হায়দরাবাদ, 22 অগস্ট: সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পেলেও তিনি যে দমে যাওয়ার পাত্রী নন, আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ ফের একবার সামাজিক মাধ্যমে 'কাপুরুষ'দের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ৷ পাশাপাশি, সাইবার ক্রাইমে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ৷
I would urge anyone facing this kind of situation come forward and we are all together in this one voice, one fight#StopRapeculture #JusticeForRGKar #WeWantJustice
— Mimi chakraborty (@mimichakraborty) August 22, 2024
অন্যায় যে করে আর অন্যায় যে সহে ..তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
বৃহস্পতিবার অভিনেত্রী তাঁকে ধর্ষণের হুমকি ঘটনার আপডেট দেন এক্স হ্যান্ডেলে ৷ সেখানে তিনি লেখেন, "সাইবার ক্রাইম বিভাগের সাহায্যে এফআইআর দায়ের করা হয়েছে ৷ যে অ্যাকাউন্ট থেকে নোংরা মন্তব্য করা হয়েছিল তা ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে সারাজীবনের মতো ৷ পুলিশ দুজন অভিযুক্তকে খোঁজার চেষ্টা চালাচ্ছে ৷ ইতিমধ্যেই সেই সব কমেন্টও মুছে দেওয়া হয়েছে ৷ "
UPDATE :( on the R*** threats)
— Mimi chakraborty (@mimichakraborty) August 22, 2024
With help from Cyber crime department @DCCyberKP FIR has been lodged regarding this.
Those accounts have been taken down and deactivated forever.
Police is trying to trace the main two here coz they hav deleted all comments nd hav gone incognito.
এরপর অভিনেত্রী লেখেন, "আমি সকলের কাছে অনুরোধ জানাব, যাঁরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সামনে এগিয়ে আসুন ৷ নিজের প্রতিবাদের স্বর তুলুন ৷ অন্যায় যে করে আর অন্যায় যে সহে ..তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।" উল্লেখ্য, ধর্ষণের হুমকি পাওয়ার পর দমে যাননি মিমি ৷ অভিনেত্রী ইন্সটাগ্রাম ওয়ালে ভক্তিমূলক বক্তা (Devotional speaker) জয়া কিশোরীর একটি ভিডিয়ো শেয়ার করেন ৷
তারপর তিনি পোস্টে লেখেন, "আমাকে খারাপ কথা বলে কোনও লাভ হবে না কাপুরুষরা ৷ আমাকে ভয় দেখিয়ে আটকানো যাবে না ৷ আমি জন্ম থেকেই ভীতিহীন ৷ তাই মেয়েরা, বোনেরা এই লড়াই আমাদের সকলের, যাঁরা অন্যয়া করেছে তাঁদের বিরুদ্ধে ৷ যাঁরা মনে করেছে আমাদের থেকে শক্তিশালী তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই ৷ তোমাদের লজ্জা করা উচিত ৷ তোমাদের যেভাবে মানুষ করা হয়েছে তা দেখে লজ্জা হচ্ছে ৷ তোমাদের অস্তিত্ব নিয়ে লজ্জা করা উচিত ৷ আমাদের প্রতিবাদের স্বর রুদ্ধ করা যাবে না ৷"
AND WE ARE DEMANDING JUSTICE FOR WOMEN RIGHT????
— Mimi chakraborty (@mimichakraborty) August 20, 2024
These are just few of them.
Where rape threats has been normalised by venomous men masking themselves in the crowd saying they stand by women.What upbringing nd education permits this????@DCCyberKP pic.twitter.com/lsU1dUOuIs
আরজে প্রবীণ ভক্তিমূলক বক্তা জয়া কিশোরীর এক সাক্ষাৎকার সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেই পোস্ট শেয়ার করেন মিমি ৷ ভিডিয়োতে জয়া কিশোরী বলেন, "মেয়েদের বাঁচানোর কথা পরে বলব, আগে ছেলে সন্তানদের শিক্ষিত করা উচিত ৷ ধর্ষণের মতো ঘটনা ঘটার পরেও প্রশ্নের আঙুল ওঠে মেয়েদের দিকে ৷ মেয়েদের পোশাক, কোথায় ছিল, কত রাতে ছিল এই প্রশ্ন ওঠে যা অনুচিত ৷" সেই ভিডিয়ো শেয়ার করে নিজের প্রতিবাদের স্বর উঁচুতে রাখলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷
সোশাল মিডিয়ায় দু'দিন আগেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয় ৷ ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন মিমি ৷ সেখানে তাঁকে 10 লাখর বিনিময়ে নোংরা-কুৎসিত মন্তব্য করা হয় ৷ তারপরেও ভয় পেয়ে চুপ থাকেননি মিমি ৷ বরং তিনি বুঝিয়ে দিয়েছেন, এই ধরনের হুমকিতে তিনি ভয় পাওয়ার মানুষ নন ৷
'বয়স কম, শুধু জানে অন্যায় হলে প্রতিবাদ করতে হয়'- অভিনব শিক্ষা দিচ্ছেন তারকা সন্তানের বাবা-মায়েরা