হায়দরাবাদ, 10 জুন: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে রবিবার রাইসিনে হিলসে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ৷ রবিবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ সেই মুহূর্তের সাক্ষী থাকতে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজনেসম্যান থেকে বলিউড তারকা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তিনি টানা তিনবার প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক সিনে জগতের তারকা ৷
সোশাল মিডিয়ায় মোদির শপথগ্রহণের সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বয়ে যায় শুভেচ্ছা বন্যা ৷ তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী এক্স হ্যান্ডেলে লেখেন, "তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি'কে ৷ আমি আশা রাখছি আপনি এবং আপনার ক্যাবিনেটের মন্ত্রীদের সহযোগিতায় দেশ আরও উন্নত, সমৃদ্ধশালী হয়ে উঠবে ৷"
দক্ষিণী তারকা চিরঞ্জীবীর ছেলে সুপারস্টার রাম চরণ এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ৷ শুভেচ্ছা এনডিএ সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার জন্য ৷ আপনার নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধ হয়ে উঠুক ৷ জয় হিন্দ ৷" মালায়লম অভিনেতা মোহনলাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "তৃতীয়বারের জন্য সরকার গঠনের জন্য মোদিজি'কে শুভেচ্ছা ৷ আশা করি আপনার নেতৃত্বে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে ৷ আন্তরিক শুভেচ্ছা সুরেশ গোপি ও শ্রী জর্জ কুরিয়ানকে, যাঁরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ৷"
কিংবদন্তি অভিনেতা কমল হাসান লেখেন, "অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তৃতীয়বার সরকার গঠনের জন্য আপনাকে শুভেচ্ছা ৷ নির্বাচিত প্রতিনিধিরা দেশকে আরও শক্তিশালী ও উজ্জ্বল করে তুলবে, এই আশা করি ৷ জয় হিন্দ" দক্ষিণী অভিনেতাদের পাশাপাশি, বলিউড তারকাও মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ বরুণ ধাওয়ান শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "ঐতিহাসিক থার্ড টার্ম ৷ আপনার নেতৃত্বে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাক ৷"
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সুনীল শেট্টি, রাজকুমার রাও, অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়, পরিচালক করণ জোহর-সহ আরও অনেকে ৷