ETV Bharat / entertainment

যৌন হেনস্তার অভিযোগে জেরবার বিনোদন জগত, মুখ খুললেন মোহনলাল - Mohanlal on Hema Committee - MOHANLAL ON HEMA COMMITTEE

Mohanlal on Malayalam Film Industry: সদ্য অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টের সভাপতি পদ ছেড়েছেন অভিনেতা মোহনলাল ৷ এবার মুখ খুললেন কেরালা সরকারের হেমা কমিটির রিপোর্ট নিয়ে ৷

Mohanlal on Malayalam Film Industry
হেমা কমিটি রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া মোহনলালের (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 31, 2024, 5:40 PM IST

Updated : Aug 31, 2024, 6:58 PM IST

তিরুবনন্তপুরম (কেরালা): মেগাস্টার মোহনলাল দক্ষিণের পাশাপাশি উত্তরেও ভীষণ জনপ্রিয় ৷ সরাসরি হিন্দি ছবিতে কাজ না করলেও তাঁর অভিনীত অনেক ডাবড সিনেমা পর্দায় ও ওটিটিতে দর্শকদের মন জয় করেছে ৷ তবে বিগত কয়েকদিন ধরে মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রথম সারির অভিনেতা ও পরিচালকদের বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাতে ব্যথিত অভিনেতা ৷ যে কারণে অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টের (AMMA) সভাপতি পদও ছাড়েন তিনি ৷ প্রথমবার হেমা কমিটির রিপোর্ট ও মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রি নিয়ে মুখ খুললেন অভিনেতা মোহনলাল ৷

এদিন সাংবাদিক সম্মেলনে অভিনেতা বলেছেন সর্বসম্মতিতে তিনি AMMA-র সদস্যপদ ত্যাগ করেছেন ৷ পাশাপাশি, যাঁরা অন্যায়ের জন্য যুক্ত তাঁদের বিরুদ্ধে বাস্তব প্রমাণ থাকলে শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, "আমি পাওয়ার গ্রুপের সদস্য নই ৷ আমি এটা সম্পর্কে জানি না।" এরপর তিনি বিচারপতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য কেরালা সরকারের প্রশংসা করেন ৷ তিনি বলেন, "হেমা কমিটির রিপোর্ট প্রকাশ করা সরকারের একটা খুব ভাল সিদ্ধান্ত ৷ এর ফলে বিনোদন জগতে অনেক শিল্পী যাঁরা যৌন হয়রানি বা যৌন হেনস্তার শিকার হয়েছেন তাঁরা সুবিচার পাবেন ৷"

হেমা কমিটির রিপোর্টের পর অনেকে মোহনলালের কাছে থেকে প্রতিক্রিয়া প্রত্যাশিত করেছিলেন ৷ কিন্তু সভাপতির পদ ত্যাগ করে অভিনেতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি কোনও সমস্যা এড়িয়ে যাচ্ছেন না ৷ বরং তিনি তার আসন্ন ছবি 'বারোজ'-এর কাজে ব্যস্ত থাকার কারণে কিছু সময়ের জন্য কেরালায় ছিলেন না। এই ছবির মুক্তি প্রথমে 12 সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও বর্তমান সমস্যার কারণে তা পিছিয়ে 10 অক্টোবর নির্ধারিত হয়েছে ৷

অভিনেতা এদিন সাংবাদিক সম্মেলনে আরও জানান, মালয়লম বিনোদন জগতে হেমা কমিটির রিপোর্ট আসার পর অনেকে মালয়লম মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের উপরে দোষারোপ চাপিয়েছেন ৷ কিন্তু এই সংস্থায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার দায় চাপানো উচিত নয় ৷ তিনি আরও জানান, হেমা কমিটির রিপোর্ট সামনে আসা ইতিবাচক বিষয় ৷ এমন কমিটি বিনোদনের অন্যান্য ক্ষেত্রেও হওয়া উচিত ৷

তিরুবনন্তপুরম (কেরালা): মেগাস্টার মোহনলাল দক্ষিণের পাশাপাশি উত্তরেও ভীষণ জনপ্রিয় ৷ সরাসরি হিন্দি ছবিতে কাজ না করলেও তাঁর অভিনীত অনেক ডাবড সিনেমা পর্দায় ও ওটিটিতে দর্শকদের মন জয় করেছে ৷ তবে বিগত কয়েকদিন ধরে মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রথম সারির অভিনেতা ও পরিচালকদের বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাতে ব্যথিত অভিনেতা ৷ যে কারণে অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টের (AMMA) সভাপতি পদও ছাড়েন তিনি ৷ প্রথমবার হেমা কমিটির রিপোর্ট ও মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রি নিয়ে মুখ খুললেন অভিনেতা মোহনলাল ৷

এদিন সাংবাদিক সম্মেলনে অভিনেতা বলেছেন সর্বসম্মতিতে তিনি AMMA-র সদস্যপদ ত্যাগ করেছেন ৷ পাশাপাশি, যাঁরা অন্যায়ের জন্য যুক্ত তাঁদের বিরুদ্ধে বাস্তব প্রমাণ থাকলে শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, "আমি পাওয়ার গ্রুপের সদস্য নই ৷ আমি এটা সম্পর্কে জানি না।" এরপর তিনি বিচারপতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য কেরালা সরকারের প্রশংসা করেন ৷ তিনি বলেন, "হেমা কমিটির রিপোর্ট প্রকাশ করা সরকারের একটা খুব ভাল সিদ্ধান্ত ৷ এর ফলে বিনোদন জগতে অনেক শিল্পী যাঁরা যৌন হয়রানি বা যৌন হেনস্তার শিকার হয়েছেন তাঁরা সুবিচার পাবেন ৷"

হেমা কমিটির রিপোর্টের পর অনেকে মোহনলালের কাছে থেকে প্রতিক্রিয়া প্রত্যাশিত করেছিলেন ৷ কিন্তু সভাপতির পদ ত্যাগ করে অভিনেতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি কোনও সমস্যা এড়িয়ে যাচ্ছেন না ৷ বরং তিনি তার আসন্ন ছবি 'বারোজ'-এর কাজে ব্যস্ত থাকার কারণে কিছু সময়ের জন্য কেরালায় ছিলেন না। এই ছবির মুক্তি প্রথমে 12 সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও বর্তমান সমস্যার কারণে তা পিছিয়ে 10 অক্টোবর নির্ধারিত হয়েছে ৷

অভিনেতা এদিন সাংবাদিক সম্মেলনে আরও জানান, মালয়লম বিনোদন জগতে হেমা কমিটির রিপোর্ট আসার পর অনেকে মালয়লম মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের উপরে দোষারোপ চাপিয়েছেন ৷ কিন্তু এই সংস্থায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার দায় চাপানো উচিত নয় ৷ তিনি আরও জানান, হেমা কমিটির রিপোর্ট সামনে আসা ইতিবাচক বিষয় ৷ এমন কমিটি বিনোদনের অন্যান্য ক্ষেত্রেও হওয়া উচিত ৷

Last Updated : Aug 31, 2024, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.