ETV Bharat / entertainment

'চোলি কে পিছে কেয়া হ্যায়' গানে নাচ মাধুরীর, অনন্তের সঙ্গে কোমর দোলালেন রামদেব; দেখুন ভিডিয়ো - Anant Radhika Wedding - ANANT RADHIKA WEDDING

Anant Radhika Wedding Dance Video: 'চোলি কে পিছে কেয়া হ্যায়' গানে স্বামীর সঙ্গে অম্বানিদের বিয়েতে নাচলেন মাধুরী দীক্ষিত ৷ অনন্তের সঙ্গে বাজনার তালে কোমর দোলালেন বাবা রামদেব ৷ দেখুন বিয়ের অনুষ্ঠানের ভিতরকার কিছু অদেখা ভিডিয়ো ৷

Anant Radhika Wedding
অনন্ত-রাধিকার বিয়েতে নাচ মাধুরী থেকে রামদেবের (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jul 13, 2024, 9:07 PM IST

মুম্বই, 13 জুলাই: থিক থিক করছে শ'য়ে শ'য়ে মানুষের ভিড় ৷ তার মধ্যেই অনন্ত-রাধিকার বিয়েতে নজর কাড়ল বলি সেলেব থেকে ক্রিকেটারদের উদ্দাম নাচ ৷ মাধুরী দীক্ষিত, শাহরুখ খান, রজনীকান্ত থেকে মহেন্দ্র সিং ধোনি, ডান্স ফ্লোরে হাম কিসিসে কম নেহি ৷ বিয়ের আসরের সেই সব নাচের একাধিক ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

Anant Radhika Wedding
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে (ইটিভি ভারত)

শুক্রবার মায়ানগরীতে ঘড়ির কাঁটা যত এগলো, ততই রঙিন হয়ে উঠল রাত ৷ স্বামী শ্রীরাম নেনে ও ছেলের সঙ্গে বিয়ের আসরে আসেন মাধুরী দীক্ষিত ৷ একটি ভিডিয়োতে মাধুরীকে তাঁর স্বামীর সঙ্গে মানানসই সোনালি এবং ক্রিম রঙের পোশাকে দেখা গিয়েছে । তাঁর নিজের মেগা-ব্লকবাস্টার ফিল্ম খলনায়কের হিট গান 'চোলি কে পিছে কেয়া হ্যায়' গানে নেচে সকলের মন জয় করলেন বলিউডের ধক-ধক গার্ল ৷ তাঁকে নাচে সঙ্গ দিলেন চিকিৎসক স্বামীও ৷ তবে ভিডিয়োতে নাচের সঙ্গে মাধুরীর অসাধারণ মুখভঙ্গি থেকে চোখ সরানো দায় ৷

এ দিকে পতঞ্জলির মালিক ও যোগগুরু বাবা রামদেব তাঁর ব্যবসায়িক অংশীদার বালকৃষ্ণের সঙ্গে এই রাজকীয় বিয়েতে অংশ নিয়েছিলেন ৷ একটি ভিডিয়োতে অনন্ত-রাধিকার বিয়েতে কোমর দোলাতে দেখা গেল রামদেবকে । পাত্র অনন্ত অম্বানি রামদেবের হাত ধরে নাচছেন ওই ভিডিয়োতে ।

হলুদ লেহেঙ্গায় স্বামী নিক জোনাসের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ ডিজের তালে পা মেলালেন তিনিও ৷ দেশি গার্লের পাশাপাশি আলিয়া ভাট, রণবীর সিং, অনিল কাপুর থেকে ঈশান কিষানের মুভসে উত্তাপ কয়েকগুন বাড়ল জিও কনভেনশন সেন্টারে ৷ তবে এদিন বিয়ের আসরে আলাদা করে নজর কাড়লেন হার্দিক পান্ডিয়া এবং অনন্যা পাণ্ডে ৷ বিন্দাস হয়ে একসঙ্গে নাচতে দেখা গেল তাঁদের ৷

12 জুলাই এক সুতোয় বাঁধা পড়লেন অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট ৷ মুকেশ অম্বানি তাঁর ছোট ছেলের বিয়েতে সারা বিশ্বের সেলিব্রেটিদের এক ছাদের নীচে নিয়ে এসে জড়ো করেছিলেন ৷ এই বিয়েতে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৷ এই বিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলির তালিকায় জায়গা করে নিয়েছে । শোনা যাচ্ছে, মুকেশ ম্বানি অনন্তের বিয়েতে 5000 কোটি টাকা খরচ করেছেন । এর মধ্যে তিনি দেশি-বিদেশি অতিথিদের আনার জন্য শতাধিক প্লেন ভাড়া করেছেন ৷ পাশাপাশি এই সমস্ত অতিথিদের পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করেছেন তিনি । তাতে বেশ টাকা খসেছে তাঁর ৷

মুম্বই, 13 জুলাই: থিক থিক করছে শ'য়ে শ'য়ে মানুষের ভিড় ৷ তার মধ্যেই অনন্ত-রাধিকার বিয়েতে নজর কাড়ল বলি সেলেব থেকে ক্রিকেটারদের উদ্দাম নাচ ৷ মাধুরী দীক্ষিত, শাহরুখ খান, রজনীকান্ত থেকে মহেন্দ্র সিং ধোনি, ডান্স ফ্লোরে হাম কিসিসে কম নেহি ৷ বিয়ের আসরের সেই সব নাচের একাধিক ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

Anant Radhika Wedding
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে (ইটিভি ভারত)

শুক্রবার মায়ানগরীতে ঘড়ির কাঁটা যত এগলো, ততই রঙিন হয়ে উঠল রাত ৷ স্বামী শ্রীরাম নেনে ও ছেলের সঙ্গে বিয়ের আসরে আসেন মাধুরী দীক্ষিত ৷ একটি ভিডিয়োতে মাধুরীকে তাঁর স্বামীর সঙ্গে মানানসই সোনালি এবং ক্রিম রঙের পোশাকে দেখা গিয়েছে । তাঁর নিজের মেগা-ব্লকবাস্টার ফিল্ম খলনায়কের হিট গান 'চোলি কে পিছে কেয়া হ্যায়' গানে নেচে সকলের মন জয় করলেন বলিউডের ধক-ধক গার্ল ৷ তাঁকে নাচে সঙ্গ দিলেন চিকিৎসক স্বামীও ৷ তবে ভিডিয়োতে নাচের সঙ্গে মাধুরীর অসাধারণ মুখভঙ্গি থেকে চোখ সরানো দায় ৷

এ দিকে পতঞ্জলির মালিক ও যোগগুরু বাবা রামদেব তাঁর ব্যবসায়িক অংশীদার বালকৃষ্ণের সঙ্গে এই রাজকীয় বিয়েতে অংশ নিয়েছিলেন ৷ একটি ভিডিয়োতে অনন্ত-রাধিকার বিয়েতে কোমর দোলাতে দেখা গেল রামদেবকে । পাত্র অনন্ত অম্বানি রামদেবের হাত ধরে নাচছেন ওই ভিডিয়োতে ।

হলুদ লেহেঙ্গায় স্বামী নিক জোনাসের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ ডিজের তালে পা মেলালেন তিনিও ৷ দেশি গার্লের পাশাপাশি আলিয়া ভাট, রণবীর সিং, অনিল কাপুর থেকে ঈশান কিষানের মুভসে উত্তাপ কয়েকগুন বাড়ল জিও কনভেনশন সেন্টারে ৷ তবে এদিন বিয়ের আসরে আলাদা করে নজর কাড়লেন হার্দিক পান্ডিয়া এবং অনন্যা পাণ্ডে ৷ বিন্দাস হয়ে একসঙ্গে নাচতে দেখা গেল তাঁদের ৷

12 জুলাই এক সুতোয় বাঁধা পড়লেন অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট ৷ মুকেশ অম্বানি তাঁর ছোট ছেলের বিয়েতে সারা বিশ্বের সেলিব্রেটিদের এক ছাদের নীচে নিয়ে এসে জড়ো করেছিলেন ৷ এই বিয়েতে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৷ এই বিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলির তালিকায় জায়গা করে নিয়েছে । শোনা যাচ্ছে, মুকেশ ম্বানি অনন্তের বিয়েতে 5000 কোটি টাকা খরচ করেছেন । এর মধ্যে তিনি দেশি-বিদেশি অতিথিদের আনার জন্য শতাধিক প্লেন ভাড়া করেছেন ৷ পাশাপাশি এই সমস্ত অতিথিদের পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করেছেন তিনি । তাতে বেশ টাকা খসেছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.