কলকাতা, 27 নভেম্বর: শুরু হতে চলেছে পঞ্চম বার্ষিক 'কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল'। পঞ্চম সিজনে সঙ্গীত শিল্পীরা উদযাপন করবেন কিংবদন্তি সুরকার তথা সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ।
বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা জনসংযোগ আধিকারিক সুদীপ্ত চন্দ এই 'স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল'-এর আয়োজন করে আসছেন এতগুলো বছর ধরে। এই কর্মযজ্ঞে তাঁর সঙ্গী সোমা দাস, লন্ডনের একজন এনআরআই সঙ্গীতশিল্পী।
চলতি বছর 29 নভেম্বর, পঞ্চম সিজন শহরের ক্রাফ্ট কফি (ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক) সেক্টর ফাইভ-এ দুপুর 12টা থেকে অনুষ্ঠিত হবে।
সুদীপ্ত চন্দ বলেন, "এটি সেইসব সঙ্গীত শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এটি অবশ্যই একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব। এটিকে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে। এই বছর সলিল চৌধুরীর গানে, গানে স্মরণ করা হবে বাংলার তথা ভারতীয় সঙ্গীতের এক বর্ণময় অধ্যায়কে।"
যে সকল সঙ্গীতশিল্পীরা গ্রাম থেকে শহরের রাস্তায় পারফর্ম করেন তাঁরা এই উদ্যোগের মূল কাণ্ডারী। সঙ্গীত পরিবেশনে থাকবেন শহরের দুই যুব-শিল্পী সৌরজ্যোতি- কৃষ্ণেন্দু যাঁরা রাস্তায় বেহালা ও গিটার বাজান, পরিচিত 'থার্ড স্টেজ' নামে। এ ছাড়াও গানে থাকছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্র -ছাত্রীরা। মাধুর্য মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও মানু, জয়া নাগ, শৌভিক মুখোপাধ্যায় সেতারে শোনাবেন সলিল সুরের ধুন।
গিটারে সলিল সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী তথা কিংবদন্তি সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের সুপুত্র সৌম্য দাশগুপ্ত। সলিল চৌধুরীর পৃষ্টপোষকতায় রুমা গুহঠাকুরতার উদ্যোগে গড়ে উঠেছিল 'ক্যালকাটা ইয়ুথ কয়্যার'। এদিন সঙ্গীত পরিবেশন করবেন তাঁদের শিল্পীরাও। সঙ্গে গিটারে রকেট মণ্ডল। বাংলা ব্যান্ডের জগতে দুই বিশেষ পরিচিত নাম ক্যাকটাস, শহর। দলের লিড ভোকালিস্ট সিধু, অনিন্দ্য গানে, গানে শ্রদ্ধাঞ্জলি জানাবেন কিংবদন্তি সুরকারকে। থাকবেন আরও পথ সঙ্গীত শিল্পীরা। বিশেষ অতিথি অন্তরা চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, রূপক সাহা।