মুম্বই, 17 এপ্রিল: ভাইজানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ৷ মঙ্গলবার সলমন খানের বান্দ্রার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তাঁর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি ৷ ইতিমধ্যে এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদিন একনাথ শিন্ডে সাংবাদিকদের বলেন, "যারা এই গুলি চালনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ করা হবে ৷"
সলমন খানের বাড়িতে গুলি চালনার ঘটনা প্রসঙ্গে শিন্ডে বলেন, "মুম্বইতে গ্যাংস্টারদের মধ্যে কোনও যুদ্ধ নেই ৷ মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের কোনও জায়গা নেই ৷ এটা মহারাষ্ট্র, এটা মুম্বই ৷ আমরা এটা (লরেন্স বিষ্ণোই) শেষ করব ৷ যাতে ভবিষ্যতে কেউ আর এমন কিছু করার সাহস না-দেখায় ৷"
মুখ্যমন্ত্রী আরও জানান, সলমন খান এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদার করার জন্য তিনি মুম্বই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন ৷ তিনি বলেন, "আমি সলমন খানকে আশ্বস্ত করেছি, সরকার তাঁর পাশে আছে ৷ তাঁর নিরাপত্তার দায়িত্ব সরকারের ৷ মুম্বইতে আর যেন কেউ এমনটা করার সাহস না-পায়, সরকার তা নিশ্চিত করবে ৷"
14 এপ্রিল, রবিবার ভোরে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে গুলি ছুড়ে পালিয়ে যায় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ৷ সূত্রের খবর, এদিন ভোর 4টে 50 মিনিট নাগাদ দুই অজ্ঞাতপরিচয় বাইক নিয়ে ভাইজানের বাড়ির বাইরে এসে দাঁড়ায় ৷ এরপর শূন্যে গুলি ছুড়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালায় ৷ ঘটনার পর সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরে নিরাপত্তা বাড়ানো হয় ৷ ইতিমধ্যে সোমবার রাতে গুজরাতের কুছ জেলা থেকে ভিকি গুপ্তা এবং সাগর পালকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মধ্যে একজন বাইকের আরোহী ৷ পাঁচ রাউন্ড গুলি চালায় ৷ সেই গুলি লাগে সলমন খানের বাড়ির দেওয়ালে ৷
আরও পড়ুন: