ETV Bharat / entertainment

'হাসপাতালেও মেয়েরা নিরাপদ নন, যাব কোথায় ?'- আরজি করের ঘটনায় সরব স্বস্তিকা-শ্রীলেখা-সৃজিত - Female Doctor Mysterious Death - FEMALE DOCTOR MYSTERIOUS DEATH

Murder of woman doctor at RG Kar Medical College: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ঘটনায় প্রতিবাদের ঝড় শহর কলকাতায় ৷ ন্যায় চেয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদে সরব স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র, ঋদ্ধি সেনের মতো তারকারা ৷

Murder of woman doctor at RG Kar Medical College
আরজি করের ঘটনায় সরব স্বস্তিকা-শ্রীলেখা-সৃজিত (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 10, 2024, 1:02 PM IST

হায়দরাবাদ, 10 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম বর্ষের পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল শহর ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগের তরফ থেকে গঠিত হওয়া স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট ৷ এই অবস্থায় ন্যায় বিচার চেয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন টলিপাড়ার তারকারা ৷ ঘটনায় দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি এই শহরে মহিলাদের নিরাপত্তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন ৷

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, "ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তাঁর দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয় ? যাব কোথায় ?"

শ্রীলেখা মিত্র সোশাল মিডিয়ায় লেখেন, "এটা ধর্ষণ আর খুন ৷ আত্মহত্যা হলে চাপা দেওয়া হচ্ছে কেন? অপরাধীর শাস্তি হওয়া উচিত এবং তাকে সারা জীবনের জন্য কারাবদ্ধ রাখা উচিত ৷ নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচারের আওতায় আনা উচিত ৷"

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, "আমার শহর কুন্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে.. ৷" বিচার কোনওদিন পাওয়া যাবে কি না বলে প্রশ্ন তুলেছেন গায়ক অনুপম রায় ৷

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদ করেছেন ৷ তিনি লেখেন "আরজি করে ঘটনা নজিরবিহীন, মর্মান্তিক ও ভয়াবহ। শহরের প্রথম শ্রেণীর কলেজ হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছি না আমরা! এই মৃত্যু, অবমাননা আর অনিরাপত্তা নিয়ে কথা না বলে পারলাম না। এর নিরপেক্ষ বিচার চাই। অপরাধীকে খুঁজে বের করে তাকে কঠিনতম শাস্তি দিতে হবে। এর আগেও সরকারি ও বেসরকারি হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অনেক অপমান, নিগ্রহ সহ্য করতে হয়েছে। এবার সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর আশু প্রতিকার দাবি করছি।"

অভিনেতা ঋদ্ধি সেনও ঘটনার প্রতিবাদ করে সরব হয়েছেন নেটপাড়ায় ৷ প্রশ্ন তুলেছেন বিচার নিয়ে ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, " এই অনন্ত বিচার শেষ হবে কবে ? এই ভয়াবহ অসুখ শেষ হবে কবে ?" শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের চার তলা থেকে হাসপাতালের পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে ওই মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় তরফ থেকে স্থানীয় টালা থানায় রুজু করা হয়।

হায়দরাবাদ, 10 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম বর্ষের পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল শহর ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগের তরফ থেকে গঠিত হওয়া স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট ৷ এই অবস্থায় ন্যায় বিচার চেয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন টলিপাড়ার তারকারা ৷ ঘটনায় দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি এই শহরে মহিলাদের নিরাপত্তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন ৷

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, "ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তাঁর দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয় ? যাব কোথায় ?"

শ্রীলেখা মিত্র সোশাল মিডিয়ায় লেখেন, "এটা ধর্ষণ আর খুন ৷ আত্মহত্যা হলে চাপা দেওয়া হচ্ছে কেন? অপরাধীর শাস্তি হওয়া উচিত এবং তাকে সারা জীবনের জন্য কারাবদ্ধ রাখা উচিত ৷ নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচারের আওতায় আনা উচিত ৷"

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, "আমার শহর কুন্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে.. ৷" বিচার কোনওদিন পাওয়া যাবে কি না বলে প্রশ্ন তুলেছেন গায়ক অনুপম রায় ৷

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদ করেছেন ৷ তিনি লেখেন "আরজি করে ঘটনা নজিরবিহীন, মর্মান্তিক ও ভয়াবহ। শহরের প্রথম শ্রেণীর কলেজ হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছি না আমরা! এই মৃত্যু, অবমাননা আর অনিরাপত্তা নিয়ে কথা না বলে পারলাম না। এর নিরপেক্ষ বিচার চাই। অপরাধীকে খুঁজে বের করে তাকে কঠিনতম শাস্তি দিতে হবে। এর আগেও সরকারি ও বেসরকারি হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অনেক অপমান, নিগ্রহ সহ্য করতে হয়েছে। এবার সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর আশু প্রতিকার দাবি করছি।"

অভিনেতা ঋদ্ধি সেনও ঘটনার প্রতিবাদ করে সরব হয়েছেন নেটপাড়ায় ৷ প্রশ্ন তুলেছেন বিচার নিয়ে ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, " এই অনন্ত বিচার শেষ হবে কবে ? এই ভয়াবহ অসুখ শেষ হবে কবে ?" শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের চার তলা থেকে হাসপাতালের পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে ওই মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় তরফ থেকে স্থানীয় টালা থানায় রুজু করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.