ETV Bharat / entertainment

কৃতিকে বিয়ের পরেই চোখে জল পুলকিতের, সব ঠিক আছে তো? - Pulkit Kriti Wedding video

Kriti-Pulkit Marriage Video: কেটে গিয়েছে বিয়ের একমাস ৷ প্রথমবার জীবনের সেরা সময়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা ৷ মিষ্টি ভিডিয়ো মন ছুঁয়েছে অনুরাগীদের ৷

Etv Bharat
পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 7:11 PM IST

হায়দরাবাদ, 15 এপ্রিল: দেখতে দেখতে বিয়ের একমাস কাটিয়ে ফেললেন কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট ৷ বিশেষ দিনটা কেমন কেটেছিল তাঁদের, সোশাল মিডিয়ায় তারকা জুটি শেয়ার করেছেন মিষ্টি একটি ভিডিয়ো ৷ পুলকিতের আবেগঘন মুহূর্ত থেকে বিয়েতে কান্না, ভিডিয়ো মন ছুঁয়েছে অনুরাগীদের ৷

চলতি বছর 15 মার্চ হরিয়ানার মানেসারে সাত পাঁকে বাধা পড়েন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা ৷ এদিন একমাস পূর্ণ হল নতুন এই জার্নির ৷ বিশেষ দিনটাকে মনে রেখে প্রথমবার বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি ৷ পুলকিত লেখেন, "আমরা একে অপরের মধ্যে আমাদের খুঁজে পেয়েছি ৷ এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ ৷ কিন্তু আমাদের জীবনের পথচলা অনেক আগে থেকেই শুরু হয়েছে ৷"

তিনি আরও লেখেন, "তুমি আকাশের তারা ৷ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ তোমার সুন্দর হৃদয় ও বুদ্ধিমত্তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ ৷ এটা বিয়ের সেরা উপহার ৷" পাশাপাশি তাঁদের বিয়ের জন্য স্পেশাল গান 'তুর চল্লিয়া' গানের জন্য ধন্যবাদ জানিয়েছেন নাশা বয়কে ৷

ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের আগে কৃতিকে ভালোবাসার মিষ্টি বার্তা দিচ্ছেন পুলকিত ৷ তারপর মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ের নানা মুহূর্ত ফুটে ওঠে ভিডিয়োতে ৷ গোলাপি রঙের লেহেঙ্গায় মিষ্টি লাগছিল কৃতিকে ৷ অন্যদিকে পুলকিত বেছে নিয়েছিলেন নীল রঙের কুর্তা ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে কখনও বিয়ের রীতি পালন করার সময় চোখে জল কৃতির আবার কখনও সিঁদুর দানের পর কেঁদে ফেলেন পুলকিত ৷

ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য কাছে পাওয়ার যে আনন্দ, যে অনুভূতি তা যেন বাঁধ ভেঙে দেয় ৷ উল্লেখ্য, আনিজ বাজমি পরিচালিত 'পাগলপন্তি' ছবিতে একসঙ্গে কাজ করেন কৃতি-পুলকিত ৷ সেখান থেকেই তাঁদের প্রেমের জার্নি শুরু হয় ৷ ছবির প্রোমোশনের সময়ই কৃতি জানিয়েছিলেন পুলকিতের সঙ্গে প্রেম করছেন তিনি ৷ নবদম্পতির মিষ্টি বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতে নেটিজেনরাও আবেগাপ্লুত ৷ জুটিকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন আগামীর জন্য ৷

আরও পড়ুন

1. রণবীরকে সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন আলিয়া, আবেগতাড়িত নেটিজেনরা

2. সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি, দুষ্কৃতীদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা

3. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি

হায়দরাবাদ, 15 এপ্রিল: দেখতে দেখতে বিয়ের একমাস কাটিয়ে ফেললেন কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট ৷ বিশেষ দিনটা কেমন কেটেছিল তাঁদের, সোশাল মিডিয়ায় তারকা জুটি শেয়ার করেছেন মিষ্টি একটি ভিডিয়ো ৷ পুলকিতের আবেগঘন মুহূর্ত থেকে বিয়েতে কান্না, ভিডিয়ো মন ছুঁয়েছে অনুরাগীদের ৷

চলতি বছর 15 মার্চ হরিয়ানার মানেসারে সাত পাঁকে বাধা পড়েন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা ৷ এদিন একমাস পূর্ণ হল নতুন এই জার্নির ৷ বিশেষ দিনটাকে মনে রেখে প্রথমবার বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি ৷ পুলকিত লেখেন, "আমরা একে অপরের মধ্যে আমাদের খুঁজে পেয়েছি ৷ এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ ৷ কিন্তু আমাদের জীবনের পথচলা অনেক আগে থেকেই শুরু হয়েছে ৷"

তিনি আরও লেখেন, "তুমি আকাশের তারা ৷ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ তোমার সুন্দর হৃদয় ও বুদ্ধিমত্তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ ৷ এটা বিয়ের সেরা উপহার ৷" পাশাপাশি তাঁদের বিয়ের জন্য স্পেশাল গান 'তুর চল্লিয়া' গানের জন্য ধন্যবাদ জানিয়েছেন নাশা বয়কে ৷

ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের আগে কৃতিকে ভালোবাসার মিষ্টি বার্তা দিচ্ছেন পুলকিত ৷ তারপর মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ের নানা মুহূর্ত ফুটে ওঠে ভিডিয়োতে ৷ গোলাপি রঙের লেহেঙ্গায় মিষ্টি লাগছিল কৃতিকে ৷ অন্যদিকে পুলকিত বেছে নিয়েছিলেন নীল রঙের কুর্তা ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে কখনও বিয়ের রীতি পালন করার সময় চোখে জল কৃতির আবার কখনও সিঁদুর দানের পর কেঁদে ফেলেন পুলকিত ৷

ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য কাছে পাওয়ার যে আনন্দ, যে অনুভূতি তা যেন বাঁধ ভেঙে দেয় ৷ উল্লেখ্য, আনিজ বাজমি পরিচালিত 'পাগলপন্তি' ছবিতে একসঙ্গে কাজ করেন কৃতি-পুলকিত ৷ সেখান থেকেই তাঁদের প্রেমের জার্নি শুরু হয় ৷ ছবির প্রোমোশনের সময়ই কৃতি জানিয়েছিলেন পুলকিতের সঙ্গে প্রেম করছেন তিনি ৷ নবদম্পতির মিষ্টি বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতে নেটিজেনরাও আবেগাপ্লুত ৷ জুটিকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন আগামীর জন্য ৷

আরও পড়ুন

1. রণবীরকে সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন আলিয়া, আবেগতাড়িত নেটিজেনরা

2. সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি, দুষ্কৃতীদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা

3. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.