ETV Bharat / entertainment

ভুল ভুলাইয়া থ্রিয়ের পর ফের কার্তিক-তৃপ্তি জুটির ম্যাজিক অনুরাগের ছবিতে - Kartik Tripti Dimri 2nd Film - KARTIK TRIPTI DIMRI 2ND FILM

Kartik-Tripti Dimri 2nd Film: ভুল ভুলাইয়া 3-এর পর আরও একটি ছবিতে জুটিতে আসছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি । এই ছবির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
আসছে কার্তিক-তৃপ্তি জুটির নতুন ছবি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 12:48 PM IST

মুম্বই, 30 মে: বলিউডের জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ানের আসন্ন ছবি 'চন্দু চ্যাম্পিয়ন' আগামী মাসে মুক্তি পেতে চলেছে । এর পাশাপাশি তাঁর আসন্ন আরও একটি ছবি ভুল ভুলাইয়া 3 নিয়েও ব্যস্ততা তুঙ্গে কার্তিকের । তাঁকে প্রথমবার হরর কমেডি ছবি ভুল ভুলাইয়া 3-তে দেখা যাবে অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে । এই ছবি মুক্তি পাবে এ বছরের শেষের দিকে । এরই মধ্যে খবর মিলেছে যে, ভুলভুলাইয়া 3-এর পর কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে আরও একটি ছবিতে এক ফ্রেমে দেখা যাবে ৷ সেই ছবির পরিচালনা করবেন অনুরাগ বসু । কার্তিক-তৃপ্তির এই নতুন রোমান্টিক প্রেমের গল্পের ছবির সঙ্গে অবশ্য আশিকি 3-এর কোনও সম্পর্ক নেই ।

কার্তিক-তৃপ্তির নতুন ছবি: কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরির নতুন ছবি তৈরি করছেন টি-সিরিজের মালিক ভূষণ কুমার ৷ তিনি ও অনুরাগ বসু 2025 সালের আগে এই ছবি শেষ করতে চান । কারণ 2025 সালে বিশাল ভরদ্বাজের ফিল্ম হুসেন উস্তারার কাজ শুরু হবে, সেখানে অভিনয় করছেন কার্তিক আরিয়ান । ফলে কার্তিক ও তৃপ্তি জুটির দ্বিতীয় ছবি 2025 সালের শেষের দিকে মুক্তি পেতে পারে বলে মনে করা হচ্ছে ।

কবে মুক্তি পাবে ছবিটি ? শিগগিরই কার্তিক-তৃপ্তির নতুন ছবির শুটিং শুরু হতে যাচ্ছে । একইসঙ্গে, টি-সিরিজ ইতিমধ্যেই এই ছবির মিউজিক ও গান নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে । কার্তিক-তৃপ্তির এই প্রেম-কাহিনীর ফিল্মের কাজ শেষ করে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বায়োপিকের কাজ শুরু করবেন অনুরাগ বসু ।

উল্লেখ্য, কার্তিক-তৃপ্তি জুটির প্রথম ছবি ভুল ভুলাইয়া 3 চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে, যা পরিচালনা করেছেন আনিস বাজমি । আর কার্তিক আরিয়ানের স্পোর্টস বায়োগ্রাফিকাল ফিল্ম 'চন্দু চ্যাম্পিয়ন' মুক্তি পাচ্ছে আগামী 14 জুন ৷

মুম্বই, 30 মে: বলিউডের জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ানের আসন্ন ছবি 'চন্দু চ্যাম্পিয়ন' আগামী মাসে মুক্তি পেতে চলেছে । এর পাশাপাশি তাঁর আসন্ন আরও একটি ছবি ভুল ভুলাইয়া 3 নিয়েও ব্যস্ততা তুঙ্গে কার্তিকের । তাঁকে প্রথমবার হরর কমেডি ছবি ভুল ভুলাইয়া 3-তে দেখা যাবে অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে । এই ছবি মুক্তি পাবে এ বছরের শেষের দিকে । এরই মধ্যে খবর মিলেছে যে, ভুলভুলাইয়া 3-এর পর কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে আরও একটি ছবিতে এক ফ্রেমে দেখা যাবে ৷ সেই ছবির পরিচালনা করবেন অনুরাগ বসু । কার্তিক-তৃপ্তির এই নতুন রোমান্টিক প্রেমের গল্পের ছবির সঙ্গে অবশ্য আশিকি 3-এর কোনও সম্পর্ক নেই ।

কার্তিক-তৃপ্তির নতুন ছবি: কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরির নতুন ছবি তৈরি করছেন টি-সিরিজের মালিক ভূষণ কুমার ৷ তিনি ও অনুরাগ বসু 2025 সালের আগে এই ছবি শেষ করতে চান । কারণ 2025 সালে বিশাল ভরদ্বাজের ফিল্ম হুসেন উস্তারার কাজ শুরু হবে, সেখানে অভিনয় করছেন কার্তিক আরিয়ান । ফলে কার্তিক ও তৃপ্তি জুটির দ্বিতীয় ছবি 2025 সালের শেষের দিকে মুক্তি পেতে পারে বলে মনে করা হচ্ছে ।

কবে মুক্তি পাবে ছবিটি ? শিগগিরই কার্তিক-তৃপ্তির নতুন ছবির শুটিং শুরু হতে যাচ্ছে । একইসঙ্গে, টি-সিরিজ ইতিমধ্যেই এই ছবির মিউজিক ও গান নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে । কার্তিক-তৃপ্তির এই প্রেম-কাহিনীর ফিল্মের কাজ শেষ করে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বায়োপিকের কাজ শুরু করবেন অনুরাগ বসু ।

উল্লেখ্য, কার্তিক-তৃপ্তি জুটির প্রথম ছবি ভুল ভুলাইয়া 3 চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে, যা পরিচালনা করেছেন আনিস বাজমি । আর কার্তিক আরিয়ানের স্পোর্টস বায়োগ্রাফিকাল ফিল্ম 'চন্দু চ্যাম্পিয়ন' মুক্তি পাচ্ছে আগামী 14 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.