ETV Bharat / entertainment

দেশের উন্নয়নে কাকে চায় জেন জি, ভিডিয়ো বার্তায় জানালেন কিরণ খের - Vote for Modi Song

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 8:32 PM IST

Kiran Kher Social Media Post: চণ্ডিগড় লোকসভা কেন্দ্র থেকে এবার নির্বাচনে দাঁড়াননি অভিনেত্রী তথা বিজেপির বিদায়ী সাংসদ কিরণ খের ৷ শারীরিক অসুস্থতার জন্য তিনি নাকি সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে ৷ তবে অন্যরকম ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কিরণ ৷

Kiran Kher Social Media Post
কিরণ খেরের নতুন ভিডিয়ো পোস্ট

হায়দরাবাদ, 19 এপ্রিল: শুরু হয়েছে দেশের বৃহত্তর গণতান্ত্রিত উৎসব ৷ ছয় সপ্তাহ ধরে সাত দফায় অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ প্রথম দফার ভোটে একদিকে যেমন বাংলার তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার রয়েছে তেমনই দেশের 102টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় ৷ এবারের নির্বাচনে ইয়ং জেনারেশন কাকে চাইছে, তার ঝলক দেখালেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ কিরণ খের ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনব ভিডিয়ো !

চলতি বছর লোকসভার ভোটে লড়ছেন না কিরণ ৷ এর আগে তিনি ছিলেন চণ্ডিগড়ের সাংসদ ৷ এবার সেই জায়গা থেকে লড়াই করছেন বিজেপি প্রার্থী সঞ্জয় ট্যান্ডন ৷ ফলে অনেকেই ভেবেছিলেন, হয়তো মন খারাপ হবে অভিনেত্রী তথা বিদায়ী সাংসদের ৷ তবে ছবিটা একেবারে উলটো ৷ নতুন উদ্যোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে প্রচার সারছেন কিরণ ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন একটি গানের ভিডিয়ো ৷ সঙ্গে লিখলেন, "24x7 ফর 2047 ৷ মোদিকে ভোট দিন ৷ ভোট দিন সবচেয়ে সেরা সময়ের জন্য ৷"

দিন কয়েক আগে থেকেই এই বিষয়টির প্রচার করে আসছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলছেন, 2047 সালে ভারতের স্বাধীনতী 100 বছরে পা দেবে ৷ তখন যাতে ভারত উন্নত দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য এখন থেকে সপ্তাহে সাত দিন 24 ঘণ্টা করে তাঁরা পরিশ্রম করছেন ৷ এই বিষয়টিকেই পোস্টে ফিরিয়ে আনলেন বিজেপির বিদায়ী সাংসদ কিরণ ৷

প্রসঙ্গত, চলতি বছর নির্বাচনে না দাঁড়ানো নিয়ে কিরণ জানিয়েছিলেন, দু'মাস আগে তিনি ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছেন ৷ এরপর এক মিটিংয়ে তিনি দেখা করেন দলের সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সেখানেই তিনি নাকি জানিয়েছিলেন, অসুস্থতার কারণে নির্বাচনে লড়াই করতে পারবেন না ৷ তাঁকে চিকিৎসার জন্য মুম্বইয়ে থাকতে হবে ৷ ফলে এবার চণ্ডিগড় কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই থেকে বিরত থাকলেন অভিনেত্রী তথা বিজেপির বিদায়ী সাংসদ কিরণ খের ৷

হায়দরাবাদ, 19 এপ্রিল: শুরু হয়েছে দেশের বৃহত্তর গণতান্ত্রিত উৎসব ৷ ছয় সপ্তাহ ধরে সাত দফায় অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ প্রথম দফার ভোটে একদিকে যেমন বাংলার তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার রয়েছে তেমনই দেশের 102টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় ৷ এবারের নির্বাচনে ইয়ং জেনারেশন কাকে চাইছে, তার ঝলক দেখালেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ কিরণ খের ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনব ভিডিয়ো !

চলতি বছর লোকসভার ভোটে লড়ছেন না কিরণ ৷ এর আগে তিনি ছিলেন চণ্ডিগড়ের সাংসদ ৷ এবার সেই জায়গা থেকে লড়াই করছেন বিজেপি প্রার্থী সঞ্জয় ট্যান্ডন ৷ ফলে অনেকেই ভেবেছিলেন, হয়তো মন খারাপ হবে অভিনেত্রী তথা বিদায়ী সাংসদের ৷ তবে ছবিটা একেবারে উলটো ৷ নতুন উদ্যোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে প্রচার সারছেন কিরণ ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন একটি গানের ভিডিয়ো ৷ সঙ্গে লিখলেন, "24x7 ফর 2047 ৷ মোদিকে ভোট দিন ৷ ভোট দিন সবচেয়ে সেরা সময়ের জন্য ৷"

দিন কয়েক আগে থেকেই এই বিষয়টির প্রচার করে আসছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলছেন, 2047 সালে ভারতের স্বাধীনতী 100 বছরে পা দেবে ৷ তখন যাতে ভারত উন্নত দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য এখন থেকে সপ্তাহে সাত দিন 24 ঘণ্টা করে তাঁরা পরিশ্রম করছেন ৷ এই বিষয়টিকেই পোস্টে ফিরিয়ে আনলেন বিজেপির বিদায়ী সাংসদ কিরণ ৷

প্রসঙ্গত, চলতি বছর নির্বাচনে না দাঁড়ানো নিয়ে কিরণ জানিয়েছিলেন, দু'মাস আগে তিনি ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছেন ৷ এরপর এক মিটিংয়ে তিনি দেখা করেন দলের সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সেখানেই তিনি নাকি জানিয়েছিলেন, অসুস্থতার কারণে নির্বাচনে লড়াই করতে পারবেন না ৷ তাঁকে চিকিৎসার জন্য মুম্বইয়ে থাকতে হবে ৷ ফলে এবার চণ্ডিগড় কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই থেকে বিরত থাকলেন অভিনেত্রী তথা বিজেপির বিদায়ী সাংসদ কিরণ খের ৷

আরও পড়ুন

1. সাতসকালে ভোটদান সেলেবদের, সবাইকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান রজনীর

2. ফের পিছিয়ে গেল মুক্তির তারিখ, কবে আসবে 'মেট্রো ইন দিনো'? জানাল ছবি নির্মাতা টিম

3. 'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.