ETV Bharat / entertainment

আইনি বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী, লালরঙা পোশাকে কাছাকাছি মল্লিক দম্পতি - কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ

Kanchan-Sreemoyee Marriage: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ৷ পরিবারে সম্মতি নিয়ে আইনি বিয়ে সারলেন তাঁরা ৷ সামাজিক অনুষ্ঠান ও আংটি বদল হবে 6 মার্চ ৷

Etv Bharat
প্রেম দিবসের আবহে বিয়ে করলেন অভিনেতা কাঞ্চন ও অভিনেত্রী শ্রীময়ী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:06 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: মধুরেণ সমাপয়েৎ। অনেক আলোচনা সমালোচনার বেড়াজাল ডিঙিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে'তেই আইনি বিবাহ সেরেছেন তাঁরা । লাল আর মেরুন মিশেলে তৈরি ওয়েস্টার্ন শেরওয়ানিতে কাঞ্চন আর টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী চট্টরাজ । জানা গেল, প্রেম দিবসের দিন গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে কাঞ্চন বিয়ের প্রস্তাব দিয়েছেন শ্রীময়ীকে ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
প্রেম দিবসের আবহে বিয়ে করলেন অভিনেতা কাঞ্চন ও অভিনেত্রী শ্রীময়ী

শ্রীময়ী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি জানতেনই না সেদিনই আইনি বিয়ে হতে চলেছে তাঁদের । আগে থেকে এই বিয়ের ব্যাপারে শ্রীময়ীকে কিছুই জানাননি কাঞ্চন । শুধু বলেছিলেন সরস্বতী পুজোয় বাড়িতে খাওয়াদাওয়া হবে । শ্রীময়ীর দিদি আর দাদুর সঙ্গে এই বিষয়ে কথা বলেন কাঞ্চন। তাঁরা সম্মতি দেন এবং আশীর্বাদ করেন । সম্মতি জানিয়েছিলেন শ্রীময়ীর বাবা-মাও । অভিনেত্রীর পরিবারকে কাঞ্চন জানান, এই একটি সম্পর্ক নিয়ে অনেক কিছু সইতে হয়েছে শ্রীময়ীকে । শুধু তাঁর মুখ চেয়ে অনেক বদনাম কুড়িয়েছেন অভিনেত্রী । গত 12 বছর ধরে কাঞ্চনের পাশে থেকেছেন শ্রীময়ী ৷ একবারের জন্যও তিনি সরে যাননি । তাই শ্রীময়ীকে তিনি প্রাপ্য সম্মান দিতে চান ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী



14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে-র দিনে কাঞ্চনের বাড়িতে পা রাখতেই শ্রীময়ীকে লাল টুকটুকে শাড়ি ও প্ল্যাটিনামের আংটি উপহার দেন কাঞ্চন । বাড়ি ভর্তি লোকের সামনে এরপরেই হাঁটু মুড়ে শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা । শ্রীময়ী হ্যাঁ বলতেই আইনি বিয়ের কাগজ নিয়ে হাজির হন ম্যারেজ রেজিস্টার । সম্পন্ন হয় যুগলের আইনি বিবাহ । তবে সেদিন আংটিবদল হয়নি । হয়েছিল কেবল রেজিস্ট্রি ৷ আগামী 6 মার্চ সামাজিক বিয়ে সারবেন দু'জনে । তবে, বিয়ের আসর কোথায় বসবে, মেনু কী থাকবে তা স্থির হয়নি । জানা গিয়েছে, ডিজাইনারের তৈরি পোশাকে সেজে উঠতে চান শ্রীময়ী ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
আইনি বিয়ে সারার মুহূর্তে অভিনেতা-অভিনেত্রী

প্রসঙ্গত, জানুয়ারিতেই আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের । আর তারপরেই সব জটিলতা কাটিয়ে ফের বিয়ে সারলেন কাঞ্চন । সেদিক থেকে দেখতে গেলে কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে । তা সে যাই হোক টলিপাড়ায় ফের একটি জমকালো বিয়ের আসর বসতে চলেছে তা বলাই বাহুল্য ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
আইনি বিয়ে সারলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ
আরও পড়ুন :
  1. সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই পাক অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক
  2. উদয়পুরে আমির কন্যার রাজকীয় বিয়ে, অনুষ্ঠান থেকে খাবারে থাকছে বিশেষ চমক
  3. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান

