ETV Bharat / entertainment

হিল পরায় গর্ভবতী দীপিকাকে ট্রোল, জ্ঞানদাতাদের যোগ্য জবাব আরেক ভাবী-মায়ের - RICHA CHADHA SUPPORTS DEEPIKA

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 8:29 PM IST

Richa Chadha Backs Deepika Padukone: গর্ভাবস্থায় হিল পরার জন্য ট্রোলের শিকার হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ তাঁর পাশে দাঁড়িয়ে নীতি পুলিশদের মোক্ষম জবাব দিলেন ভাবী মা তথা অভিনেত্রী রিচা চাড্ডা ৷ কী বললেন তিনি ?

Richa Chadha
দীপিকাকে কটাক্ষের জবাব রিচার (নিজস্ব ছবি)

হায়দরাবাদ, 26 জুন: ট্রোল যেন পিছু ছাড়ছে না গর্ভবতী দীপিকা পাড়ুকোনের ৷ এবার হিল পরা নিয়ে ট্রোলের শিকার তিনি ৷ তাঁর পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী রিচা চাড্ডা ৷ তিনিও গর্ভবতী ৷ তাই এই অবস্থায় হিল পরা নিয়ে ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন 'হীরামাণ্ডি'র নায়িকা ৷

অভিনেত্রী রিচা চাড্ডা সোশাল মিডিয়ায় লেখেন, "নো ইউটেরাস, নো জ্ঞান ৷" এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, যাঁরা গর্ভবতী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা কেবলমাত্র তাঁদের সুবিধা-অসুবিধাগুলি বুঝবে ৷ কিন্তু যাঁরা কোনওদিন মা হননি বা এই অবস্থার মধ্য দিয়ে যাননি, তাঁদের পক্ষে বোঝা সম্ভব নয়, গর্ভবতীরা কীসে স্বাচ্ছন্দ্য বোধ করেন ৷

খুব তাড়াতাড়ি মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ প্রথম সন্তান আসার অপেক্ষায় রণবীর সিং ৷ ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে এই পাওয়ার-কাপল সন্তান আসার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ৷ এরপর থেকেই গর্ভবতী দীপিকাকে নিয়ে কটাক্ষ শুরু হয় ৷ সোশাল মিডিয়ায় চর্চা চলে তাঁর বেবিবাম্প নিয়ে ৷

সম্প্রতি আসন্ন ছবি 'কালকি 2898 এডি'র প্রচারে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ৷ ওই অনুষ্ঠানে কালো বগি হাগিং পোশাকে ধরা দিয়েছিলেন দীপিকা ৷ মাথায় করেছিলেন মেসি পনিটেল ৷ পায়ে ছিল কালোরঙের পেন্সিল হিল ৷ প্রচার অনুষ্ঠানের ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনদের তরফে অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কটাক্ষ ৷ নীতি পুলিশেরা অন্তঃসত্ত্বা দীপিকার হিল পরা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এই নিয়ে রিলও তৈরি হয় ৷ এ বিষয়ে দীপিকা কিছু না বললেও সরব হয়েছেন রিচা চাড্ডা-সহ তাঁর অন্য সতীর্থরা ৷ ওই রিলে গিয়ে মতামত জানিয়েছেন তাঁরা ৷

যদিও একদিকে কটাক্ষের শিকার হলেও অন্যদিকে দীপিকার সাজ মন কেড়েছে তাঁর অনুরাগীদের ৷ টান টান চেহারা, চোখে মুখে ভাবী মায়ের আত্মবিশ্বাস দেখে তাঁকে 'রানি' বলে আখ্যা দিয়েছেন অনেকে ৷ এখনও পর্যন্ত খবর চলতি বছরের সেপ্টেম্বরে দীপিকার কোল আলো করে আসছে প্রথম সন্তান ৷ তবে এই অবস্থায় কাজ থেকে বিরতি নেননি দীপিকা ৷ নিজের ব্র্যান্ড ও ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী ৷ আগামী 27 জুন মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি 'কালকি 2898 এডি' ৷

হায়দরাবাদ, 26 জুন: ট্রোল যেন পিছু ছাড়ছে না গর্ভবতী দীপিকা পাড়ুকোনের ৷ এবার হিল পরা নিয়ে ট্রোলের শিকার তিনি ৷ তাঁর পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী রিচা চাড্ডা ৷ তিনিও গর্ভবতী ৷ তাই এই অবস্থায় হিল পরা নিয়ে ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন 'হীরামাণ্ডি'র নায়িকা ৷

অভিনেত্রী রিচা চাড্ডা সোশাল মিডিয়ায় লেখেন, "নো ইউটেরাস, নো জ্ঞান ৷" এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, যাঁরা গর্ভবতী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা কেবলমাত্র তাঁদের সুবিধা-অসুবিধাগুলি বুঝবে ৷ কিন্তু যাঁরা কোনওদিন মা হননি বা এই অবস্থার মধ্য দিয়ে যাননি, তাঁদের পক্ষে বোঝা সম্ভব নয়, গর্ভবতীরা কীসে স্বাচ্ছন্দ্য বোধ করেন ৷

খুব তাড়াতাড়ি মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ প্রথম সন্তান আসার অপেক্ষায় রণবীর সিং ৷ ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে এই পাওয়ার-কাপল সন্তান আসার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ৷ এরপর থেকেই গর্ভবতী দীপিকাকে নিয়ে কটাক্ষ শুরু হয় ৷ সোশাল মিডিয়ায় চর্চা চলে তাঁর বেবিবাম্প নিয়ে ৷

সম্প্রতি আসন্ন ছবি 'কালকি 2898 এডি'র প্রচারে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ৷ ওই অনুষ্ঠানে কালো বগি হাগিং পোশাকে ধরা দিয়েছিলেন দীপিকা ৷ মাথায় করেছিলেন মেসি পনিটেল ৷ পায়ে ছিল কালোরঙের পেন্সিল হিল ৷ প্রচার অনুষ্ঠানের ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনদের তরফে অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কটাক্ষ ৷ নীতি পুলিশেরা অন্তঃসত্ত্বা দীপিকার হিল পরা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এই নিয়ে রিলও তৈরি হয় ৷ এ বিষয়ে দীপিকা কিছু না বললেও সরব হয়েছেন রিচা চাড্ডা-সহ তাঁর অন্য সতীর্থরা ৷ ওই রিলে গিয়ে মতামত জানিয়েছেন তাঁরা ৷

যদিও একদিকে কটাক্ষের শিকার হলেও অন্যদিকে দীপিকার সাজ মন কেড়েছে তাঁর অনুরাগীদের ৷ টান টান চেহারা, চোখে মুখে ভাবী মায়ের আত্মবিশ্বাস দেখে তাঁকে 'রানি' বলে আখ্যা দিয়েছেন অনেকে ৷ এখনও পর্যন্ত খবর চলতি বছরের সেপ্টেম্বরে দীপিকার কোল আলো করে আসছে প্রথম সন্তান ৷ তবে এই অবস্থায় কাজ থেকে বিরতি নেননি দীপিকা ৷ নিজের ব্র্যান্ড ও ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী ৷ আগামী 27 জুন মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি 'কালকি 2898 এডি' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.