ETV Bharat / entertainment

গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে প্রতিবাদী পাওলি, আসছে 'কাবেরি'র গল্প - Paoli Dam - PAOLI DAM

Paoli Dam New Web Series: নতুন সিরিজ নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্ল্যটফর্ম হইচই ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে পাওলি দামকে ৷ বর্তমান পরিস্থিতিতে নারী শক্তিকে উজ্জীবিত করবে এই সিরিজ, মত নির্মাতাদের ৷

Paoli Dam New Web Series
আসছে 'কাবেরি'র গল্প (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 6, 2024, 3:19 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: অনেকদিন পর পর্দায় দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে ৷ হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ 'কাবেরি'। মুখ্য চরিত্রে পাওলি দাম। পরিচালক সৌভিক কুণ্ডু। হইচইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন পাওলি । পাওলি দামের সঙ্গে জুটিতে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে। নিঃসন্দেহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি একটি ফ্রেশ জুটি ৷

অভিনেত্রী নতুন এই সিরিজ সম্পর্কে বলেন,"কাবেরি শুধু একটি চরিত্রের চেয়েও বেশি কিছু। এটি স্থিতিস্থাপকতা এবং শক্তির হৃদয়ে গভীরভাবে ব্যক্তিগত যাত্রা। আমি আশা করি এই গল্পটি তাঁদের সঙ্গে অনুরণিত হবে যাঁরা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং তাঁদের নিজেদের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার ক্ষমতায়ন করেছেন।"

হইচইয়ের তরফে বলা হয়েছে, "কাবেরী" শুধুমাত্র একটি সিরিজ নয়, তার থেকেও বেশি কিছু। এটি সমসাময়িক বিষয়গুলির উপর একটি সাহসী বিবৃতি। যা নারী শক্তিকে উজ্জীবিত করে। নারীকে সাহস জোগায় রুখে দাঁড়ানোর, চোখে চোখ রেখে কথা বলার, ভয়ে পিছিয়ে না যাওয়ার ৷

‘কাবেরি’ শুধু একটি ওয়েব সিরিজ নয়, এটি গার্হস্থ্য সহিংসতার একটি গভীর অন্বেষণ বলছেন নির্মাতারা। একজন মহিলার সংগ্রাম এবং তাঁর ব্যক্তিগত জীবনের নানা জটিলতার চিত্র ধরা পড়বে সৌভিক কুণ্ডু পরিচালিত এই সিরিজটিতে। ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছেন পাওলি দাম। এসভিএফের প্রযোজনায় তৈরি ‘অভিশপ্ত নাইটি’, ‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ সিনেমাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে হইচই-এর সঙ্গে কাজ এই প্রথম ৷ মূলত, রাজ্যে যখন আরজি কর ঘটনার প্রতিবাদ চলছে তখন এই সিরিজ দর্শকদের ভাবাবে বলে বিশ্বাস নির্মাতাদের ৷ খুব শীঘ্রই ঘোষণা করা হবে সিরিজ মুক্তির তারিখ ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: অনেকদিন পর পর্দায় দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে ৷ হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ 'কাবেরি'। মুখ্য চরিত্রে পাওলি দাম। পরিচালক সৌভিক কুণ্ডু। হইচইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন পাওলি । পাওলি দামের সঙ্গে জুটিতে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে। নিঃসন্দেহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি একটি ফ্রেশ জুটি ৷

অভিনেত্রী নতুন এই সিরিজ সম্পর্কে বলেন,"কাবেরি শুধু একটি চরিত্রের চেয়েও বেশি কিছু। এটি স্থিতিস্থাপকতা এবং শক্তির হৃদয়ে গভীরভাবে ব্যক্তিগত যাত্রা। আমি আশা করি এই গল্পটি তাঁদের সঙ্গে অনুরণিত হবে যাঁরা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং তাঁদের নিজেদের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার ক্ষমতায়ন করেছেন।"

হইচইয়ের তরফে বলা হয়েছে, "কাবেরী" শুধুমাত্র একটি সিরিজ নয়, তার থেকেও বেশি কিছু। এটি সমসাময়িক বিষয়গুলির উপর একটি সাহসী বিবৃতি। যা নারী শক্তিকে উজ্জীবিত করে। নারীকে সাহস জোগায় রুখে দাঁড়ানোর, চোখে চোখ রেখে কথা বলার, ভয়ে পিছিয়ে না যাওয়ার ৷

‘কাবেরি’ শুধু একটি ওয়েব সিরিজ নয়, এটি গার্হস্থ্য সহিংসতার একটি গভীর অন্বেষণ বলছেন নির্মাতারা। একজন মহিলার সংগ্রাম এবং তাঁর ব্যক্তিগত জীবনের নানা জটিলতার চিত্র ধরা পড়বে সৌভিক কুণ্ডু পরিচালিত এই সিরিজটিতে। ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছেন পাওলি দাম। এসভিএফের প্রযোজনায় তৈরি ‘অভিশপ্ত নাইটি’, ‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ সিনেমাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে হইচই-এর সঙ্গে কাজ এই প্রথম ৷ মূলত, রাজ্যে যখন আরজি কর ঘটনার প্রতিবাদ চলছে তখন এই সিরিজ দর্শকদের ভাবাবে বলে বিশ্বাস নির্মাতাদের ৷ খুব শীঘ্রই ঘোষণা করা হবে সিরিজ মুক্তির তারিখ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.