ETV Bharat / entertainment

পর্দায় ফের 'দিল তো পাগল হ্যায়' মোমেন্ট, মুখোমুখি মাধুরী-করিশ্মা - CHAK DHOOM DHOOM SONG - CHAK DHOOM DHOOM SONG

Dil to Pagal Hai Movie Songs: এ যেন 'দিল তো পাগল হ্যায়' পার্ট 2 ৷ মাধুরী-করিশ্মা ফের একবার মুখোমুখি ৷ 'চক ধুম ধুম' গানে কোমর দুলিয়ে মন কাড়লেন নেটপাড়ার ৷

Dil to Pagal Hai Movie Songs
মুখোমুখি মাধুরী-করিশ্মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 7:49 PM IST

মুম্বই, 27 এপ্রিল: যশ চোপড়া পরিচালিত সুপারহিট ছবি 'দিল তো পাগল হ্যায়' নয়ের দশকে ঝড় তুলেছিল রূপোলি পর্দায় ৷ চিত্রনাট্য-অভিনয়ের পাশাপাশি গানের ম্যাজিক ছড়িয়ে গিয়েছিল সর্বত্র ৷ মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুর জুটি আরও একবার পর্দায় ৷ চাক ধুম ধুম গানে তাল মিলিয়ে তাক লাগালেন দর্শকদের ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দুই অভিনেত্রীই ৷

সম্প্রতি ছোটপর্দায় ডান্স রিয়েলিটি শোয়ে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুরকে ৷ দুই তারকাই অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী ৷ যার প্রমাণ দর্শক পেয়েছেন দিল তো পাগল হ্যায় ছবিতেই ৷ 27 বছর পর সেই জুটি ফিরল আরও একবার পর্দায় ৷ দুই অভিনেত্রীকে জনপ্রিয় গানের তালে নাচতে দেখে নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরাও ৷

মূলত, এই ডান্স রিয়েলিটি শোয়ে মাধুরী রয়েছেন বিচারকের আসনে ৷ রয়েছেন সুনীল শেট্টি ৷ সেই শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন করিশ্মা কাপুর ৷ সেই শোয়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায় ৷ যশ চোপড়া পরিচালিত এই ছবিতে মাধুরী, করিশ্মা ও শাহরুখ খান জুটির যেমন বন্ধুত্ব ধরা পড়েছে তেমনই তাদের নাচও আলাদাভাবে জায়গা করে নিয়েছে ৷ বিশেষ করে 'চক ধুম ধুম' গানটি যেন আলাদা করে নজর কাড়ে ৷

বৃষ্টির মধ্যে শাহরুখ-মাধুরী নাচছেন বন্ধু করিশ্মাকে উৎসাহিত করতে ৷ কারণ তিনি পায়ের মোচড়ে উঠতে পারছেন না চেয়ার থেকে ৷ তাঁকে অর্থাৎ নিশাকে অনুপ্রেরণা জোগাতে দুই বন্ধু রাহুল-পূজা নাচকেই অন্যতম পন্থা হিসাবে বেছে নেন ৷ সেই দৃশ্য আরও একবার টিভির পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে ডান্স রিয়েলিটি শোয়ের সম্প্রচারের অপেক্ষায় অনুরাগীরা ৷

আরও পড়ুন

1. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

2. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

3. ধনুশের সঙ্গে চলছে কুবেরের শুটিং, সেট থেকে ছবি পোস্ট রশ্মিকার

মুম্বই, 27 এপ্রিল: যশ চোপড়া পরিচালিত সুপারহিট ছবি 'দিল তো পাগল হ্যায়' নয়ের দশকে ঝড় তুলেছিল রূপোলি পর্দায় ৷ চিত্রনাট্য-অভিনয়ের পাশাপাশি গানের ম্যাজিক ছড়িয়ে গিয়েছিল সর্বত্র ৷ মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুর জুটি আরও একবার পর্দায় ৷ চাক ধুম ধুম গানে তাল মিলিয়ে তাক লাগালেন দর্শকদের ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দুই অভিনেত্রীই ৷

সম্প্রতি ছোটপর্দায় ডান্স রিয়েলিটি শোয়ে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুরকে ৷ দুই তারকাই অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী ৷ যার প্রমাণ দর্শক পেয়েছেন দিল তো পাগল হ্যায় ছবিতেই ৷ 27 বছর পর সেই জুটি ফিরল আরও একবার পর্দায় ৷ দুই অভিনেত্রীকে জনপ্রিয় গানের তালে নাচতে দেখে নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরাও ৷

মূলত, এই ডান্স রিয়েলিটি শোয়ে মাধুরী রয়েছেন বিচারকের আসনে ৷ রয়েছেন সুনীল শেট্টি ৷ সেই শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন করিশ্মা কাপুর ৷ সেই শোয়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায় ৷ যশ চোপড়া পরিচালিত এই ছবিতে মাধুরী, করিশ্মা ও শাহরুখ খান জুটির যেমন বন্ধুত্ব ধরা পড়েছে তেমনই তাদের নাচও আলাদাভাবে জায়গা করে নিয়েছে ৷ বিশেষ করে 'চক ধুম ধুম' গানটি যেন আলাদা করে নজর কাড়ে ৷

বৃষ্টির মধ্যে শাহরুখ-মাধুরী নাচছেন বন্ধু করিশ্মাকে উৎসাহিত করতে ৷ কারণ তিনি পায়ের মোচড়ে উঠতে পারছেন না চেয়ার থেকে ৷ তাঁকে অর্থাৎ নিশাকে অনুপ্রেরণা জোগাতে দুই বন্ধু রাহুল-পূজা নাচকেই অন্যতম পন্থা হিসাবে বেছে নেন ৷ সেই দৃশ্য আরও একবার টিভির পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে ডান্স রিয়েলিটি শোয়ের সম্প্রচারের অপেক্ষায় অনুরাগীরা ৷

আরও পড়ুন

1. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

2. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

3. ধনুশের সঙ্গে চলছে কুবেরের শুটিং, সেট থেকে ছবি পোস্ট রশ্মিকার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.