ETV Bharat / entertainment

প্রথম সন্তানের অপেক্ষায় 'দীপবীর', সহকর্মীদের শুভেচ্ছায় ভাসলেন সেলেব জুটি - karan johar Priyanka Chopra

Parents to be Deepika Padukone and Ranveer Singh: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ৷ পাল্টাতে চলেছে দীপ-বীরের জীবন ৷ বৃহস্পতিবার খুশির খবর সামনে আসতে করণ জহর থেকে গৌরী খান, নতুন অধ্যায়ের সূচনায় শুভেচ্ছা জানান ৷

Etv Bharat
মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, শুভেচ্ছা তারকাদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 1:16 PM IST

মুম্বই, 29 ফেব্রুয়ারি: জল্পনায় সিলমোহর দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ অন্তঃসত্ত্বা অভিনেত্রী, সেপ্টেম্বরেই যুগলের কোল আলো করে আসছে সন্তান ৷ বৃহস্পতিবার সকালে অনুরাগীদের সুখবর শোনান 'দীপবীর' ৷ সেলেব যুগলের এই ঘোষণায় খুশি বলিউডের অন্যান্য তারকারাও ৷ সোশাল মিডিয়ায় পোস্ট সামনে আসতেই বয়ে গিয়েছে শুভেচ্ছা বন্যা ৷ প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, অভিষেক বচ্চন, অনিল কপুর থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিন্হা, সোনু সুদ, শেহনাজ গিল, বরুণ ধওয়ান, আয়ুষ্মান খুরানা সকলেই হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এদিন সকালে দীপিকা-রণবীর দুজনেই নিজেদের সোশাল অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন ৷ যেখানে দেখা যায় বাচ্চার জামা-জুতো, বেলুন ইত্যাদি ছবি রয়েছে ৷ মাঝখানে লেখা সেপ্টেম্বর 2024 ৷ অর্থাৎ, তিন মাসের অন্তঃসত্ত্বা দীপিকা ৷ তাঁদের পোস্টে একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন ৷ অভিনেত্রী কৃতি শ্যানন লেখেন, "ওএমজি ৷ দুজনেই অভিনন্দন ৷" পরিচালক করণ জোহর ইনস্টা স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা-রণবীরকে ৷ তিনি লেখেন, "অভিনন্দন সবচেয়ে সুন্দর জুটিকে ৷ ঘুম থেকে উঠে দারুণ খবর পেলাম ৷ আশীর্বাদ ও শুভেচ্ছা সব সময় ৷" অন্যদিকে, সদ্য বাবা হওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও ৷ স্ত্রী নাতাশার সঙ্গে ছবি দিয়ে নিজেদের পরিবারে খুদে সদস্যের আগমন বার্তা সোশাল মিডিয়ায় জানিয়েছেন 'অক্টোবর' অভিনেতা ৷ তিনিও দীপিকার পোস্টে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন ৷

Parents to be
করণ জোহরের ইনস্টা পোস্ট

অন্যদিকে, 7 ফেব্রুয়ারি বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরও সদ্য বাবা-মা হয়েছেন ৷ তাঁদের ঘরে এসেছে পুত্র সন্তান ৷ বিক্রান্ত দীপিকার সহ-অভিনেতাও বটে ৷ তিনিও সোশাল মিডিয়ায় দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন ৷ লিখেছেন,"ওএমজিজিজিজি!!! তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা ৷" অন্যদিকে, মালতি ম্যারির মা তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনন্দন জানিয়েছেন ৷ শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুরও ৷ এছাড়া ফ্যাশন ডিজাইনার তথা অভিনেত্রী মাসাবা গুপ্তা লিখেছেন, "অভিনন্দন ৷ সবচেয়ে ভালো খবর দিয়েছ ৷" শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুরও কমেন্ট বক্সে একাধিক লাল ইমোজি ব্যবহার করেছেন ৷

অন্যদিকে অভিনেত্রী তথা সঞ্চালক নেহা ধুপিয়া লেখেন, "অভিনন্দন দুজনকই ৷ তোমাদেরকে সবথেকে সুন্দর দুনিয়ায় স্বাগত জানাই ৷" তালিকা থেকে বাদ যানি ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ও নীনা গুপ্তা, রাকুলপ্রীত সিং-ও ৷ সকলেই হবু বাবা-মাকে আাগমীর শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন

1. রণবীর-দীপিকার জীবনে আসছে নতুন সদস্য, কবে জেনে নিন

2. দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে তাপসী, পাত্র কে?

