ETV Bharat / entertainment

অযোধ্যায় 'রাম আ গয়ে', বিশেষ দিনে উচ্ছ্বসিত কঙ্গনা-দীপিকা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 4:50 PM IST

Ram Lalla consecration: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে সূচণা হল ঐতিহাসিক মুহূর্তের ৷ অযোধ্যায় উপস্থিত ফিল্ম ইন্ডাষ্ট্রির একাধিক তারকা ৷ বিশেষ এই দিনে দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাওয়াত সোশাল মিডিয়ায় দিলেন নিজেদের প্রতিক্রিয়া ৷

Etv Bharat
রাম মন্দির উদ্বোধনে উচ্ছ্বসিত তারকারা

হায়দরাবাদ, 22 জানুয়ারি: অযোধ্যা রাম মন্দিরে ফিরলেন রাম ৷ বিশেষ এই দিন ভারতবাসীর কাছে গর্বের বিষয় ৷ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যায় উপস্থিত হেভিওয়েট নেতামন্ত্রী থেকে সিনেপর্দার তারকারা ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে কঙ্গনা রানাওয়াত থেকে দীপিকা পাড়ুকোন, দক্ষিণী তারকা মহেশ বাবু সোশাল মিডিয়ায় নিজেদের আনন্দ উচ্ছাস তুলে ধরেছেন ৷

ইন্সটাগ্রাম স্টোরিজে রামলীলা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রদীপ জ্বালানোর ছবি শেয়ার করেছেন ৷ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বার্তাই অনুসরণ করলেন দীপিকা ৷ অন্যদিকে, কঙ্গনা রানাওয়াত নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "রাম আ গয়ে ৷" ভিডিয়োতে দেখা গিয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হচ্ছে ৷ সেই সময় বলিউড কুইন দু'হাত তুলে জয় শ্রী রাম শ্লোগান দিচ্ছেন ৷

অন্যদিকে, দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকেও অযোধ্যার রামমন্দিরের একটি ছবি শেয়ার করেছেন ইন্সটা স্টোরি হ্যান্ডেলে ৷ সেখানে অভিনেতা লেখেন, "ইতিহাস ও বিশ্বাস মিশে গিয়েছে এক জায়গায় ৷ রাম মন্দির উদ্বোধনের বিশেষ দিনের সাক্ষী থাকতে পেরে ধন্য ৷ অযোধ্যা একতা এবং আধ্যাত্মিকতার একটি চিরন্তন প্রতীক হিসাবে ধরা দিয়েছে । জয় শ্রী রাম ৷"

অন্যদিকে, মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকেত পারেননি অভিনেতা বরুণ ধাওয়ান ৷ তিনি ইন্সটাগ্রামে ভগবান রামলালার ছবি শেয়ার করেছেন ৷ অভিনেত্রী মৌনি রয় ভগবানের রাম ও ভগবান শিবের অ্যানিমেটেড ছবি শেয়ার করেছেন ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "জয় শ্রী রাম, ওম নমঃ শিবায় ৷" পাশাপাশি, অভিনেতা সূর্য ইন্সটাগ্রাম স্টোরিজে ভগবান রাম, সীতা ও লক্ষণের ছবি শেয়ার করেছেন ৷ ছবিতে তিনি লিখেছেন, "রাম অযোধ্যায় ফিরতেই বিজয়ের প্রতিধ্বনি চারিদিকে শোনা যাচ্ছে ৷"

আরও পড়ুন:

1. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি

2. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি

3. রূপান্তরকামীরাও 14 বছর বনবাসে কাটিয়েছিলেন ! আশীর্বাদে ভগবান রামের থেকে কী পেয়েছিলেন ?

হায়দরাবাদ, 22 জানুয়ারি: অযোধ্যা রাম মন্দিরে ফিরলেন রাম ৷ বিশেষ এই দিন ভারতবাসীর কাছে গর্বের বিষয় ৷ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যায় উপস্থিত হেভিওয়েট নেতামন্ত্রী থেকে সিনেপর্দার তারকারা ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে কঙ্গনা রানাওয়াত থেকে দীপিকা পাড়ুকোন, দক্ষিণী তারকা মহেশ বাবু সোশাল মিডিয়ায় নিজেদের আনন্দ উচ্ছাস তুলে ধরেছেন ৷

ইন্সটাগ্রাম স্টোরিজে রামলীলা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রদীপ জ্বালানোর ছবি শেয়ার করেছেন ৷ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বার্তাই অনুসরণ করলেন দীপিকা ৷ অন্যদিকে, কঙ্গনা রানাওয়াত নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "রাম আ গয়ে ৷" ভিডিয়োতে দেখা গিয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হচ্ছে ৷ সেই সময় বলিউড কুইন দু'হাত তুলে জয় শ্রী রাম শ্লোগান দিচ্ছেন ৷

অন্যদিকে, দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকেও অযোধ্যার রামমন্দিরের একটি ছবি শেয়ার করেছেন ইন্সটা স্টোরি হ্যান্ডেলে ৷ সেখানে অভিনেতা লেখেন, "ইতিহাস ও বিশ্বাস মিশে গিয়েছে এক জায়গায় ৷ রাম মন্দির উদ্বোধনের বিশেষ দিনের সাক্ষী থাকতে পেরে ধন্য ৷ অযোধ্যা একতা এবং আধ্যাত্মিকতার একটি চিরন্তন প্রতীক হিসাবে ধরা দিয়েছে । জয় শ্রী রাম ৷"

অন্যদিকে, মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকেত পারেননি অভিনেতা বরুণ ধাওয়ান ৷ তিনি ইন্সটাগ্রামে ভগবান রামলালার ছবি শেয়ার করেছেন ৷ অভিনেত্রী মৌনি রয় ভগবানের রাম ও ভগবান শিবের অ্যানিমেটেড ছবি শেয়ার করেছেন ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "জয় শ্রী রাম, ওম নমঃ শিবায় ৷" পাশাপাশি, অভিনেতা সূর্য ইন্সটাগ্রাম স্টোরিজে ভগবান রাম, সীতা ও লক্ষণের ছবি শেয়ার করেছেন ৷ ছবিতে তিনি লিখেছেন, "রাম অযোধ্যায় ফিরতেই বিজয়ের প্রতিধ্বনি চারিদিকে শোনা যাচ্ছে ৷"

আরও পড়ুন:

1. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি

2. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি

3. রূপান্তরকামীরাও 14 বছর বনবাসে কাটিয়েছিলেন ! আশীর্বাদে ভগবান রামের থেকে কী পেয়েছিলেন ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.