ETV Bharat / entertainment

সলমনের বাড়ির বাইরে গুলি, লরেন্সের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি - Salman Khan House Firing

Salman Khan: বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে ৷ ঘটনায় অভিযুক্তদের মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত আগামী 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ৷ শনিবার গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হল ৷

Salman Khan
Salman Khan
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 2:49 PM IST

মুম্বই, 27 এপ্রিল: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্তে নয়া মোড় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের আগামী 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ এদিকে, মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোইকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করেছে। শনিবার আনমোল বিষ্ণোইয়ের নামে লুকআউট সার্কুলার জারি করা হয় ৷

পুলিশের এক আধিকারিক বলেন, "লরেন্স বিষ্ণোই বর্তমানে অন্য একটি মামলায় গুজরাতের সবরমতি কেন্দ্রীয় জেলে বন্দি রয়েছে ৷ তার ভাই আনমোল কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বলে মনে করা হচ্ছে । যদিও ফেসবুক পোস্টের যে আইপি অ্যাড্রেস পাওয়া গিয়েছে, তা পর্তুগালের ৷ উল্লেখ্য, গত 14 এপ্রিল ভোরের দিকে সলমান খানের বাসভবন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই মোটরবাইক আরোহী গুলি চালায় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 307 (খুনের চেষ্টা) এর অধীনে এফআইআর দায়ের করে ৷

অভিযুক্ত শ্যুটার ভিকি গুপ্তা (24) এবং সাগর পাল (21) উভয়ই বিহারের বাসিন্দা ৷ এদিকে সোনু কুমার, সুভাষ চন্দ্র বিষ্ণোই (37) এবং অনুজ থাপনকেও (32) গ্রেফতার করা হয়েছে ৷ যারা তাদের দু'টি পিস্তল এবং কার্তুজ সরবরাহ করেছিল ৷ পুলিশ জানিয়েছে, সোনু, বিষ্ণোই এবং থাপনের বাড়ি পঞ্জাবের লরেন্স বিষ্ণোইয়ের জন্মস্থানের কাছে ৷ প্রসঙ্গত, 2022 সাল থেকেই সলমন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার ঘেরাটোপে থাকেন। কারণ একটাই, লরেন্স বিষ্ণোই গ্যাং। যেখান থেকে বারবার সলমনের কাছে হুমকি আসে। এই ঘটনার পর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নামও উঠে আসে। আনমোল বিষ্ণোই সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকারও করে নেন।

আরও পড়ুন:

  1. সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি, 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে অভিযুক্তরা
  2. সলমনের বাড়িতে বন্দুকবাজের হামলা, কলকাতায় ছবির প্রচারে এসে মুখ খুললেন আয়ুষ শর্মা
  3. লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত

মুম্বই, 27 এপ্রিল: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্তে নয়া মোড় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের আগামী 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ এদিকে, মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোইকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করেছে। শনিবার আনমোল বিষ্ণোইয়ের নামে লুকআউট সার্কুলার জারি করা হয় ৷

পুলিশের এক আধিকারিক বলেন, "লরেন্স বিষ্ণোই বর্তমানে অন্য একটি মামলায় গুজরাতের সবরমতি কেন্দ্রীয় জেলে বন্দি রয়েছে ৷ তার ভাই আনমোল কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বলে মনে করা হচ্ছে । যদিও ফেসবুক পোস্টের যে আইপি অ্যাড্রেস পাওয়া গিয়েছে, তা পর্তুগালের ৷ উল্লেখ্য, গত 14 এপ্রিল ভোরের দিকে সলমান খানের বাসভবন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই মোটরবাইক আরোহী গুলি চালায় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 307 (খুনের চেষ্টা) এর অধীনে এফআইআর দায়ের করে ৷

অভিযুক্ত শ্যুটার ভিকি গুপ্তা (24) এবং সাগর পাল (21) উভয়ই বিহারের বাসিন্দা ৷ এদিকে সোনু কুমার, সুভাষ চন্দ্র বিষ্ণোই (37) এবং অনুজ থাপনকেও (32) গ্রেফতার করা হয়েছে ৷ যারা তাদের দু'টি পিস্তল এবং কার্তুজ সরবরাহ করেছিল ৷ পুলিশ জানিয়েছে, সোনু, বিষ্ণোই এবং থাপনের বাড়ি পঞ্জাবের লরেন্স বিষ্ণোইয়ের জন্মস্থানের কাছে ৷ প্রসঙ্গত, 2022 সাল থেকেই সলমন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার ঘেরাটোপে থাকেন। কারণ একটাই, লরেন্স বিষ্ণোই গ্যাং। যেখান থেকে বারবার সলমনের কাছে হুমকি আসে। এই ঘটনার পর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নামও উঠে আসে। আনমোল বিষ্ণোই সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকারও করে নেন।

আরও পড়ুন:

  1. সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি, 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে অভিযুক্তরা
  2. সলমনের বাড়িতে বন্দুকবাজের হামলা, কলকাতায় ছবির প্রচারে এসে মুখ খুললেন আয়ুষ শর্মা
  3. লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.