কলকাতা, 16 অগস্ট: আরজি করের ঘটনায় প্রতিবাদে এগিয়ে এলেন রূপান্তকামী নাগরিক মেঘ সায়ন্তনী ঘোষ এবং সুজি ভৌমিকও ৷ শুক্রবার ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন ইটিভি ভারতের কাছে ৷
রূপান্তরকামী আইনজীবী তথা নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ বলেন, "স্বাধীনতার এত বছর কেটে গেল, তাও নিরাপত্তা বলে কিছুই নেই এখানে। একজন নারীকে আজও নিরাপত্তা খুঁজতে হয়। একইভাবে একজন পুরুষেরও যথেষ্ট নিরাপত্তার অভাব আছে। আর আমাদের কথা ভাবুন তো? আমরা মানে যাঁরা রূপান্তরকামী? তাঁদের দিকে বাঁকা চোখ তো সারাদিন জ্বলজ্বল করছে। থানা অবধি আমাদের অভিযোগ লিখতে চায় না। লোকে আমাদের খুব ফ্রি ভাবে। ভাবে আমরা খুব সহজলভ্য।"
তিনি আরও বলেন, "যেখানে সাধারণ নারীদেরই নিরাপত্তা বলে কিছু নেই, সম্মান নেই সেখানে রূপান্তরকামীকে কীভাবে সম্মান জানানো হবে? আরজি করের ডাক্তারি পড়ুয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছো হল তা অত্যন্ত ঘৃণ্য। অপরাধীর শাস্তি ছাড়া আর কিছুই চাওয়ার নেই আমাদের।"
অভিনেত্রী সুজি ভৌমিক বলেন, "আগে জানতাম কলকাতায় কর্ম সংস্থান নেই। এখন দেখছি সম্মান নিয়ে বেঁচে থাকার উপায়ও নেই। আমি কয়েক মাস হল রাজ্যের বাইরে বেঙ্গালুরুতে চলে এসেছি। কিন্তু আমার হোমটাউনে এরকম ঘটনা ঘটেছে জেনে আমি সত্যিই দুঃখিত এবং লজ্জিত। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে প্রখ্যাত বাচিক শিল্পী তথা অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ও আরজি কর হাসপাতালে সামনে বিক্ষোভ-আন্দোলনে সামিল হন ৷ তিনি বিক্ষোভ সভায় বলেন, "এই শহরে মেয়েদের ভবিষ্যৎ কী হতে চলেছে জানি না। তবু আশার কথা, রাজ্য সরকার-সহ যা কিছু স্থবির এ শহরে, এই প্রতিবাদেই একটু হলেও নড়ে বসেছে।" এই ঘটনার জল কতদূর গড়ায় সেই দিকেই নজর প্রত্যেকের ৷