হায়দরাবাদ, 3 অক্টোবর: অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদ নিয়ে জলঘোলা সোশাল মিডিয়ায় ৷ তেলেঙ্গনার মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী কোন্ডা সুরেখার মন্তব্যের জেরে কড়া পদক্ষেপ নিয়েছেন নাগা চৈতন্যর বাবা আক্কিয়েনি নাগার্জুন ৷ মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন দক্ষিণী তারকা ৷
জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার 356 নম্বর ধারায় নামপল্লী কোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ কংগ্রেস নেত্রী সুরেখা জানা, সামান্থা ও নাগার বিচ্ছেদের মূল কারণ ভারত রাষ্ট্র সমিতি (BRS)-র নেতা কেটি রামা রাও ৷ তাঁর কারণেই নাকি জনপ্রিয় এই জুটির বিচ্ছেদ হয় ৷ এমন মন্তব্য সামনে আসার পরেই বিতর্কের ঝড় ওঠে ৷ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন নাগার্জুন ৷ তিনি জানান, কংগ্রেস নেত্রী আক্কায়েনি পরিবারের মানসন্মান নষ্ট করার চেষ্টা করেছেন ৷ নাগা চৈতন্যও সোশাল মিডিয়ায় অভিযোগপত্রের একটি কপি শেয়ার করেছেন ৷
— chaitanya akkineni (@chay_akkineni) October 3, 2024
বিতর্কের শুরু বুধবার যখন এক পাবলিক ইভেন্টে সুরেখা সামান্থা-নাগার সম্পর্ক নিয়ে কথা বলেন ৷ এই ঘটনায় আল্লু অর্জুন থেকে জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী সকলেই তীব্র নিন্দা করেছেন ৷ একজন মন্ত্রী হয়ে কারোর ব্যক্তিগত জীবন নিয়ে জনসাধারণের সামনে ভুল মন্তব্য করা উচিত নয় বলেও অনেক তারকা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷
এই ঘটনা বিদ্যুতের মতো চারিদিকে ছড়িয়ে যেতেই বৃহস্পতিবার ক্ষমা চেয়েছেন মন্ত্রী সুরেখা ৷ তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী বলেও জানান ৷ তিনি বলেন, "আমি আমার ভুল বুঝতে পেরেছি ৷ আমার উচিত হয়নি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা ৷ আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী ৷" তবে মন্ত্রীর ক্ষমা চাওয়া সত্ত্বেও বিতর্ক থামেনি ৷