কলকাতা, 10 ফেব্রুয়ারি: কলকাতায় শুটিংয়ের মাঝে আচকাই অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 'ডিস্কো ডান্সার'কে। তাঁর বেশকিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে এই মুহূর্তে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।
কলকাতায় 'শাস্ত্রী' ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। পথিকৃৎ বসু পরিচালিত সেই ছবির শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ অভিনেতার অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই, ওষুধেই তিনি সেরে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷
শুক্রবার রাত থেকেই শারীরিক সমস্যা দেখা দেয় জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার। এরপর শনিবার সকালে বাড়াবাড়ি হলে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসেন ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী। নিউরোলজিস্ট সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে তিনি ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে। ইমার্জেন্সি বিভাগ থেকে অভিনেতাকে স্থানান্তর করা হয়েছে আইসিইউ'র 108 নম্বর বেডে ৷ এমআরআই রিপোর্টে জানা গিয়েছে অ্যাকিউট স্ট্রোকে আক্রান্ত 'মহাগুরু' ৷
'শাস্ত্রী' ছবিতে বহুবছর পর পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। ছবিটির প্রযোজনায় রয়েছন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখায যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদের। বিজ্ঞান-অপবিজ্ঞানের দ্বন্দ্বই উঠে আসছে এই সিনেমার মূল গল্পে। তারই জোরদার শুটিং চলছিল কলকাতায় ৷ সেই শুটিংয়ের মাঝেই অসুস্থ হলেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'পদ্মভূষণ'-এ সম্মানিত হয়েছেন অভিনেতা ৷
চলচ্চিত্র জগতের পাশাপাশি বাংলার রাজনীতিতেও গত কয়েকবছরে বারংবার চর্চায় উঠে এসেছেন মিঠুন চক্রবর্তী ৷ প্রাথমিকভাবে তাঁর রাজনৈতিক পরিচয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ হলেও পরে রাজ্যের শাসকদলের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় 'মৃগয়া' অভিনেতার ৷ পরবর্তীতে 2021 বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের জনসভায় বিজেপিতে যোগদান করেন তিনি ৷ তবে রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে মিঠুন চক্রবর্তীর আরোগ্য কামনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷
আরও পড়ুন: