ETV Bharat / entertainment

'অল আইজ অন রাফা' প্রতিবাদী পোস্ট মুছলেন মাধুরী, সমালোচনায় নেটিজেনরা - Madhuri Dixit Faces Controversy - MADHURI DIXIT FACES CONTROVERSY

All Eyes On Rafah: প্যালেস্তাইনে হামলার ঘটনায় সরব বলি তারকারা ৷ হ্যাশট্যাগ 'অল আইজ অন রাফা' পোস্ট করে প্রতিবাদ আলিয়া ভাট থেকে প্রিয়াঙ্কা চোপড়ার ৷ একই পথে হাঁটেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতও ৷ তবে আচমকাই সেই পোস্ট করলেন ডিলিট ৷ সমালোচনার ঝড় সোশাল মিডিয়ায় ৷

All Eyes On Rafah post
সমালোচনার মুখে মাধুরী দীক্ষিত ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 11:12 AM IST

মুম্বই, 30 মে: রাফা ক্যাম্পে ইজরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন 36 হাজার প্যালেস্তাইনবাসী ৷ মর্মান্তিক ঘটনার পর সোশাল মিডিয়ায় সরব অনেকেই ৷ 'অল আইজ অন রাফা' নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া থেকে বলিউডের প্রথম সারির তারকারা ৷ অন্যান্যদের সঙ্গে মাধুরী দীক্ষিতও প্যালেস্তাইনের সমর্থনে পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরি থেকে সেটি মুছে ফেলেন তিনি ৷ যা নিয়ে নেটপাড়ার একাংশ অভিনেত্রীর সমালোচনায় মুখর ৷

28 মে, মাধুরী প্যালেস্তাইনের সমর্থনে একটি পোস্ট করেন। কিছু পরেই তা মুছে ফেলায় অনুরাগীরা প্রশ্ন তোলেন ৷ সকলেই জানতে চান, কেন প্রতিবাদী পোস্টটি ডিলিট করলেন অভিনেত্রী ৷ এরপরেই মাধুরীর অন্য একটি পোস্টটি মুছে ফেলার কারণ জিজ্ঞাসা করতে থাকেন অনুরাগীরা ৷ এক নেটিজেন লিখেছেন, "কিছু ব্যক্তি যা মনে করেন তা পোস্ট করেন ৷ কিন্তু সেটি মুছে ফেলা আরও দুঃখজনক।" আর এক নেটিজেন লিখেছেন, "কেন মাধুরী ম্যাম আপনি এমনটা করলেন? দুঃখিত আমি আর আপনাকে অনুসরণ করব না ৷" আবার কেউ লিখেছেন, 'ম্যাডাম, আপনি প্রতিবাদের পর জিহাদি ইসলামপন্থীদের নিয়ে পোস্ট সরিয়ে দিয়েছেন। যা খুবই দুঃখজনক ৷"

অল আইজ অন রাফা, ইজরায়েলি হামলার বিরুদ্ধে আওয়াজ ভারতীয় সেলেবিট্রিদের

মাধুরী দীক্ষিত ছাড়াও 'অল আইজ অন রাফা' নিয়ে প্রতিবাদী পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনম কাপুর, আথিয়া শেট্টি, সামান্থা রুথ প্রভু, বরুণ ধাওয়ান, স্বরা ভাস্কর, রশ্মিকা মন্দানা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, দিয়া মির্জা, তৃপ্তি দিমরি, ইলিয়ানা ডি'ক্রুজ-সহ একাধিক বলিউড তারকা ৷ সোশ্যাল মিডিয়ায় 'অল আইজ অন রাফা' পোস্ট শেয়ার করে প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন নোরা ফাতেহিও।

  • 'অল আইজ অন রাফা' আসলে কী?

রবিবার, 27 মে ইজরায়েল গাজার রাফা শহরে অতর্কিতে বিমান হামলা চালায়। ইজরায়েলের হানায় বহু শিশু-সহ 40 জনেরও বেশি প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় নিন্দা প্রকাশ করে একাধিক দেশ ও মানবাধিকার সংস্থা। প্যালেস্তাইনবাসীর নৃশংস সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় ৷ এরপর 'অল আইজ অন রাফা' লিখে ঘটনার প্রতিবাদ ট্রেন্ডিং হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রচারের উদ্দেশ্য গাজা স্ট্রিপের দক্ষিণাঞ্চলীয় শহরটির প্রতি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করা ৷ যেখানে মানুষ কোনও মানবিক সহায়তা ছাড়াই ক্যাম্পে বসবাস করতে বাধ্য হয়েছে। 'অল আইজ অন রাফা' পোস্টটি একটি শিবিরও দেখিয়েছে যাতে রাফার ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে ৷ মানবিক সম্প্রদায় যাতে সেই পরিস্থিতিকে উপেক্ষা না করে তারও আবেদন করা হয়েছে ৷ জানা গিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচার পর 10 লাখের বেশি মানুষ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৷

লাইভ শো-এ সুনীধির দিকে উড়ে এল বোতল! পালটা কড়া জবাব শিল্পীর

মুম্বই, 30 মে: রাফা ক্যাম্পে ইজরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন 36 হাজার প্যালেস্তাইনবাসী ৷ মর্মান্তিক ঘটনার পর সোশাল মিডিয়ায় সরব অনেকেই ৷ 'অল আইজ অন রাফা' নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া থেকে বলিউডের প্রথম সারির তারকারা ৷ অন্যান্যদের সঙ্গে মাধুরী দীক্ষিতও প্যালেস্তাইনের সমর্থনে পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরি থেকে সেটি মুছে ফেলেন তিনি ৷ যা নিয়ে নেটপাড়ার একাংশ অভিনেত্রীর সমালোচনায় মুখর ৷

28 মে, মাধুরী প্যালেস্তাইনের সমর্থনে একটি পোস্ট করেন। কিছু পরেই তা মুছে ফেলায় অনুরাগীরা প্রশ্ন তোলেন ৷ সকলেই জানতে চান, কেন প্রতিবাদী পোস্টটি ডিলিট করলেন অভিনেত্রী ৷ এরপরেই মাধুরীর অন্য একটি পোস্টটি মুছে ফেলার কারণ জিজ্ঞাসা করতে থাকেন অনুরাগীরা ৷ এক নেটিজেন লিখেছেন, "কিছু ব্যক্তি যা মনে করেন তা পোস্ট করেন ৷ কিন্তু সেটি মুছে ফেলা আরও দুঃখজনক।" আর এক নেটিজেন লিখেছেন, "কেন মাধুরী ম্যাম আপনি এমনটা করলেন? দুঃখিত আমি আর আপনাকে অনুসরণ করব না ৷" আবার কেউ লিখেছেন, 'ম্যাডাম, আপনি প্রতিবাদের পর জিহাদি ইসলামপন্থীদের নিয়ে পোস্ট সরিয়ে দিয়েছেন। যা খুবই দুঃখজনক ৷"

অল আইজ অন রাফা, ইজরায়েলি হামলার বিরুদ্ধে আওয়াজ ভারতীয় সেলেবিট্রিদের

মাধুরী দীক্ষিত ছাড়াও 'অল আইজ অন রাফা' নিয়ে প্রতিবাদী পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনম কাপুর, আথিয়া শেট্টি, সামান্থা রুথ প্রভু, বরুণ ধাওয়ান, স্বরা ভাস্কর, রশ্মিকা মন্দানা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, দিয়া মির্জা, তৃপ্তি দিমরি, ইলিয়ানা ডি'ক্রুজ-সহ একাধিক বলিউড তারকা ৷ সোশ্যাল মিডিয়ায় 'অল আইজ অন রাফা' পোস্ট শেয়ার করে প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন নোরা ফাতেহিও।

  • 'অল আইজ অন রাফা' আসলে কী?

রবিবার, 27 মে ইজরায়েল গাজার রাফা শহরে অতর্কিতে বিমান হামলা চালায়। ইজরায়েলের হানায় বহু শিশু-সহ 40 জনেরও বেশি প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় নিন্দা প্রকাশ করে একাধিক দেশ ও মানবাধিকার সংস্থা। প্যালেস্তাইনবাসীর নৃশংস সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় ৷ এরপর 'অল আইজ অন রাফা' লিখে ঘটনার প্রতিবাদ ট্রেন্ডিং হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রচারের উদ্দেশ্য গাজা স্ট্রিপের দক্ষিণাঞ্চলীয় শহরটির প্রতি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করা ৷ যেখানে মানুষ কোনও মানবিক সহায়তা ছাড়াই ক্যাম্পে বসবাস করতে বাধ্য হয়েছে। 'অল আইজ অন রাফা' পোস্টটি একটি শিবিরও দেখিয়েছে যাতে রাফার ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে ৷ মানবিক সম্প্রদায় যাতে সেই পরিস্থিতিকে উপেক্ষা না করে তারও আবেদন করা হয়েছে ৷ জানা গিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচার পর 10 লাখের বেশি মানুষ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৷

লাইভ শো-এ সুনীধির দিকে উড়ে এল বোতল! পালটা কড়া জবাব শিল্পীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.