কলকাতা, 19 ফেব্রুয়ারি: মধুরেণ সমাপয়েৎ। অনেক আলোচনা সমালোচনার বেড়াজাল ডিঙিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে'তেই আইনি বিবাহ সেরেছেন তাঁরা । লাল আর মেরুন মিশেলে তৈরি ওয়েস্টার্ন শেরওয়ানিতে কাঞ্চন আর টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী চট্টরাজ । জানা গেল, প্রেম দিবসের দিন গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে কাঞ্চন বিয়ের প্রস্তাব দিয়েছেন শ্রীময়ীকে ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
প্রেম দিবসের আবহে বিয়ে করলেন অভিনেতা কাঞ্চন ও অভিনেত্রী শ্রীময়ী

শ্রীময়ী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি জানতেনই না সেদিনই আইনি বিয়ে হতে চলেছে তাঁদের । আগে থেকে এই বিয়ের ব্যাপারে শ্রীময়ীকে কিছুই জানাননি কাঞ্চন । শুধু বলেছিলেন সরস্বতী পুজোয় বাড়িতে খাওয়াদাওয়া হবে । শ্রীময়ীর দিদি আর দাদুর সঙ্গে এই বিষয়ে কথা বলেন কাঞ্চন। তাঁরা সম্মতি দেন এবং আশীর্বাদ করেন । সম্মতি জানিয়েছিলেন শ্রীময়ীর বাবা-মাও । অভিনেত্রীর পরিবারকে কাঞ্চন জানান, এই একটি সম্পর্ক নিয়ে অনেক কিছু সইতে হয়েছে শ্রীময়ীকে । শুধু তাঁর মুখ চেয়ে অনেক বদনাম কুড়িয়েছেন অভিনেত্রী । গত 12 বছর ধরে কাঞ্চনের পাশে থেকেছেন শ্রীময়ী ৷ একবারের জন্যও তিনি সরে যাননি । তাই শ্রীময়ীকে তিনি প্রাপ্য সম্মান দিতে চান ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী



14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে-র দিনে কাঞ্চনের বাড়িতে পা রাখতেই শ্রীময়ীকে লাল টুকটুকে শাড়ি ও প্ল্যাটিনামের আংটি উপহার দেন কাঞ্চন । বাড়ি ভর্তি লোকের সামনে এরপরেই হাঁটু মুড়ে শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা । শ্রীময়ী হ্যাঁ বলতেই আইনি বিয়ের কাগজ নিয়ে হাজির হন ম্যারেজ রেজিস্টার । সম্পন্ন হয় যুগলের আইনি বিবাহ । তবে সেদিন আংটিবদল হয়নি । হয়েছিল কেবল রেজিস্ট্রি ৷ আগামী 6 মার্চ সামাজিক বিয়ে সারবেন দু'জনে । তবে, বিয়ের আসর কোথায় বসবে, মেনু কী থাকবে তা স্থির হয়নি । জানা গিয়েছে, ডিজাইনারের তৈরি পোশাকে সেজে উঠতে চান শ্রীময়ী ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
আইনি বিয়ে সারার মুহূর্তে অভিনেতা-অভিনেত্রী

প্রসঙ্গত, জানুয়ারিতেই আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের । আর তারপরেই সব জটিলতা কাটিয়ে ফের বিয়ে সারলেন কাঞ্চন । সেদিক থেকে দেখতে গেলে কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে । তা সে যাই হোক টলিপাড়ায় ফের একটি জমকালো বিয়ের আসর বসতে চলেছে তা বলাই বাহুল্য ।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj
আইনি বিয়ে সারলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ
আরও পড়ুন :
  1. সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই পাক অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক
  2. উদয়পুরে আমির কন্যার রাজকীয় বিয়ে, অনুষ্ঠান থেকে খাবারে থাকছে বিশেষ চমক
  3. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.