কলকাতা, 19 জুলাই: কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বহুরূপী' ছবিতে ঋতাভরী চক্রবর্তীর লুক। শুক্রবার সামনে আনা হল অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের প্রথম ঝলক। ঝিমলি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে ৷
নতুন লুক প্রসঙ্গে কৌশানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "অভিনেত্রী হিসেবে এটা আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। উইন্ডোজের সঙ্গে প্রথম কাজ। সর্বোপরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের মতো দু'জন ফিল্ম মেকারের সঙ্গে প্রথম কাজ। ওঁদের সঙ্গে কাজ করার স্বপ্ন যে কোনও অভিনেতার থাকে। ইন্ডাস্ট্রিতে আট বছর এসেছি। সুতরাং আট বছর পর এই সুযোগ এল আমার কাছে।"
তিনি আরও বলেন, "ছবিতে আমার সহ-অভিনেতা শিবু দা। এর থেকে বড় কী হতে পারে! খুব সুন্দরভাবে কাজটা হয়েছে। নন্দিতাদি একদম মায়ের মতো একজন। যখন ভুল করেছি বকা খেয়েছি। আবার যখন ভালো করেছি তখন সবাই আমার জন্য হাততালিও দিয়েছেন। সব দৃশ্যে শট দেওয়ার পরই মুখিয়ে থাকতাম ওঁরা দুজনে কী বলছেন আমার শট নিয়ে, ভালো নাকি খারাপ তা জানতে। খিদে থাকত যাতে ভালোটা শুনতে পারি। খিদে থাকত ভালো কাজটা করার। বাকিটা দর্শক বলবেন।"
কৌশানি আরও বলেন, "আমি এটুকু বলতে পারি আমাকে একদম ভিন্ন একটা চরিত্রে দেখতে পাবেন দর্শক। কৌশানিকে আগের কৌশানি মনেই হবে না। চলন বলন ঢং সবকিছু আলাদা।..." এদিকে, কিছুদিন আগেই আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর প্রথম ঝলক প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফে প্রকাশ্যে আনা হয় ৷ জানা গিয়েছে, ঋতাভরীর চরিত্রের নাম পরী ও আবিরের চরিত্রের নাম এসআই সুমন্ত ঘোষাল ৷
এই ছবির শুটিং করতে গিয়েই সেটে কোমরে চোট পেয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে, বেশিদিন ছুটি নেননি তিনি। কাজের তাড়ায় দ্রুচ ফিরেছিলেন ফ্লোরে। তিনি এই ছবিতে অভিনয়েও রয়েছেন, কৌশানির বিপরীতে। 12 মার্চ থেকে বোলপুরে শুরু হয়েছিল 'বহুরূপী' ছবির শ্যুটিং। এবার পুজোয় মুক্তি পেতে চলেছে 'বহুরূপী'।