ETV Bharat / entertainment

অ্যাকশন দৃশ্যে গুরুতর চোট কোয়েলের, কী হল মিতিন মাসির সেটে ? - Koel Mallick Injured - KOEL MALLICK INJURED

Koel Mallick Injured: অ্যাকশন দৃশ্যে গুরুতর চোট পেলেন কোয়েল মল্লিক ৷ মিতিন মাসির সেট থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ কী হয়েছে তাঁর ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 4:00 PM IST

কলকাতা, 1 এপ্রিল: এ বার দুর্ঘটনার কবলে পড়লেন পর্দার গোয়েন্দা মিতিন মাসি ৷ অর্থাৎ কোয়েল মল্লিক । রিলে নয়, বাস্তবে ৷ খুনির সন্ধান করতে গিয়ে শুটিঙের সেটেই তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর টলিপাড়ায় । দেরি না-করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই চোট পেয়েছেন তিনি । এই ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে । যার জন্য বেশ ভালো রকমের অনুশীলন করেছেন কোয়েল ৷ রবিবার নেপালগঞ্জে চলছিল এই ছবির শুটিং ৷ সেখানেই তিনি আহত হন বলে জানা গিয়েছে ৷

অভিনেত্রী কোয়েল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শুটিং সেটে চোট পাওয়ার পরই বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে ৷ এক্স রে-তে ধরা পড়ে হাত ভেঙেছে তাঁর । এরপর তাঁর হাতে প্লাস্টার করানো হয় ৷ আপাতত বিশ্রামেই থাকবেন তিনি ৷

উল্লেখ্য, এর আগের বার তিনি যে হাতে চোট পেয়েছিলেন, এ বারও সেই হাতেই চোট পেয়েছেন অভিনেত্রী । তাঁর পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন কোয়েল ৷ অরিন্দম শীল পরিচালিত এই ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ হাতের ব্যাথা কমলে শুটিংয়ে যেতে পারবেন কোয়েল ৷ সম্প্রতি বেঙ্গলি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন কোয়েল মল্লিক । ব্যস্ত ছিলেন 'মিতিন মাসি'র ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে । তার মাঝেই ছন্দপতন ।

প্রসঙ্গত, এ বারের মিতিন মাসির ছবি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের 'মেঘের পরে মেঘ' গল্প অবলম্বনে । ছবির নাম রাখা হয়েছে 'একটি খুনির সন্ধানে'। কোয়েল মল্লিক ছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।

আরও পড়ুন:

  1. মগজাস্ত্রের পাশাপাশি জমিয়ে অ্যাকশন! ট্রেলারে ডাবল ধামাকা নিয়ে হাজির কোয়েল
  2. নতুন অ্যাডভেঞ্চারে রওনা দিলেন পর্দার 'মিতিন মাসি'
  3. চোরা শিকারের তদন্তে মিতিন মাসি, মুক্তি পেল টিজার

কলকাতা, 1 এপ্রিল: এ বার দুর্ঘটনার কবলে পড়লেন পর্দার গোয়েন্দা মিতিন মাসি ৷ অর্থাৎ কোয়েল মল্লিক । রিলে নয়, বাস্তবে ৷ খুনির সন্ধান করতে গিয়ে শুটিঙের সেটেই তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর টলিপাড়ায় । দেরি না-করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই চোট পেয়েছেন তিনি । এই ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে । যার জন্য বেশ ভালো রকমের অনুশীলন করেছেন কোয়েল ৷ রবিবার নেপালগঞ্জে চলছিল এই ছবির শুটিং ৷ সেখানেই তিনি আহত হন বলে জানা গিয়েছে ৷

অভিনেত্রী কোয়েল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শুটিং সেটে চোট পাওয়ার পরই বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে ৷ এক্স রে-তে ধরা পড়ে হাত ভেঙেছে তাঁর । এরপর তাঁর হাতে প্লাস্টার করানো হয় ৷ আপাতত বিশ্রামেই থাকবেন তিনি ৷

উল্লেখ্য, এর আগের বার তিনি যে হাতে চোট পেয়েছিলেন, এ বারও সেই হাতেই চোট পেয়েছেন অভিনেত্রী । তাঁর পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন কোয়েল ৷ অরিন্দম শীল পরিচালিত এই ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ হাতের ব্যাথা কমলে শুটিংয়ে যেতে পারবেন কোয়েল ৷ সম্প্রতি বেঙ্গলি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন কোয়েল মল্লিক । ব্যস্ত ছিলেন 'মিতিন মাসি'র ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে । তার মাঝেই ছন্দপতন ।

প্রসঙ্গত, এ বারের মিতিন মাসির ছবি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের 'মেঘের পরে মেঘ' গল্প অবলম্বনে । ছবির নাম রাখা হয়েছে 'একটি খুনির সন্ধানে'। কোয়েল মল্লিক ছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।

আরও পড়ুন:

  1. মগজাস্ত্রের পাশাপাশি জমিয়ে অ্যাকশন! ট্রেলারে ডাবল ধামাকা নিয়ে হাজির কোয়েল
  2. নতুন অ্যাডভেঞ্চারে রওনা দিলেন পর্দার 'মিতিন মাসি'
  3. চোরা শিকারের তদন্তে মিতিন মাসি, মুক্তি পেল টিজার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.