কলকাতা, 19 ফেব্রুয়ারি: মধুরেণ সমাপয়েৎ। অনেক আলোচনা সমালোচনার বেড়াজাল ডিঙিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে'তেই আইনি বিবাহ সেরেছেন তাঁরা । লাল আর মেরুন মিশেলে তৈরি ওয়েস্টার্ন শেরওয়ানিতে কাঞ্চন আর টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী চট্টরাজ । জানা গেল, প্রেম দিবসের দিন গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে কাঞ্চন বিয়ের প্রস্তাব দিয়েছেন শ্রীময়ীকে ।
শ্রীময়ী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি জানতেনই না সেদিনই আইনি বিয়ে হতে চলেছে তাঁদের । আগে থেকে এই বিয়ের ব্যাপারে শ্রীময়ীকে কিছুই জানাননি কাঞ্চন । শুধু বলেছিলেন সরস্বতী পুজোয় বাড়িতে খাওয়াদাওয়া হবে । শ্রীময়ীর দিদি আর দাদুর সঙ্গে এই বিষয়ে কথা বলেন কাঞ্চন। তাঁরা সম্মতি দেন এবং আশীর্বাদ করেন । সম্মতি জানিয়েছিলেন শ্রীময়ীর বাবা-মাও । অভিনেত্রীর পরিবারকে কাঞ্চন জানান, এই একটি সম্পর্ক নিয়ে অনেক কিছু সইতে হয়েছে শ্রীময়ীকে । শুধু তাঁর মুখ চেয়ে অনেক বদনাম কুড়িয়েছেন অভিনেত্রী । গত 12 বছর ধরে কাঞ্চনের পাশে থেকেছেন শ্রীময়ী ৷ একবারের জন্যও তিনি সরে যাননি । তাই শ্রীময়ীকে তিনি প্রাপ্য সম্মান দিতে চান ।
14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে-র দিনে কাঞ্চনের বাড়িতে পা রাখতেই শ্রীময়ীকে লাল টুকটুকে শাড়ি ও প্ল্যাটিনামের আংটি উপহার দেন কাঞ্চন । বাড়ি ভর্তি লোকের সামনে এরপরেই হাঁটু মুড়ে শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা । শ্রীময়ী হ্যাঁ বলতেই আইনি বিয়ের কাগজ নিয়ে হাজির হন ম্যারেজ রেজিস্টার । সম্পন্ন হয় যুগলের আইনি বিবাহ । তবে সেদিন আংটিবদল হয়নি । হয়েছিল কেবল রেজিস্ট্রি ৷ আগামী 6 মার্চ সামাজিক বিয়ে সারবেন দু'জনে । তবে, বিয়ের আসর কোথায় বসবে, মেনু কী থাকবে তা স্থির হয়নি । জানা গিয়েছে, ডিজাইনারের তৈরি পোশাকে সেজে উঠতে চান শ্রীময়ী ।
প্রসঙ্গত, জানুয়ারিতেই আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের । আর তারপরেই সব জটিলতা কাটিয়ে ফের বিয়ে সারলেন কাঞ্চন । সেদিক থেকে দেখতে গেলে কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে । তা সে যাই হোক টলিপাড়ায় ফের একটি জমকালো বিয়ের আসর বসতে চলেছে তা বলাই বাহুল্য ।