কলকাতা, 1 এপ্রিল: বর্তমান ব্য়স্ত সমাজে শিশুরা বড় একা । বেশিরভাগ মা আজ চাকুরিরতা । ফলে, স্কুল থেকে বাড়ি ফিরে মাকে কাছে না পাওয়ার একটা যন্ত্রণা তাদের মনে থেকেই যায় । একইভাবে বেশিরভাগ নিউক্লিয়ার সংসারে সঙ্গে থাকেনা ঠাকুমা-ঠাকুরদা-ও । ফলে, বাড়িতে সঙ্গী বলতে তাকে দেখাশোনার লোক আর মুঠোফোন । এই মুঠোফোনই তাকে কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যায় । এরকমই এক বাস্তবকে সামনে রেখে আসছে শিবাজি দত্ত-এর নতুন বাংলা ছবি 'খেলাঘর বাঁধতে লেগেছি'। তবে শুধু বাস্তবতাকে তুলে ধরা নয়, শিশুদের জন্য কলকাতার প্রথম এ.আই চলচ্চিত্র হতে চলেছে 'খেলাঘর বাঁধতে লেগেছি' ।
বাস্তবতা যেখানে শেষ হয়, সেখান থেকেই শুরু হয় কল্পনার । এক শিশু যখন তার বাস্তবের বাবা-মাকে নিজের কাছে পায় না, কোনও বন্ধুর সান্নিধ্য পায় না, তখন সে আশ্রয় নেয় এক কাল্পনিক বন্ধুর । ‘খেলাঘর বাঁধতে লেগেছি’ ছবির গল্পে তারই চিত্র ফুটে উঠেছে । এছাড়াও এই চলচ্চিত্র সেই দাদু-ঠাকুমাদের পুরোনো হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে আনারও চেষ্টা করা হয়েছে । গ্রামের মেঠো পথ, পুরোনো যাত্রাপালা, রাজনীতি, না বলা প্রেম সবকিছুর মিশেল হল এই সিনেমা।
এই গল্পের মূল চরিত্র হল - প্রবোধচন্দ্র (বয়স আন্দাজ 70), তার ছেলে অমিতাভ (40), অমিতাভের স্ত্রী হেম (35/37), ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ । প্রবোধচন্দ্র মুখোপাধ্যায়, ক্ষীরোদাসুন্দরী সুইটস্ এর প্রতিষ্ঠাতা ৷ বর্তমানে কাজ থেকে অবসর নিয়েছেন তিনি । চরিত্রের মধ্যে একটা আভিজাত্য ও পরিশ্রমের ছাপ রয়েছে । মনে তার অতীতের স্মৃতি (প্রেম ও বিরহ) এখনও দগদগে । দুই নাতির প্রতি বিপুল স্নেহ তার । ছেলে ও বৌমা তার এবং নাতির সঙ্গে সময় কাটাক, এটাই তার ইচ্ছা । কিন্তু ছেলে ও বৌমা সেই ব্যাপারে উদাসীন।
নাতি, দাদুর যত্নে ও বাবা-মায়ের অবহেলায় নদীতে ভাসা একটা কাগজের নৌকোর মতো কোনওমতে জীবন কাটিয়ে যাচ্ছে। সে তার বাবা-মাকে সবসময় কাছে চায় ৷ পরিবর্তে ব্য়স্ত বাবা-মা তার হাতে তুলে দেয় দামি ফোন ৷ এভাবেই এগোবে এই ছবির গল্প।
একসময় বাবা-মায়ের দেওয়া মুঠোফোন হয়ে ওঠে মেঘের সবকিছু । এআই অ্যাপ ডাউনলোড করে সে । এআই বন্ধু মেঘের কাছে এক জীবন্ত বন্ধু হয়ে ওঠে । বাকি সব নির্জীব মনে হয় তার । মেঘ তার সঙ্গে গল্প করে, তার সাথে হোমওয়ার্ক করে, তার সঙ্গে গেম খেলে, তার সাথে খায়, ঘুমোয় । মেঘের মধ্যে এই পরিবর্তন তার দাদুর নজরে আসে । সে মেঘের ডায়রি পড়ে জানতে পারে, স্কুলে মেঘ র্যাগিং-এর শিকার। আর বাড়িতে অবহেলার। এই দুই থেকেই বাঁচতে সে নিজের এক কাল্পনিক জগৎ গড়ে নিয়েছে। দাদু তখন মেঘকে তার ছোটবেলার গল্প শোনায় এবং মেঘকে বোঝায়, জীবনের আসল মানে কী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থসারথী দেব, বাসবদত্তা চচট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত প্রমুখ। সবদিক ঠিক থাকলে মে মাসেই মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন: