হায়দরাবাদ, 23 জুলাই: নিয়ম না মেনে শুটিং করার অভিযোগ উঠেছে 'কিশমিশ' ও 'দিলখুশ' খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) তরফে পরিচালককে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, পাভেল ও অভিনেতা ঋদ্ধি সেন-সহ আরও অনেকে ৷
মঙ্গলবার 'চাঁদের পাহাড়' খ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ফেসবুকে লেখেন, "বাংলা চলচ্চিত্রের আঙিনায় রাহুল মুখোপাধ্যায় আমার অনুজপ্রতিম । নতুন ছবি তৈরি করার ক্ষেত্রে প্রথমে ছবির পরিচালক হিসেবে এবং পরে ছবির সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করার ক্ষেত্রে আগামী তিন মাসের জন্যে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চলচ্চিত্র ফেডারেশন। তার কারণ তিনি ফেডারেশনের অনুমতি না নিয়ে বাংলাদেশে কোনও কাজ পরিচালনা করেছেন। এ বিষয়ে রাহুল পরবর্তীতে লিখিতভাবে মার্জনা চাইলেও চলচ্চিত্র ফেডারেশন শাস্তি দিয়েছে রাহুলকে। আমি ফেডারেশনের তরফে রাহুলের বিরুদ্ধে এহেন পদক্ষেপের বিরুদ্ধমত প্রকাশ করি। তাঁকে তাঁর কাজ করতে নিঃশর্ত অনুমতি দেওয়া হোক- এই আবেদন রাখছি।"
'রসগোল্লা' খ্যাত পরিচালক পাভেল সোশাল মিডিয়ায় লেখেন, "সমস্যাটা কোথায়? ও বাংলাদেশে কাজ করেছে বলে? নাকি, না বলে করেছে বলে? আমি বলছি 'চরকির' কাজ করব। আমাকেও ব্যান করবেন কি তাহলে? আর্টিস্ট ফোরাম কিন্তু এই জন্য ফেডারেশনের থেকে বেরিয়ে গিয়েছে। বাংলা ইন্ডাস্ট্রি যদি বড় করতে হয় এসব করলে হবে না। ভুল হচ্ছে । গা-জোয়ারি হচ্ছে, ঠিক হচ্ছে না। রাহুলকে ছবিটা করতে দেওয়া হোক ৷ এখনও সময় আছে। শিল্পীকে এইভাবে গণ্ডিতে বাঁধা ঠিক নয় ৷ আমি রাহুলের সঙ্গে আছি ৷"
অভিনেতা ঋদ্ধি সেন লেখেন, "চিত্রপরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা হয়েছে ৷ শাস্তি দেওয়া? নীতিশিক্ষা? এই ফেডারেশন কে? এরা কি তালিবান নাকি সাম্প্রতিক ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর নিষেধাজ্ঞা মানা ফেসবুক আইটি সেলের বয়কট গ্যাং? এমনি বাংলা চলচ্চিত্র জগতের পরিধি মুম্বই বা সাউথ ইন্ডিয়ার মতো বৃহৎ নয়, তার দায় আমাদেরই ৷ কিন্তু বাস্তব পরিস্থিতি এক রাতের মধ্যে বদলে যেতে পারে না ৷ এই সীমিত কাজের পরিসরের মধ্যে যদি কেউ ঠিক করে দিতে থাকেন যে, কোন শিল্পী বা সীনে কর্মী কোথায় কাজ করবেন, কীভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন আর সেই হাঁসজারু নিয়মাবলী না মানলেই যদি বয়কট বা স্কুলের মতো বা স্বৈরাচারি রাষ্ট্রের মতো শাস্তি দেওয়া হয় তাহলে সেই শিল্পী বা সীনে কর্মীদের সংসার চালানোর দায়িত্ব নেবেন তো ফেডারেশন ?"
পরিচালক রাহুলের পাশে দাঁড়িয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। দেবালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মৌলিক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে পরিচালকের। একেই বাংলাদেশের কাজ করা যাবে না। মুম্বইয়ের কাজ কমে যাচ্ছে। তার উপরে আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা। মাত্র 14 ঘণ্টার মধ্যে কাজ গোটাতে হচ্ছে। সত্যি বলছি আর ভালো কাজ দিতে পারব না।" তিনি আরও বলেন, "কাজ করার পরিবেশই এখান থেকে চলে যাচ্ছে। কাজ করা যাচ্ছে না।"
এদিকে রবিবারই এই বিতর্কের মধ্যে প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে জানানো হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের ছবি 'প্রোডাকশন নম্বর 171'-এ পরিচালনা থেকে সরে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসাবে থাকবেন রাহুল মুখোপাধ্যায় ৷ ছবিটি পরিচালনা করবেন সৌমিক হালদার ৷ 'দশম অবতার' ছবির পর প্রসেনজিৎ-অনির্বাণ ফের একসঙ্গে ৷ পাশাপাশি ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার ও অপরাজিতা আঢ্য-সহ আরও অনেককেই ৷