হায়দরাবাদ, 21 অগস্ট: জীবনের অন্য়তম মুহূর্ত উপভোগ করছেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন ৷ আটমাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে প্রায় সময়ই কখনও স্বামী রণবীর সিংয়ের সঙ্গে আবার কখনও পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ৷ এবার তাঁকে দেখা গেল মুম্বইয়ের এক রেস্টুরেন্টে ৷ মঙ্গলবার রণবীর কাপুরকে ছাড়াই তাঁর পরিবারের সঙ্গে ডিনার ডেটে যান দীপিকা ৷
এদিন দীপুর সঙ্গে ছিলেন শ্বশুর জগজিৎ সিং ভাবনানি, শাশুড়ি অঞ্জু ভাবনানি ও ননদ রীতিকা ভাবনানি ৷ ডিনার ডেটে দীপিকাকে দেখা যায় কালো রঙের বডিকোন পোশাকে ৷ সঙ্গে ছিল ম্যাচিং করা কালো রঙের ব্লেজার ৷ আর ছিল পায়ে সাদা রঙের হিলছাড়া জুতো ৷ তবে শুধু দীপিকা নয়, এদিনের ডিনার ডেটে পরিবারের সকলকেই দেখা গিয়েছে কালো রঙের পোশাকে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, পরিবারের সকলকে দীপিকাকে সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে গিয়ে গাড়িতে তোলেন ৷
দীপিকার ডেলিভারির সময় যত এগিয়ে আসছে, ততই যেন উদ্বেগ বাড়ছে নেটিজেনদের ৷ অনেকেই সোশাল মিডিয়ায় দীপিকা বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ কেউ আবার জানতে চেয়েছেন খুশির খবর কবে শোনাচ্ছেন রণবীর পত্নী ৷ গ্ল্যামারাস দীপিকাকে সকলেই যেন একবাক্যে মেনে নিয়েছেন, সন্তানসম্ভবা হওয়ার পর যেন আর গ্লো এসেছে দীপিকার চোখে-মুখে ৷
রণবীর-দীপিকার পোস্ট অনুযায়ী, সেপ্টেম্বরেই ঘরে আসতে চলেছে জুনিয়র সিং ৷ 2018 সালের 14 নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা-রণবীর ৷ ইতালিতে লেক কমোতে পরিবারকে সাক্ষী রেখে শুরু করেন নতুন জীবন ৷ ছয় বছর পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা ৷ কাজের দিকে নজর দিলে দেখ যায়, দীপিকাকে শেষ দেখা গিয়েছে 'কল্কি 2898 এডি' ছবিতে ৷ রণবীর সিংকে দেখা গিয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ এই জুটিকে একসঙ্গে দেখা যাবে রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' ছবিতে ৷ এছাড়াও আদিত্য ধরের 'ডন '3 ছবিতেও কাজ করবেন রণবীর সিং ৷