাবেরী' ৷ নাম ভূমিকায় পাওলি দাম ৷ হইচইয়ের নতুন এই সিরিজ বর্তমান সময়ে দাঁড়িয়ে নারী অধিকার ও নারী নিরাপত্তা নিয়ে তোলে জোরালো আওয়াজ ৷

Paoli Dam New Series
আসছে পাওলি দামের 'কাবেরী' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 3, 2024, 1:50 PM IST

হায়দরাবাদ, 3 অক্টোবর: চোরের ঘরে চুরি হলে তার বিচার করা মুশকিল ৷ তেমনই পুলিশের ঘরেই যদি নারীর প্রতি নৃশংস অত্যাচার হয় তাহলে তার বিরুদ্ধে মুখ খোলা চাপের, ভয়েরও বটে! ৷ এমনই এক নির্মম পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে ৷ যে সৌরভকে দেখলে চমকে যেতে বাধ্য হবেন দর্শকরা ৷ তাঁর স্ত্রীর চরিত্রে কাবেরি অর্থাৎ পাওলি দাম ৷

প্রকাশ্যে এসেছে হইচই-এর নতুন সিরিজ 'কাবেরী'র ট্রেলার ৷ 2 মিনিট 12 সেকেন্ডের এই ট্রেলারে অসহায়, মুখ বুজে মার খাওয়া নারী থেকে মা দুর্গার রূপ নেওয়া পাওলি প্রতি পদে মুগ্ধ করেছে ৷ অভিনেত্রী বলেন, "কাবেরী শান্ত চরিত্রের নারী ৷ কিন্তু সে ধীরে ধীরে হয়ে ওঠে শক্তিশালী, যাকে প্রতিরোধ করা সম্ভব নয় ৷ আমার মনে হয় কাবেরী চরিত্র করে আমি যতটা আনন্দ পেয়েছি, দর্শকরাও ততটাই আনন্দ পাবেন ৷"

পুলিশ অফিসারের চরিত্রে সম্পর্কে সৌরভ বলেন, "অনীষের চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ৷ সিরিজে যাঁর উপস্থিতি গল্পের নানা মোড়ে উত্তেজনা ও অন্ধকার তুলে ধরে ৷ একজন অভিনেতা হিসাবে এই ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা, দারুণ অভিজ্ঞতা ৷"

সিরিজ পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু ৷ ট্রেলারে গল্পের প্রেক্ষাপট হিসাবে উঠে এসেছে, পুলিশ অফিসার অনীশ (সৌরভ চক্রবর্তী) কাবেরীর(পাওলি দাম) স্বামী ৷ প্রায় সময় কাবেরীর উপর যিনি নৃশংস অত্যাচার করেন ৷ কাবেরীকে সাহায্য করতে এগিয়ে আসে কিশোরী শম্পা ৷ কিন্তু তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ ৷ ভীতু, মুখ বুজে অত্যাচার সহ্য করতে থাকা কাবেরী সত্যের লড়াই লড়তে পারবে কি? অন্যাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কি কাবেরী? তারই উত্তর দেবে এই সিরিজ ৷ দুর্গাপুজোর আবহে অর্থাৎ 8 অক্টোবর থেকে হইচই-তে স্ট্রিমিং হবে 'কাবেরী' ৷

হায়দরাবাদ, 3 অক্টোবর: চোরের ঘরে চুরি হলে তার বিচার করা মুশকিল ৷ তেমনই পুলিশের ঘরেই যদি নারীর প্রতি নৃশংস অত্যাচার হয় তাহলে তার বিরুদ্ধে মুখ খোলা চাপের, ভয়েরও বটে! ৷ এমনই এক নির্মম পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে ৷ যে সৌরভকে দেখলে চমকে যেতে বাধ্য হবেন দর্শকরা ৷ তাঁর স্ত্রীর চরিত্রে কাবেরি অর্থাৎ পাওলি দাম ৷

প্রকাশ্যে এসেছে হইচই-এর নতুন সিরিজ 'কাবেরী'র ট্রেলার ৷ 2 মিনিট 12 সেকেন্ডের এই ট্রেলারে অসহায়, মুখ বুজে মার খাওয়া নারী থেকে মা দুর্গার রূপ নেওয়া পাওলি প্রতি পদে মুগ্ধ করেছে ৷ অভিনেত্রী বলেন, "কাবেরী শান্ত চরিত্রের নারী ৷ কিন্তু সে ধীরে ধীরে হয়ে ওঠে শক্তিশালী, যাকে প্রতিরোধ করা সম্ভব নয় ৷ আমার মনে হয় কাবেরী চরিত্র করে আমি যতটা আনন্দ পেয়েছি, দর্শকরাও ততটাই আনন্দ পাবেন ৷"

পুলিশ অফিসারের চরিত্রে সম্পর্কে সৌরভ বলেন, "অনীষের চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ৷ সিরিজে যাঁর উপস্থিতি গল্পের নানা মোড়ে উত্তেজনা ও অন্ধকার তুলে ধরে ৷ একজন অভিনেতা হিসাবে এই ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা, দারুণ অভিজ্ঞতা ৷"

সিরিজ পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু ৷ ট্রেলারে গল্পের প্রেক্ষাপট হিসাবে উঠে এসেছে, পুলিশ অফিসার অনীশ (সৌরভ চক্রবর্তী) কাবেরীর(পাওলি দাম) স্বামী ৷ প্রায় সময় কাবেরীর উপর যিনি নৃশংস অত্যাচার করেন ৷ কাবেরীকে সাহায্য করতে এগিয়ে আসে কিশোরী শম্পা ৷ কিন্তু তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ ৷ ভীতু, মুখ বুজে অত্যাচার সহ্য করতে থাকা কাবেরী সত্যের লড়াই লড়তে পারবে কি? অন্যাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কি কাবেরী? তারই উত্তর দেবে এই সিরিজ ৷ দুর্গাপুজোর আবহে অর্থাৎ 8 অক্টোবর থেকে হইচই-তে স্ট্রিমিং হবে 'কাবেরী' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.