3. 'ডনে'র বেশে ছবির নায়ক, কেমন লাগছে রণবীর সিংকে? দেখুন ভিডিয়োয়

মুম্বই, 29 ফেব্রুয়ারি: জল্পনায় সিলমোহর দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ অন্তঃসত্ত্বা অভিনেত্রী, সেপ্টেম্বরেই যুগলের কোল আলো করে আসছে সন্তান ৷ বৃহস্পতিবার সকালে অনুরাগীদের সুখবর শোনান 'দীপবীর' ৷ সেলেব যুগলের এই ঘোষণায় খুশি বলিউডের অন্যান্য তারকারাও ৷ সোশাল মিডিয়ায় পোস্ট সামনে আসতেই বয়ে গিয়েছে শুভেচ্ছা বন্যা ৷ প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, অভিষেক বচ্চন, অনিল কপুর থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিন্হা, সোনু সুদ, শেহনাজ গিল, বরুণ ধওয়ান, আয়ুষ্মান খুরানা সকলেই হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

এদিন সকালে দীপিকা-রণবীর দুজনেই নিজেদের সোশাল অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন ৷ যেখানে দেখা যায় বাচ্চার জামা-জুতো, বেলুন ইত্যাদি ছবি রয়েছে ৷ মাঝখানে লেখা সেপ্টেম্বর 2024 ৷ অর্থাৎ, তিন মাসের অন্তঃসত্ত্বা দীপিকা ৷ তাঁদের পোস্টে একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন ৷ অভিনেত্রী কৃতি শ্যানন লেখেন, "ওএমজি ৷ দুজনেই অভিনন্দন ৷" পরিচালক করণ জোহর ইনস্টা স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা-রণবীরকে ৷ তিনি লেখেন, "অভিনন্দন সবচেয়ে সুন্দর জুটিকে ৷ ঘুম থেকে উঠে দারুণ খবর পেলাম ৷ আশীর্বাদ ও শুভেচ্ছা সব সময় ৷" অন্যদিকে, সদ্য বাবা হওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও ৷ স্ত্রী নাতাশার সঙ্গে ছবি দিয়ে নিজেদের পরিবারে খুদে সদস্যের আগমন বার্তা সোশাল মিডিয়ায় জানিয়েছেন 'অক্টোবর' অভিনেতা ৷ তিনিও দীপিকার পোস্টে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন ৷

Parents to be
করণ জোহরের ইনস্টা পোস্ট

অন্যদিকে, 7 ফেব্রুয়ারি বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরও সদ্য বাবা-মা হয়েছেন ৷ তাঁদের ঘরে এসেছে পুত্র সন্তান ৷ বিক্রান্ত দীপিকার সহ-অভিনেতাও বটে ৷ তিনিও সোশাল মিডিয়ায় দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন ৷ লিখেছেন,"ওএমজিজিজিজি!!! তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা ৷" অন্যদিকে, মালতি ম্যারির মা তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনন্দন জানিয়েছেন ৷ শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুরও ৷ এছাড়া ফ্যাশন ডিজাইনার তথা অভিনেত্রী মাসাবা গুপ্তা লিখেছেন, "অভিনন্দন ৷ সবচেয়ে ভালো খবর দিয়েছ ৷" শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুরও কমেন্ট বক্সে একাধিক লাল ইমোজি ব্যবহার করেছেন ৷

অন্যদিকে অভিনেত্রী তথা সঞ্চালক নেহা ধুপিয়া লেখেন, "অভিনন্দন দুজনকই ৷ তোমাদেরকে সবথেকে সুন্দর দুনিয়ায় স্বাগত জানাই ৷" তালিকা থেকে বাদ যানি ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ও নীনা গুপ্তা, রাকুলপ্রীত সিং-ও ৷ সকলেই হবু বাবা-মাকে আাগমীর শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন

1. রণবীর-দীপিকার জীবনে আসছে নতুন সদস্য, কবে জেনে নিন

2. দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে তাপসী, পাত্র কে?

3. 'ডনে'র বেশে ছবির নায়ক, কেমন লাগছে রণবীর সিংকে? দেখুন ভিডিয়োয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.