ETV Bharat / entertainment

দেশজুড়ে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী, কৃষ্ণ ভক্তদের শুভেচ্ছা বলি তারকাদের - krishna janmashtami 2024 - KRISHNA JANMASHTAMI 2024

Krishna Janmashtami 2024: আজ কৃষ্ণ জন্মাষ্টমী ৷ বিশেষ দিনে বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের ৷ দেশের বিভিন্ন প্রান্তে কৃষ্ণ ভক্তরা মেতে উঠেছেন জন্মাষ্টমী উদযাপনে ৷

Krishna Janmashtami 2024
কৃষ্ণ ভক্তদের শুভেচ্ছা বলি তারকাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 26, 2024, 1:38 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: সারাদেশে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। দিকে দিকে পালিত হচ্ছে নন্দগোপালের জন্মদিন। উৎসবের প্রভাব পড়েছে বলি তারকাদের জীবনেও ৷ অনেক তারকাই আজেক দিনে বাড়িতে উদযাপন করছেন কৃষ্ণ জন্মাষ্টমী ৷ পাশাপাশি, যাঁরা কৃষ্ণ ভক্ত তাঁদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি, সানি দেওল, মাধুরী দীক্ষিত, রাকুল প্রীত-সহ আরও অনেক তারকাই ৷

অনুপম খের
'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত অভিনেতা অনুপম খের অফিসিয়াল ইনস্টাগ্রামে ভগবান কৃষ্ণের ছবির একটি ক্লিপ শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, 'আপনাদের সবাইকে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা। ঈশ্বর আপনার সব ইচ্ছা পূরণ করুন৷ শ্রী কৃষ্ণ দীর্ঘজীবী হোক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বল জয় বাঁকে বিহারী লাল।

ভারতী সিং

Krishna Janmashtami 2024
ভারতী সিংয়ের পোস্ট (সোশাল মিডিয়া)
কমেডি কুইন ভারতী সিং তাঁর ছেলে গোলা এবং স্বামী হর্ষের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। ছবিতে কানহা রূপে দেখা যাচ্ছে গোলাকে। হর্ষকে তার ছেলেকে হাঁড়ি ভাঙতে সাহায্য করতে দেখা যায়।
Krishna Janmashtami 2024
কৃষ্ণ ভক্তদের শুভেচ্ছা বলি তারকাদের (সোশাল মিডিয়া)

সোবিতা ধুলিপালা

কিছুদিন আগেই নাগার্জুনার ছেলে নাগা চৈতন্যর সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে অভিনেত্রী সোবিতা ধুলিপালার ৷ জন্মাষ্টমীর শুভ তিথিতে তিনিও সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের ৷ অভিনেত্রী ইনস্টাগ্রামে নাড়ু গোপালের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, 'জ্ঞান, আলো এবং ভালবাসা। শুভ জন্মাষ্টমী'।
Krishna Janmashtami 2024
বরুণ ধাওয়ানের পোস্ট (সোশাল মিডিয়া)

মাধুরী দীক্ষিত

Krishna Janmashtami 2024
মাধুরী দীক্ষিতের পোস্ট (সোশাল মিডিয়া)

অভিনেত্রী মাধুরীও গোপালের সুন্দর একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "দুষ্টু নাড়ু গোপাল সবসময় আপনাদের আনন্দে থাকার কারণ দিন ৷ শুভ জন্মাষ্টমী ৷"

শ্রদ্ধা কাপুর

Krishna Janmashtami 2024
শ্রদ্ধা কাপুরের পোস্ট (সোশাল মিডিয়া)

'স্ত্রী' অভিনেত্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে রাধা-কৃষ্ণের সুন্দর ভজন শেয়ার করেছেন ইন্সটা স্টোরিতে ৷ যেখানে ভগবান শ্রী কৃষ্ণকে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে ৷ পাশাপাশি ভগবান রাধাকে দেখা যায় কৃষ্ণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন। এরপর ক্যাপশনে শ্রদ্ধা সকলকে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

Krishna Janmashtami 2024
শিল্পী শেঠীর পোস্ট (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 26 অগস্ট: সারাদেশে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। দিকে দিকে পালিত হচ্ছে নন্দগোপালের জন্মদিন। উৎসবের প্রভাব পড়েছে বলি তারকাদের জীবনেও ৷ অনেক তারকাই আজেক দিনে বাড়িতে উদযাপন করছেন কৃষ্ণ জন্মাষ্টমী ৷ পাশাপাশি, যাঁরা কৃষ্ণ ভক্ত তাঁদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি, সানি দেওল, মাধুরী দীক্ষিত, রাকুল প্রীত-সহ আরও অনেক তারকাই ৷

অনুপম খের
'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত অভিনেতা অনুপম খের অফিসিয়াল ইনস্টাগ্রামে ভগবান কৃষ্ণের ছবির একটি ক্লিপ শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, 'আপনাদের সবাইকে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা। ঈশ্বর আপনার সব ইচ্ছা পূরণ করুন৷ শ্রী কৃষ্ণ দীর্ঘজীবী হোক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বল জয় বাঁকে বিহারী লাল।

ভারতী সিং

Krishna Janmashtami 2024
ভারতী সিংয়ের পোস্ট (সোশাল মিডিয়া)
কমেডি কুইন ভারতী সিং তাঁর ছেলে গোলা এবং স্বামী হর্ষের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। ছবিতে কানহা রূপে দেখা যাচ্ছে গোলাকে। হর্ষকে তার ছেলেকে হাঁড়ি ভাঙতে সাহায্য করতে দেখা যায়।
Krishna Janmashtami 2024
কৃষ্ণ ভক্তদের শুভেচ্ছা বলি তারকাদের (সোশাল মিডিয়া)

সোবিতা ধুলিপালা

কিছুদিন আগেই নাগার্জুনার ছেলে নাগা চৈতন্যর সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে অভিনেত্রী সোবিতা ধুলিপালার ৷ জন্মাষ্টমীর শুভ তিথিতে তিনিও সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের ৷ অভিনেত্রী ইনস্টাগ্রামে নাড়ু গোপালের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, 'জ্ঞান, আলো এবং ভালবাসা। শুভ জন্মাষ্টমী'।
Krishna Janmashtami 2024
বরুণ ধাওয়ানের পোস্ট (সোশাল মিডিয়া)

মাধুরী দীক্ষিত

Krishna Janmashtami 2024
মাধুরী দীক্ষিতের পোস্ট (সোশাল মিডিয়া)

অভিনেত্রী মাধুরীও গোপালের সুন্দর একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "দুষ্টু নাড়ু গোপাল সবসময় আপনাদের আনন্দে থাকার কারণ দিন ৷ শুভ জন্মাষ্টমী ৷"

শ্রদ্ধা কাপুর

Krishna Janmashtami 2024
শ্রদ্ধা কাপুরের পোস্ট (সোশাল মিডিয়া)

'স্ত্রী' অভিনেত্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে রাধা-কৃষ্ণের সুন্দর ভজন শেয়ার করেছেন ইন্সটা স্টোরিতে ৷ যেখানে ভগবান শ্রী কৃষ্ণকে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে ৷ পাশাপাশি ভগবান রাধাকে দেখা যায় কৃষ্ণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন। এরপর ক্যাপশনে শ্রদ্ধা সকলকে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

Krishna Janmashtami 2024
শিল্পী শেঠীর পোস্ট (সোশাল মিডিয়া)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.