কলকাতা, 17 সেপ্টেম্বর: 'ত্রয়ী', 'এম এল এ ফাটাকেষ্ট', 'টাইগার', 'শুকনো লঙ্কা'র পর এবার 'শাস্ত্রী' ছবিতে জুটি বেঁধেছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি তুলে ধরবে বিজ্ঞান আর অপবিজ্ঞানের দ্বন্দ্ব। দুই কিংবদন্তি অভিনেতার জীবনেরই দুই অধ্যায় তুলে ধরা হবে এই ছবিতে। সেই মতোই লুক সেট হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর । পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায়। একইভাবে সরলার জীবনেরও দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। জানা গিয়েছে লুকেও থাকবে চমক।
'শাস্ত্রী' নিয়ে আড্ডা দিতে গিয়ে ছবির পাশাপাশি একে অপরের সঙ্গে খুনসুটির কথাও তুলে ধরলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, "দেবশ্রী অসামান্য অভিনেত্রী। এই কারণে ওঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে ৷ ওকে আমরা খুব জ্বালাই ৷ তাই যা গালাগাল দেয়, সকলকে বলা যাবে না।" দেবশ্রী মিঠুনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলেন, "আসলে আমার কাছ থেকে গালাগালগুলো শুনতে চায় মিঠুন দা।"
দেখুন পুরো সাক্ষাৎকার...
'শাস্ত্রী' মানুষের চোখ খুলে দেবে বলে বিশ্বাস মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, "জ্যোতিষ আমি বিশ্বাস করি, বিজ্ঞানকে আমি অবজ্ঞা করি না। সময় এসেছে মানুষ কোনটাকে বেছে নেবে সেটা দেখার। এটা তার নিজের সিদ্ধান্তু।" দেবশ্রী রায় বলেন, "আমি জ্যোতিষে বিশ্বাসী। পাথরে বিশ্বাসী।" আড্ডায় উঠে আসে জীবনে মেনে চলা সংস্কার-কুসংস্কারের কথাও ৷ অন্যদিকে, টলিপাড়ায় 'মি টু' প্রসঙ্গে দুজনের একই মত, "আমাদের সময়ে এসব ঘটনার কথা এত শোনা যেত না। এখনই বেশি শুনছি।" উল্লেখ্য, 8 অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে সুরিন্দর ফিল্মস ও সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'শাস্ত্রী' ৷