ETV Bharat / entertainment

ঝুলে রইল কঙ্গনার 'এমারজেন্সি'র ভাগ্য! আদালতে শর্ত চাপালো সেন্সরবোর্ড - Kangana Ranaut Emergency Release - KANGANA RANAUT EMERGENCY RELEASE

CBFC To Bombay High Court: কঙ্গনা রানাওয়াতের ছবি 'এমারজেন্সি'র মুক্তি হবে কি না, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে ৷ বম্বে হাইকোর্টে সেন্সর বোর্ড জানালো ছবির শংসাপত্র দিতে প্রস্তুত তারা ৷ সঙ্গে বেঁধে দেওয়া হল বেশ কিছু শর্ত ৷

CBFC To Bombay High Court
'এমারজেন্সি' মুক্তি পাবে কি? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 2:26 PM IST

মুম্বই, 26 সেপ্টেম্বর: ছবির মুক্তি নিয়ে আদালতের দরজায় কড়া নাড়লেও সেই সিবিএফসির শর্তের মুখে পড়তে হল কঙ্গনা রানাওয়াতকে ৷ মুক্তি পেতে পারে কঙ্গনা অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি' ৷ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবির শংসাপত্র দিতেও প্রস্তুত ৷ কিন্তু তার আগে মানতে হবে বেশ কিছু শর্ত ৷ বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে এমনটাই জানিয়েছে সিবিএফসি ৷ জানানো হয়েছে সংশোধন কমিটির মাধ্যমে ছবির যে সকল বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার কথা জানানো হবে সেই গুলো মানতে হবে ছবির প্রযোজক-পরিচালক কঙ্গনাকে ৷

6 সেপ্টেম্বর 'এমারজেন্সি' প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ৷ তার আগে থেকেই ছবির সার্টিফিকেট পাওয়া নিয়ে সিবিএফসি'র সঙ্গে দ্বন্দ্বে জড়ান কঙ্গনা ৷ ছবিতে তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ অভিনেত্রী অভিযোগ করেন, 'এমারজেন্সি'-র মুক্তি আটকাতে সিবিএফসি ইচ্ছাকৃতভাবে সার্টিফিকেট দিতে টালবাহানা করেছে ৷

বায়োগ্রাফিকাল ড্রামা এই ছবির ট্রেলার সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ বিশেষ করে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগ তুলে সরব হন শিরোমণি আকালি দলের সদস্যরা ৷ তাঁদের অভিযোগে উঠে আসে, ছবিতে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে ৷ গত সপ্তাহে, বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং ফিরদোশ পুনিওয়াল্লার ডিভিশন বেঞ্চ সিবিএফসি-র সিদ্ধান্তহীনতার জন্য সমালোচনা করেছিল ৷ জোর দিয়ে বলা হয় ছবির শংসাপত্র বিলম্বিত করা আসলে বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করতে পারে। আদালত সিবিএফসিকে 25 সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত জানানোর নির্দেশ দেয় ৷

এদিন আদালতে সিবিএফসির আইনজীবী অভিনব চন্দ্রচূড় জানিয়েছেন, 'এমারজেন্সি' ছবিকে শংসাপত্র দেওয়া যাবে যদি সংশোধন কমিটির সুপারিশে দৃশ্যে কিছু কাঁটছাট করা যায় ৷ জি এন্টারটেইনমেন্টের তরফে সিনিয়র কাউন্সেল শরণ জাগতিয়ানি এই প্রস্তাব ভেবে দেখার জন্য সময় চেয়েছেন আদালতে ৷ এখন সিবিএফসি-র এই দাবি কঙ্গনা মেনে নেন কি না, সেটাই এখন দেখার ৷

মুম্বই, 26 সেপ্টেম্বর: ছবির মুক্তি নিয়ে আদালতের দরজায় কড়া নাড়লেও সেই সিবিএফসির শর্তের মুখে পড়তে হল কঙ্গনা রানাওয়াতকে ৷ মুক্তি পেতে পারে কঙ্গনা অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি' ৷ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবির শংসাপত্র দিতেও প্রস্তুত ৷ কিন্তু তার আগে মানতে হবে বেশ কিছু শর্ত ৷ বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে এমনটাই জানিয়েছে সিবিএফসি ৷ জানানো হয়েছে সংশোধন কমিটির মাধ্যমে ছবির যে সকল বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার কথা জানানো হবে সেই গুলো মানতে হবে ছবির প্রযোজক-পরিচালক কঙ্গনাকে ৷

6 সেপ্টেম্বর 'এমারজেন্সি' প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ৷ তার আগে থেকেই ছবির সার্টিফিকেট পাওয়া নিয়ে সিবিএফসি'র সঙ্গে দ্বন্দ্বে জড়ান কঙ্গনা ৷ ছবিতে তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ অভিনেত্রী অভিযোগ করেন, 'এমারজেন্সি'-র মুক্তি আটকাতে সিবিএফসি ইচ্ছাকৃতভাবে সার্টিফিকেট দিতে টালবাহানা করেছে ৷

বায়োগ্রাফিকাল ড্রামা এই ছবির ট্রেলার সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ বিশেষ করে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগ তুলে সরব হন শিরোমণি আকালি দলের সদস্যরা ৷ তাঁদের অভিযোগে উঠে আসে, ছবিতে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে ৷ গত সপ্তাহে, বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং ফিরদোশ পুনিওয়াল্লার ডিভিশন বেঞ্চ সিবিএফসি-র সিদ্ধান্তহীনতার জন্য সমালোচনা করেছিল ৷ জোর দিয়ে বলা হয় ছবির শংসাপত্র বিলম্বিত করা আসলে বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করতে পারে। আদালত সিবিএফসিকে 25 সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত জানানোর নির্দেশ দেয় ৷

এদিন আদালতে সিবিএফসির আইনজীবী অভিনব চন্দ্রচূড় জানিয়েছেন, 'এমারজেন্সি' ছবিকে শংসাপত্র দেওয়া যাবে যদি সংশোধন কমিটির সুপারিশে দৃশ্যে কিছু কাঁটছাট করা যায় ৷ জি এন্টারটেইনমেন্টের তরফে সিনিয়র কাউন্সেল শরণ জাগতিয়ানি এই প্রস্তাব ভেবে দেখার জন্য সময় চেয়েছেন আদালতে ৷ এখন সিবিএফসি-র এই দাবি কঙ্গনা মেনে নেন কি না, সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.