হায়দরাবাদ, 8 ডিসেম্বর: ঘরের দেওয়ালে সুন্দর করে নানা ফুল দিয়ে সাজানো ৷ সামনে পাতা বড় লাল রঙের কার্পেট ৷ তার উপর আসনে সুন্দর পাঞ্জাবী পরে বসে সকলের প্রিয় দ্য বয় গাই ৷ সামনে সাজানো মিষ্টির হাড়ি, ফলের থালা, সাজানো তত্ত্ব, মঙ্গল ঘট ইত্যাদি ৷
এমন ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ইউটিউবার কিরণ ৷ যা দেখে হামলে পড়েন অনুরাগীরা ৷ বিয়ের করছেন বং গাই ? এমন প্রশ্নই ঘুরে বেরাচ্ছে কিরণের কমেন্ট বক্সে ৷ মজার বিষয় হল, নেটিজেনদের মন্তব্যে প্রতিক্রিয়াও দিয়েছেন কিরণ ৷ কিন্তু বিয়ে করছেন কি? এই নিয়ে একেবারে মুখে কুলুপ ৷ ব্যাপারটা কী জানতে ইটিভি ভারতের তরফেও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় ৷ কিন্তু উত্তর মেলে না ৷
ছবি শেয়ার করে কিরণ কমেন্টে লেখেন, "ফুড ভ্লগ যদি কাউকে করতে দেখেছি ভাই... খাসির কড়াইতে চোবাবো ৷" এমন পোস্টে কেউ লিখেছেন, "কিরণ দত্ত বিয়ের ভ্লগের মধ্যে কখন টুক করে হালকা ফুড ভ্লগ করে দেবে ধরতে পারবে না ৷" আবার কেউ লিখেছেন , "মনটা ভেঙে গেল ৷" এরপরেই কিরণ আবার কমেন্ট সেকশনে লেখেন, "বন্ধুরা আমি কাপল ভ্লগ বানালে দেখবে তো?" এমন মন্তব্যে অনুরাগীরা নিশ্চিত হচ্ছেন যে অবশেষে বিয়ে করছেন কিরণ ৷ প্রশ্ন ওঠে পাত্রী কে ?
আসলে কিরণের সঙ্গে অন্তরা নয়না রায়ের প্রেম নিয়ে এখন আর কোনও লুকোছাপা নেই ৷ সকলেই জানেন অন্তরা কিরণের প্রেমিকা ৷ তিনি নিজেও অবশ্য একজন কনটেন্ট ক্রিয়েটার। সমাজমাধ্যমের পাতায় তাঁর আর একটা নাম তা হল আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই। কিরণের পোস্টে তাঁকে দেখা যায় মন্তব্য করতে ৷ অন্তরা লেখেন, "লোকে আমাকে বলছে! আর তুমি যে আমাকে ছেড়ে বিয়েতে বসে পড়েছো ৷ এজন্যই জোর করে পাঠিয়েছো এত দূরে ! সব বুঝতে পারছি ৷" সেখানে আবার কিরণ লেখেন, "ব্যাচেলর ট্রিপটা ভালোই তো মারলে ৷"
কিরণ-অন্তরার এমন মন্তব্য দেখে অনেক অনুরাগী জানান, তাদের মন ভেঙে গিয়েছে ৷ আবার কেউ লেখেন, কেন নিমন্ত্রণ করা হল না ৷ সবমিলিয়ে আদৌ কিরণ-অন্তরা বিয়ে করছেন নাকি নতুন কোনও ভিডিয়ো নিয়ে আসার পরিকল্পনা, তা বলবে সময় ৷