ETV Bharat / entertainment

পূর্বাঞ্চলের দখল এবার কার ? গুড্ডু পণ্ডিত নাকি কালিন ভাইয়ার! - Mirzapur 3 Trailer OUT - MIRZAPUR 3 TRAILER OUT

Will Guddu Bhaiya Manage to Keep Throne Away from Kaleen Bhaiya? বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মির্জাপুর 3-এর ট্রেলার নিয়ে চলে এল সিরিজের নির্মাতারা । 2.37 মিনিটের এই ট্রেলারে রক্তের বন্যা, গুলির লড়াই থেকে শুরু করে নাটক এবং প্রতিশোধ সবকিছুই রয়েছে ৷ এই সিজনে কোন রূপে ফিরছেন গুড্ডু পণ্ডিত ও কালিন ভাইয়া?

MIRZAPUR 3 TRAILER OUT
মির্জাপুর সিজন 3 (এক্স হ্য়ান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 4:01 PM IST

Updated : Jun 20, 2024, 4:49 PM IST

মুম্বই, 20 জুন: কথামতোই বৃহস্পতিবার দুপুরে লঞ্চ হল মির্জাপুর সিজন থ্রি'র 'ট্রেলার ৷ প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারেই পরিষ্কার সিজন 1 ও 2 এর থেকেও মির্জাপুরের তিন নম্বর পার্ট কতটা ভয়ংকর হতে চলেছে ৷ কথায় আছে ঘায়েল শেরের হিংস্রতা বেশি ৷ সেই আভাস ঘায়েল শের তথা কালিন ভাইয়া দিয়ে দিয়েছেন তাঁর কথায় ৷ ট্রেলারে পঙ্কজ ত্রিপাঠি জানিয়ে দিলেন, "এবার আমি এমন কিছু করতে চলেছি যা পূর্বাঞ্চলের ইতিহাসে কখনও হয়নি ৷"

ওটিটিতে মুক্তির আগে ট্রেলারের মাধ্যমেই ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছে কালিন ভাইয়া এবং গুড্ডু পণ্ডিতের সিরিজ মির্জাপুর 3। দু'ঘণ্টায় এই ট্রেলার ইতিমধ্যেই 9 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ৷ এর আগে প্রকাশ্যে এসেছিল টিজার। জানানো হয়েছিল ট্রেলারের ও মুক্তির দিনও। এবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সিরিজ 'মির্জাপুর 3'-এর ট্রেলার ৷ 5 জুলাই আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই থ্রিলার সিরিজ। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

আড়াই মিনিটের ট্রেলারে গুড্ডু পণ্ডিতকে দেখা গেল স্বমহিমায় ৷ গুড্ডু তথা আলি ফজলের কণ্ঠ দিয়েই শুরু হয়েছে ট্রেলারের ঝলক। সিজন 2-এর শেষ দৃশ্যে দেখা গিয়েছিল কালিন ভাইয়ার গুলি লাগে ৷ তারপর সেখান থেকে উধাও হয়ে যান তিনি ৷ অর্থাৎ কালিনকে হারিয়ে মির্জাপুর দখল নিয়েছে গুড্ডু পণ্ডিত ৷ লোকেদের গুড্ডু বলে, "কালিন ভাইয়া চলে গিয়েছে এখন গুড্ডু পণ্ডিতের সময় চলছে ৷" ট্রেলার শেষে, কালিন ভাইয়ার একটি অসাধারণ সংলাপও রয়েছে। যেখানে তার সংলাপ, এই চেয়ার, ঐতিহ্যের ৷ আমার বাবা এবং আমি তৈরি করেছি। এখন যদি তারা এটি নষ্ট করে, তবে পূর্বাঞ্চলের ইতিহাসে এমনটা প্রথম হবে।"

আজকের ট্রেলারে নয়া রূপে বাবলু ভাইয়া আর কালিন ভাইয়ার চমক দেখে আর 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না সিনেপ্রেমীরা। পূর্বাঞ্চল কার দখলে যেতে চলেছে তার আঁচ ট্রেলারেই দিয়ে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। নিমেষে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় এই সিরিজের ট্রেলার। এই সিরিজে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, বিজয় বর্মা, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রশিকা দুগাল-সহ আরও অনেকে।

মুম্বই, 20 জুন: কথামতোই বৃহস্পতিবার দুপুরে লঞ্চ হল মির্জাপুর সিজন থ্রি'র 'ট্রেলার ৷ প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারেই পরিষ্কার সিজন 1 ও 2 এর থেকেও মির্জাপুরের তিন নম্বর পার্ট কতটা ভয়ংকর হতে চলেছে ৷ কথায় আছে ঘায়েল শেরের হিংস্রতা বেশি ৷ সেই আভাস ঘায়েল শের তথা কালিন ভাইয়া দিয়ে দিয়েছেন তাঁর কথায় ৷ ট্রেলারে পঙ্কজ ত্রিপাঠি জানিয়ে দিলেন, "এবার আমি এমন কিছু করতে চলেছি যা পূর্বাঞ্চলের ইতিহাসে কখনও হয়নি ৷"

ওটিটিতে মুক্তির আগে ট্রেলারের মাধ্যমেই ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছে কালিন ভাইয়া এবং গুড্ডু পণ্ডিতের সিরিজ মির্জাপুর 3। দু'ঘণ্টায় এই ট্রেলার ইতিমধ্যেই 9 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ৷ এর আগে প্রকাশ্যে এসেছিল টিজার। জানানো হয়েছিল ট্রেলারের ও মুক্তির দিনও। এবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সিরিজ 'মির্জাপুর 3'-এর ট্রেলার ৷ 5 জুলাই আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই থ্রিলার সিরিজ। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

আড়াই মিনিটের ট্রেলারে গুড্ডু পণ্ডিতকে দেখা গেল স্বমহিমায় ৷ গুড্ডু তথা আলি ফজলের কণ্ঠ দিয়েই শুরু হয়েছে ট্রেলারের ঝলক। সিজন 2-এর শেষ দৃশ্যে দেখা গিয়েছিল কালিন ভাইয়ার গুলি লাগে ৷ তারপর সেখান থেকে উধাও হয়ে যান তিনি ৷ অর্থাৎ কালিনকে হারিয়ে মির্জাপুর দখল নিয়েছে গুড্ডু পণ্ডিত ৷ লোকেদের গুড্ডু বলে, "কালিন ভাইয়া চলে গিয়েছে এখন গুড্ডু পণ্ডিতের সময় চলছে ৷" ট্রেলার শেষে, কালিন ভাইয়ার একটি অসাধারণ সংলাপও রয়েছে। যেখানে তার সংলাপ, এই চেয়ার, ঐতিহ্যের ৷ আমার বাবা এবং আমি তৈরি করেছি। এখন যদি তারা এটি নষ্ট করে, তবে পূর্বাঞ্চলের ইতিহাসে এমনটা প্রথম হবে।"

আজকের ট্রেলারে নয়া রূপে বাবলু ভাইয়া আর কালিন ভাইয়ার চমক দেখে আর 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না সিনেপ্রেমীরা। পূর্বাঞ্চল কার দখলে যেতে চলেছে তার আঁচ ট্রেলারেই দিয়ে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। নিমেষে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় এই সিরিজের ট্রেলার। এই সিরিজে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, বিজয় বর্মা, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রশিকা দুগাল-সহ আরও অনেকে।

Last Updated : Jun 20, 2024, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.