হায়দরাবাদ, 26 অগস্ট: সারাদেশে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। দিকে দিকে পালিত হচ্ছে নন্দগোপালের জন্মদিন। উৎসবের প্রভাব পড়েছে বলি তারকাদের জীবনেও ৷ অনেক তারকাই আজেক দিনে বাড়িতে উদযাপন করছেন কৃষ্ণ জন্মাষ্টমী ৷ পাশাপাশি, যাঁরা কৃষ্ণ ভক্ত তাঁদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি, সানি দেওল, মাধুরী দীক্ষিত, রাকুল প্রীত-সহ আরও অনেক তারকাই ৷
অনুপম খের
'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত অভিনেতা অনুপম খের অফিসিয়াল ইনস্টাগ্রামে ভগবান কৃষ্ণের ছবির একটি ক্লিপ শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, 'আপনাদের সবাইকে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা। ঈশ্বর আপনার সব ইচ্ছা পূরণ করুন৷ শ্রী কৃষ্ণ দীর্ঘজীবী হোক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বল জয় বাঁকে বিহারী লাল।
ভারতী সিং
সোবিতা ধুলিপালা
কিছুদিন আগেই নাগার্জুনার ছেলে নাগা চৈতন্যর সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে অভিনেত্রী সোবিতা ধুলিপালার ৷ জন্মাষ্টমীর শুভ তিথিতে তিনিও সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের ৷ অভিনেত্রী ইনস্টাগ্রামে নাড়ু গোপালের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, 'জ্ঞান, আলো এবং ভালবাসা। শুভ জন্মাষ্টমী'।মাধুরী দীক্ষিত
অভিনেত্রী মাধুরীও গোপালের সুন্দর একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "দুষ্টু নাড়ু গোপাল সবসময় আপনাদের আনন্দে থাকার কারণ দিন ৷ শুভ জন্মাষ্টমী ৷"
শ্রদ্ধা কাপুর
'স্ত্রী' অভিনেত্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে রাধা-কৃষ্ণের সুন্দর ভজন শেয়ার করেছেন ইন্সটা স্টোরিতে ৷ যেখানে ভগবান শ্রী কৃষ্ণকে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে ৷ পাশাপাশি ভগবান রাধাকে দেখা যায় কৃষ্ণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন। এরপর ক্যাপশনে শ্রদ্ধা সকলকে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