ETV Bharat / entertainment

রঞ্জিত মল্লিককে নিয়ে আদালতের দ্বারস্থ 'স্বার্থপর' কোয়েল - Koel Mallick - KOEL MALLICK

Koel Mallick Works With Ranjit Mallick: নতুন ছবির কাজ শুরু করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ৷ সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ছবির স্ক্রিপ্ট ৷ নতুন জার্নিতে সকলকে পাশে চাই, ইচ্ছাপ্রকাশ অভিনেত্রীর ৷

Koel Mallick Works With Ranjit Mallick
নতুন ছবির শুটিং শুরু করলেন কোয়েল মল্লিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 10:20 AM IST

হায়দরাবাদ, 20 জুলাই: বিগত বেশ কিছু সময় ধরে বাংলা ছবিতে কোয়েল মল্লিককে দেখা গিয়েছে অন্যরকমভাবে ৷ বিশেষ করে অ্যাকশন ঘরানায় বারাবার নিজেকে মেলে ধরেন কোয়েল ৷ অনেকদিন পর তিনি ফিরছেন পারিবারিক ছবিতে৷ যেখানে থাকছে ড্রামা-ইমোশন ৷ 'স্বার্থপর' ছবির শুটিং শুরু করলেন অভিনেত্রী ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় নতুন ছবির স্ক্রিপ্ট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷

এদিন তিনি ইন্সটাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেন ৷ যেখানে দেখা গিয়েছে, অন্নপূর্ণা বসু পরিচালিত ছবিতে নতুন ভূমিকায় সেটে ফিরছেন তিনি ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য ৷ ক্যাপশনে জনপ্রিয় 'মিতিন মাসি' লেখেন, "আজ থেকে শুটিং শুরু করছি ৷ প্রতিবারের মতো সকলের শুভেচ্ছা-আশীর্বাদ প্রয়োজন ৷" জানা গিয়েছে, পরিবারিক এই ছবিতে কোয়েলের দাদায় ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে ৷ এক উকিলের চরিত্রে দেখা যাবে অভিনেতা রঞ্জিত মল্লিককে ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি রয়েছেন অনিবার্ণ চক্রবর্তীও ৷ সুরিন্দর ফিল্মস রয়েছে ছবি প্রযোজনার দায়িত্বে ৷

Koel Mallick Works With Ranjit Mallick
নতুন ছবির স্ক্রিপ্ট হাতে অভিনেত্রী কোয়েল (ইটিভি ভারত)

উল্লেখ্য, কয়েকদিন আগেই মিতিন মাসির শুটিং শেষ করেছেন কোয়েল ৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন ৷ পরিচালক অরিন্দম শীল ও অন্যান্য কলাকুশলীদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ ক্যাপশনে লেখেন, "একটি খুনীর সন্ধানে মিতিন ছবির শুটিং শেষ হল ৷ মিতিন মাসি সিরিজের এটা আমার তিন নম্বর ছবি ৷ অসাধারণ অভিজ্ঞতা হয়েছে এই ছবির শুটিং করতে গিয়ে ৷"

অন্যদিকে, রঞ্জিত মল্লিককে শেষবার দেখা গিয়েছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের 'লাভ ম্যারেজ' ছবিতে ৷ প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবিতে বর্ষীয়ান রঞ্জিতের অভিনয় নজর কাড়ে সকলের ৷ পাশাপাশি, গত বছর পুজোতে কোয়েলের 'মিতিন মাসি' ভালো ব্যবসা করেছিল ৷ ফলে সেই ছবির তৃতীয়ভাগ নিয়েও আশাবাদী পরিচালক অরিন্দম শীল ৷ তবে এই ছবির শুটিং করতে গিয়েই হাতে চোট পান কোয়েল ৷ সেই চোট সারিয়ে ফেরেন শুটিং সেটে ৷ এখন তিনি ব্যস্ত 'স্বার্থপর' ছবির শুটিং নিয়ে ৷ ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি নির্মাতাদের তরফে ৷

হায়দরাবাদ, 20 জুলাই: বিগত বেশ কিছু সময় ধরে বাংলা ছবিতে কোয়েল মল্লিককে দেখা গিয়েছে অন্যরকমভাবে ৷ বিশেষ করে অ্যাকশন ঘরানায় বারাবার নিজেকে মেলে ধরেন কোয়েল ৷ অনেকদিন পর তিনি ফিরছেন পারিবারিক ছবিতে৷ যেখানে থাকছে ড্রামা-ইমোশন ৷ 'স্বার্থপর' ছবির শুটিং শুরু করলেন অভিনেত্রী ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় নতুন ছবির স্ক্রিপ্ট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷

এদিন তিনি ইন্সটাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেন ৷ যেখানে দেখা গিয়েছে, অন্নপূর্ণা বসু পরিচালিত ছবিতে নতুন ভূমিকায় সেটে ফিরছেন তিনি ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য ৷ ক্যাপশনে জনপ্রিয় 'মিতিন মাসি' লেখেন, "আজ থেকে শুটিং শুরু করছি ৷ প্রতিবারের মতো সকলের শুভেচ্ছা-আশীর্বাদ প্রয়োজন ৷" জানা গিয়েছে, পরিবারিক এই ছবিতে কোয়েলের দাদায় ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে ৷ এক উকিলের চরিত্রে দেখা যাবে অভিনেতা রঞ্জিত মল্লিককে ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি রয়েছেন অনিবার্ণ চক্রবর্তীও ৷ সুরিন্দর ফিল্মস রয়েছে ছবি প্রযোজনার দায়িত্বে ৷

Koel Mallick Works With Ranjit Mallick
নতুন ছবির স্ক্রিপ্ট হাতে অভিনেত্রী কোয়েল (ইটিভি ভারত)

উল্লেখ্য, কয়েকদিন আগেই মিতিন মাসির শুটিং শেষ করেছেন কোয়েল ৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন ৷ পরিচালক অরিন্দম শীল ও অন্যান্য কলাকুশলীদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ ক্যাপশনে লেখেন, "একটি খুনীর সন্ধানে মিতিন ছবির শুটিং শেষ হল ৷ মিতিন মাসি সিরিজের এটা আমার তিন নম্বর ছবি ৷ অসাধারণ অভিজ্ঞতা হয়েছে এই ছবির শুটিং করতে গিয়ে ৷"

অন্যদিকে, রঞ্জিত মল্লিককে শেষবার দেখা গিয়েছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের 'লাভ ম্যারেজ' ছবিতে ৷ প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবিতে বর্ষীয়ান রঞ্জিতের অভিনয় নজর কাড়ে সকলের ৷ পাশাপাশি, গত বছর পুজোতে কোয়েলের 'মিতিন মাসি' ভালো ব্যবসা করেছিল ৷ ফলে সেই ছবির তৃতীয়ভাগ নিয়েও আশাবাদী পরিচালক অরিন্দম শীল ৷ তবে এই ছবির শুটিং করতে গিয়েই হাতে চোট পান কোয়েল ৷ সেই চোট সারিয়ে ফেরেন শুটিং সেটে ৷ এখন তিনি ব্যস্ত 'স্বার্থপর' ছবির শুটিং নিয়ে ৷ ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি নির্মাতাদের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.