ETV Bharat / entertainment

কৃষ্ণের ডাকে সাড়া! ইসকনের মন্দিরে কার্দাশিয়ান সিস্টার্স - Kim Kardashian Visits ISKCON temple - KIM KARDASHIAN VISITS ISKCON TEMPLE

Kim and Khloe Kardashian: ভারতীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ কার্দাশিয়ান সিস্টার ৷ কিছুদিন আগেই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অংশগ্রহণ করতে ভারতে আসেন তাঁরা ৷ সেখান থেকে পরিদর্শন করেন ইসকন মন্দির ৷ যুক্ত হন সমাজসেবা কাজেও ৷

Kim and Khloe Kardashian
ইসকন মন্দির দর্শনে কিম কার্দাশিয়ান ও তাঁর বোন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 6:50 PM IST

হায়দরাবাদ, 16 জুলাই: ভারতে এসে কৃষ্ণ দর্শন সারলেন হলিউডের জনপ্রিয় তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোই কার্দাশিয়ান ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাঁরা ৷ নিজের দেশে ফেরার পথে ঘুরে গেলেন মুম্বইয়ের ইসকনের মন্দির ৷ ভারতীয় পোশাকে কিমকে দেখে চোখ ফেরানো দায় ৷ সোশাল মিডিয়ায় খ্লোয়ে শেয়ার করেছেন সেই সকল মুহূর্তের ছবি ৷

ঐতিহ্যের দেশ ভারত ৷ নানা সংস্কৃতির মেলবন্ধনে আর পাঁচটা দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে ৷ এখানকার স্থাপত্য, ভাস্কর্য্য তাক লাগায় সকলকেই ৷ তালিকা থেকে বাদ যাননি কার্দাশিয়ান বোনেরা ৷ কিমকে দেখা গিয়েছে লাল রঙের পোশাকে সঙ্গে ডিজাইনার ওড়না ৷ অন্যদিকে, ক্লোই কার্দাশিয়ানকে দেখা গিয়েছে সাদা রঙের পোশাকে ৷ সঙ্গে ম্যাচিং ওড়না ৷ তাঁদের দেখা গিয়েছে, ইসকনের মন্দিরে পুরোহিতের সঙ্গে কথা বলতে ৷

শুধু ভগবান দর্শনই নয় ৷ মন্দিরে উপস্থিত ছোট ছোট ছেলে-মেয়েদের খাবার পরিবেশন করতেও দেখা যায় দুই বোনকে ৷ স্টিলের ছোট বালতিতে করে ঠাকুরের ভোগ পরিবেশন করেন তাঁরা ৷ পাশাপাশি, বাচ্চাদের সঙ্গে আলাপচারিতাও করেন ৷ কিম ও তাঁর বোন 12 জুলাই ভারতে আসেন মুকেশ ও নীতা অম্বানির আমন্ত্রণে ৷ ছোট ছেলে অনন্তের বিয়েতে তাঁদের ঝলমলে উপস্থিতি নজর কাড়ে অনুরাগী থেকে নেটিজেনদের ৷ বিয়েতে কাটানো নানা সময়ের ছবি ও ভিডিয়ো তাঁরা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানেও ভারতীয় পোশাকে দুই বোন কেড়ে নেন স্পট-লাইট ৷ ভারী গয়না ও ওয়েস্টার্ন পোশাকে দিব্য লাগছিল কার্দাশিয়ান সিস্টারদের ৷

হায়দরাবাদ, 16 জুলাই: ভারতে এসে কৃষ্ণ দর্শন সারলেন হলিউডের জনপ্রিয় তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোই কার্দাশিয়ান ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাঁরা ৷ নিজের দেশে ফেরার পথে ঘুরে গেলেন মুম্বইয়ের ইসকনের মন্দির ৷ ভারতীয় পোশাকে কিমকে দেখে চোখ ফেরানো দায় ৷ সোশাল মিডিয়ায় খ্লোয়ে শেয়ার করেছেন সেই সকল মুহূর্তের ছবি ৷

ঐতিহ্যের দেশ ভারত ৷ নানা সংস্কৃতির মেলবন্ধনে আর পাঁচটা দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে ৷ এখানকার স্থাপত্য, ভাস্কর্য্য তাক লাগায় সকলকেই ৷ তালিকা থেকে বাদ যাননি কার্দাশিয়ান বোনেরা ৷ কিমকে দেখা গিয়েছে লাল রঙের পোশাকে সঙ্গে ডিজাইনার ওড়না ৷ অন্যদিকে, ক্লোই কার্দাশিয়ানকে দেখা গিয়েছে সাদা রঙের পোশাকে ৷ সঙ্গে ম্যাচিং ওড়না ৷ তাঁদের দেখা গিয়েছে, ইসকনের মন্দিরে পুরোহিতের সঙ্গে কথা বলতে ৷

শুধু ভগবান দর্শনই নয় ৷ মন্দিরে উপস্থিত ছোট ছোট ছেলে-মেয়েদের খাবার পরিবেশন করতেও দেখা যায় দুই বোনকে ৷ স্টিলের ছোট বালতিতে করে ঠাকুরের ভোগ পরিবেশন করেন তাঁরা ৷ পাশাপাশি, বাচ্চাদের সঙ্গে আলাপচারিতাও করেন ৷ কিম ও তাঁর বোন 12 জুলাই ভারতে আসেন মুকেশ ও নীতা অম্বানির আমন্ত্রণে ৷ ছোট ছেলে অনন্তের বিয়েতে তাঁদের ঝলমলে উপস্থিতি নজর কাড়ে অনুরাগী থেকে নেটিজেনদের ৷ বিয়েতে কাটানো নানা সময়ের ছবি ও ভিডিয়ো তাঁরা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানেও ভারতীয় পোশাকে দুই বোন কেড়ে নেন স্পট-লাইট ৷ ভারী গয়না ও ওয়েস্টার্ন পোশাকে দিব্য লাগছিল কার্দাশিয়ান সিস্টারদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.