ETV Bharat / entertainment

রবীন্দ্র সদনে প্রদর্শিত হবে সন্দীপ্তা সেনের 'আপিস দ্য অফিস', আর কোথায় কোন ছবি? - KIFF 2024

কলকাতায় চলচ্চিত্র উৎসবে মেতে উঠেছেন সকলে ৷ সকালে হালকা ভিড় থাকলেও সন্ধ্যা নামলেই নন্দনে থিকথিকে কালো মাথা ৷ কখন-কোথায় কি সিনেমা দেখবেন রইল তালিকা ৷

Etv Bharat
সন্দীপ্তা সেনের 'আপিস দ্য অফিস' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 6, 2024, 1:24 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: 30তম কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার দ্বিতীয় দিনে নন্দন চত্বরে ভিড় সিনেমপ্রেমীদের ৷ শুক্রবার সন্ধে সাড়ে 6টায় রবীন্দ্র সদনে দেখানো হবে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত বাংলা ছবি 'আপিস দ্য অফিস'। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে।

এদিন আর কোথায় কোন ছবি কোন সময়ে প্রদর্শিত হবে দেখে নেওয়া যাক একনজরে।
নন্দন ১
সকাল 9 টা- ল্যানসেলট অফ দ্য লেক
সকাল 11:30- আন্ডুয়িং টাইম
দুপুর 2 টো- বিলাভড ট্রপিক
বিকেল সাড়ে 4টে- কট বাই দ্য টাইডস
সন্ধে 7টা- মাই মেলবোর্ন

নন্দন 2
সকাল 11 টা- ঘাতশ্রদ্ধা
দুপুর 1:30- দ্য ব্রোকেন মিরর
বিকেল 4 টে- স্ট্রেঞ্জার আইজ
সন্ধে 6:30- ভার্মিগলিও

নন্দন 3
দুপুর 2 টো- আবেল গেনস এট সন নেপোলিয়ন/ ওয়ান্স আপন আ ফরেস্ট

শিশির মঞ্চ
অনুপ কুমার এবং গৌতম হালদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুর ১:৩০- ভালো থেকো

রবীন্দ্র সদন
সকাল ১১ টা- বিটুইন রেভোলিউশন্স
দুপুর ১:৩০ টা- সিনেম্যান
বিকেল ৪ টে- রত্নাম্মা
সন্ধে সাড়ে ৬ টা- আপিস দ্য অফিস

নজরুল তীর্থ 1
বিকেল 4 টে- ইট'স রেইনিং মেন
সন্ধে সাড়ে ৬ টা- গ্র‍্যান্ড ট্যুর


নিউ এম্পায়ার
দুপুর 1:30 টা- ফর নাইট উইল কাম

রাধা স্টুডিও
বিকেল 4 টে- ব্ল্যাক ডগ
সন্ধে সাড়ে 6টা- চোখ

রবীন্দ্র ওকাকুরা ভবন
বিকেল 4 টে- মিয়াজাকি স্পিরিট অফ নেচার
সন্ধে 6:30 টা- দ্য সিড অফ দ্য স্যাক্রেড ফিগ

নজরুল তীর্থ 2
দুপুর 2টো- হারমোনিয়াম
বিকেল 5 টা- অহনা

উল্লেখ্য, বিভিন্ন জায়গাতে সকাল 9.30টা, 10টাতেও শো থাকছে ৷ ফলে দর্শকরা কোন সিনেমা দেখবে তা আগে থেকেই নন্দন চত্বরে টিকিট কাউন্টার থেকে জেনে নিতে পারবেন ৷

কলকাতা, 6 ডিসেম্বর: 30তম কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার দ্বিতীয় দিনে নন্দন চত্বরে ভিড় সিনেমপ্রেমীদের ৷ শুক্রবার সন্ধে সাড়ে 6টায় রবীন্দ্র সদনে দেখানো হবে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত বাংলা ছবি 'আপিস দ্য অফিস'। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে।

এদিন আর কোথায় কোন ছবি কোন সময়ে প্রদর্শিত হবে দেখে নেওয়া যাক একনজরে।
নন্দন ১
সকাল 9 টা- ল্যানসেলট অফ দ্য লেক
সকাল 11:30- আন্ডুয়িং টাইম
দুপুর 2 টো- বিলাভড ট্রপিক
বিকেল সাড়ে 4টে- কট বাই দ্য টাইডস
সন্ধে 7টা- মাই মেলবোর্ন

নন্দন 2
সকাল 11 টা- ঘাতশ্রদ্ধা
দুপুর 1:30- দ্য ব্রোকেন মিরর
বিকেল 4 টে- স্ট্রেঞ্জার আইজ
সন্ধে 6:30- ভার্মিগলিও

নন্দন 3
দুপুর 2 টো- আবেল গেনস এট সন নেপোলিয়ন/ ওয়ান্স আপন আ ফরেস্ট

শিশির মঞ্চ
অনুপ কুমার এবং গৌতম হালদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুর ১:৩০- ভালো থেকো

রবীন্দ্র সদন
সকাল ১১ টা- বিটুইন রেভোলিউশন্স
দুপুর ১:৩০ টা- সিনেম্যান
বিকেল ৪ টে- রত্নাম্মা
সন্ধে সাড়ে ৬ টা- আপিস দ্য অফিস

নজরুল তীর্থ 1
বিকেল 4 টে- ইট'স রেইনিং মেন
সন্ধে সাড়ে ৬ টা- গ্র‍্যান্ড ট্যুর


নিউ এম্পায়ার
দুপুর 1:30 টা- ফর নাইট উইল কাম

রাধা স্টুডিও
বিকেল 4 টে- ব্ল্যাক ডগ
সন্ধে সাড়ে 6টা- চোখ

রবীন্দ্র ওকাকুরা ভবন
বিকেল 4 টে- মিয়াজাকি স্পিরিট অফ নেচার
সন্ধে 6:30 টা- দ্য সিড অফ দ্য স্যাক্রেড ফিগ

নজরুল তীর্থ 2
দুপুর 2টো- হারমোনিয়াম
বিকেল 5 টা- অহনা

উল্লেখ্য, বিভিন্ন জায়গাতে সকাল 9.30টা, 10টাতেও শো থাকছে ৷ ফলে দর্শকরা কোন সিনেমা দেখবে তা আগে থেকেই নন্দন চত্বরে টিকিট কাউন্টার থেকে জেনে নিতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.