ETV Bharat / entertainment

Kiff: তপন সিনহার জন্মশতবর্ষে তাঁর প্রদর্শনীর উদ্বোধনে 'আতঙ্ক'র নায়িকা শতাব্দী - KIFF 2024

শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ বৃহস্পতিবার তপন সিনহার জন্মশতবর্ষে তাঁর প্রদর্শনীর উদ্বোধনে শতাব্দী রায় ৷ জানালেন পরিচালকের সঙ্গে কাজ করার স্মৃতি ৷

Etv Bharat
তপন সিনহার জন্মশতবর্ষে প্রদর্শনীর উদ্বোধন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 6:29 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হল কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তপন সিনহা, অভিনেত্রী অরুন্ধতী দেবী, চলচ্চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত, অভিনেতা মার্লন ব্র‍্যান্ডো, অভিনেতা মার্সেলো ম্যাস্ট্রোইয়ান্নিকে।

প্রদশর্নীর শুভ উদ্বোধন করেন শতাব্দী রায়। সঙ্গে ছিলেন কলকাতা 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী ও পরিচালক সুদেষ্ণা রায় ৷ শতাব্দী রায় এদিন ঘুরে ঘুরে দেখলেন প্রদর্শনীর সব ছবি। বিশেষভাবে চোখ রাখলেন তপন সিনহা নির্মিত সিনেমার ছবিগুলির দিকে। সেখানেই খুঁজে পেলেন 'আতঙ্ক' ছবিতে নিজেকে। ভাসলেন স্মৃতিতে।

তপন সিনহার জন্মশতবর্ষে প্রদর্শনীর উদ্বোধন (ইটিভি ভারত)

অভিনেত্রী বলেন, "আমার ছবি বললে 'আতঙ্ক' দিয়ে কথা শুরু হয়। আমাকে ছোটদের মতো ট্রিট করতেন। শুটিংয়ে সবার জন্য যখন চা আসত, আমার জন্য হরলিক্স আনাতেন। একবার ডাবিং করছিলাম। পরদিন ছিল আমার বাংলা পরীক্ষা। জানার পর বলেছিলেন যাও বাড়ি গিয়ে পড়তে বসো। আমি বলেছিলাম বাংলা পরীক্ষা। বললেন, বাংলাটা সাবজেক্ট নয়? এই রকম মানুষ ছিলেন। উনি সব ধরনের সিনেমা বানিয়ে গিয়েছেন। ওনাকে স্যালুট। আরও সিনেমা ওনার সঙ্গে করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।"

উল্লেখ্য, নন্দন ফয়েরে প্রদর্শিত হচ্ছে তপন সিনহা পরিচালিত বিভিন্ন সিনেমার স্থির চিত্র এবং তার গল্প। অন্য়দিকে, গগনেন্দ্র প্রদর্শশালায় রয়েছে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তপন সিনহা, অভিনেত্রী অরুন্ধতী দেবী, চলচ্চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত, অভিনেতা মার্লন ব্র‍্যান্ডো, অভিনেতা মার্সেলো ম্যাস্ট্রোইয়ান্নি অভিনীত সব সিনেমার স্থির চিত্র এবং তার গল্প। সকাল থেকে সন্ধ্যা, নন্দন চত্বরে সিনেপ্রেমীরা ভিড় জমান এই প্রদর্শনী দেখতে ৷

কলকাতা, 5 ডিসেম্বর: 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হল কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তপন সিনহা, অভিনেত্রী অরুন্ধতী দেবী, চলচ্চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত, অভিনেতা মার্লন ব্র‍্যান্ডো, অভিনেতা মার্সেলো ম্যাস্ট্রোইয়ান্নিকে।

প্রদশর্নীর শুভ উদ্বোধন করেন শতাব্দী রায়। সঙ্গে ছিলেন কলকাতা 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী ও পরিচালক সুদেষ্ণা রায় ৷ শতাব্দী রায় এদিন ঘুরে ঘুরে দেখলেন প্রদর্শনীর সব ছবি। বিশেষভাবে চোখ রাখলেন তপন সিনহা নির্মিত সিনেমার ছবিগুলির দিকে। সেখানেই খুঁজে পেলেন 'আতঙ্ক' ছবিতে নিজেকে। ভাসলেন স্মৃতিতে।

তপন সিনহার জন্মশতবর্ষে প্রদর্শনীর উদ্বোধন (ইটিভি ভারত)

অভিনেত্রী বলেন, "আমার ছবি বললে 'আতঙ্ক' দিয়ে কথা শুরু হয়। আমাকে ছোটদের মতো ট্রিট করতেন। শুটিংয়ে সবার জন্য যখন চা আসত, আমার জন্য হরলিক্স আনাতেন। একবার ডাবিং করছিলাম। পরদিন ছিল আমার বাংলা পরীক্ষা। জানার পর বলেছিলেন যাও বাড়ি গিয়ে পড়তে বসো। আমি বলেছিলাম বাংলা পরীক্ষা। বললেন, বাংলাটা সাবজেক্ট নয়? এই রকম মানুষ ছিলেন। উনি সব ধরনের সিনেমা বানিয়ে গিয়েছেন। ওনাকে স্যালুট। আরও সিনেমা ওনার সঙ্গে করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।"

উল্লেখ্য, নন্দন ফয়েরে প্রদর্শিত হচ্ছে তপন সিনহা পরিচালিত বিভিন্ন সিনেমার স্থির চিত্র এবং তার গল্প। অন্য়দিকে, গগনেন্দ্র প্রদর্শশালায় রয়েছে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তপন সিনহা, অভিনেত্রী অরুন্ধতী দেবী, চলচ্চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত, অভিনেতা মার্লন ব্র‍্যান্ডো, অভিনেতা মার্সেলো ম্যাস্ট্রোইয়ান্নি অভিনীত সব সিনেমার স্থির চিত্র এবং তার গল্প। সকাল থেকে সন্ধ্যা, নন্দন চত্বরে সিনেপ্রেমীরা ভিড় জমান এই প্রদর্শনী দেখতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.